নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন ১৫ মে রোববার
- প্রকাশের সময় : ০৯:৪৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০১৬
- / ৮৮২ বার পঠিত
নিউইয়র্ক: আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন আয়োজন করা হয়েছে ১৫ মে রোববার। কনভেনশনের মূল শ্লোগান হচ্ছে ‘মুহাম্মদ (সা:)-বিশ্ব শান্তি ও ন্যায় বিচারের মহত্তম আদর্শ’। সিটির জ্যামাইকাস্থ হিলসাইড এভিনিউ সংলগ্ন সুজান বি এন্থনী একাডেমী (আইএস-২৩৮) মিলনায়তনে এই কনভেনশন অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এর কার্যক্রম চলবে।
কনভেনশনে প্রধান অতিথি থাকবেন আল আরাফা মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ আমীর খান এবং বিশেষ অতিথি থাকবেন আলহাজ মোশারফ হোসেন, আলহাজ মফিজুর রহমান, মোহাম্মদ নূরুল হক, ডা. নাজমুল হোসাইন খান, আলহাজ ডা. নাদিম কোরাইশী ও ইমাম মুহাম্মদ মুকিত।
কনভেনশন সফল করতে ধর্মপ্রাণ সকল মুসলিমের প্রতি অনুরোধ জানিয়েছেন কনভেনশন কমিটির চেয়ারম্যান ও মাদানী মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী আলহাজ আজিজ ওসমানী।