নিউইয়র্ক ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কের ব্রুকলীনে ভয়াবহ অগ্নিকান্ড : ৭ শিশুর মর্মান্তিক মৃত্যু

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০১৫
  • / ৫৭১ বার পঠিত

নিউইয়র্ক: সিটির ব্রুকলীনের মিডউড এলাকার একটি বাড়ীতে শনিবার (২১ মার্চ) ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সাত শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা সবাই ভাই-বোন। নিহতের মধ্যে চারজন ছেলে ও তিনজন মেয়ে। নিহতদের বয়স ৫ থেকে ১৫ বছরের মধ্যে। শিশুদের মা ও তাদের বড় বোন ঘটনার পর পরই বেরিয়ে আসতে সক্ষম হলেও উভয়ে গুরুতর আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ২০ মার্চ শুক্রবার দিবাগত রাত ১২টার পর অর্থাৎ শনিবার ভোররাতে ব্রকলীনের ৩৩৭১ বেডফোর্ড অ্যাভিনিউর একটি সিঙ্গেল বাড়ীর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাড়ীটির পেছনের রুমে নিহত ঐ সাত শিশু ঘুমিয়ে ছিলো। তাদের মা ও বড় বোন ছিলো পাশের রুমে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পেছনের দিকে থাকায় ঐ সাত শিশু বেরিয়ে আসতে পারেনি। এই ঘটনায় গুরুতর আহতাবস্থায় তাদের মা ও তার বড় বোনকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় শিশুদের বাবা বাড়ীর বাইরে ছিলেন। প্রায় এক ঘন্টার চেষ্টার পর রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।
ফাায়ার ডিপার্টমেন্টের কমিশনার ড্যানিয়েল এ নিগ্রো সাংবাদিক সম্মেলনে বলেন, বাড়ীটির নিচতলার কাউন্টারে ইলেকট্রিক হিটারটি চালু অবস্থায় ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে। পরবর্তীতে আগুন দ্রুত দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।
এদিকে মেয়র বিল ডি ব্লাসিও শনিবার বিকেলে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় মেয়র জানান নিউইয়র্ক সিটির গেলো সাত বছরের ইতিহাসে অগ্নিকান্ডে এটিই সবচেয়ে মর্মান্তিক দূর্ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নিউইয়র্কের ব্রুকলীনে ভয়াবহ অগ্নিকান্ড : ৭ শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ১০:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০১৫

নিউইয়র্ক: সিটির ব্রুকলীনের মিডউড এলাকার একটি বাড়ীতে শনিবার (২১ মার্চ) ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সাত শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা সবাই ভাই-বোন। নিহতের মধ্যে চারজন ছেলে ও তিনজন মেয়ে। নিহতদের বয়স ৫ থেকে ১৫ বছরের মধ্যে। শিশুদের মা ও তাদের বড় বোন ঘটনার পর পরই বেরিয়ে আসতে সক্ষম হলেও উভয়ে গুরুতর আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ২০ মার্চ শুক্রবার দিবাগত রাত ১২টার পর অর্থাৎ শনিবার ভোররাতে ব্রকলীনের ৩৩৭১ বেডফোর্ড অ্যাভিনিউর একটি সিঙ্গেল বাড়ীর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাড়ীটির পেছনের রুমে নিহত ঐ সাত শিশু ঘুমিয়ে ছিলো। তাদের মা ও বড় বোন ছিলো পাশের রুমে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পেছনের দিকে থাকায় ঐ সাত শিশু বেরিয়ে আসতে পারেনি। এই ঘটনায় গুরুতর আহতাবস্থায় তাদের মা ও তার বড় বোনকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় শিশুদের বাবা বাড়ীর বাইরে ছিলেন। প্রায় এক ঘন্টার চেষ্টার পর রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।
ফাায়ার ডিপার্টমেন্টের কমিশনার ড্যানিয়েল এ নিগ্রো সাংবাদিক সম্মেলনে বলেন, বাড়ীটির নিচতলার কাউন্টারে ইলেকট্রিক হিটারটি চালু অবস্থায় ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে। পরবর্তীতে আগুন দ্রুত দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।
এদিকে মেয়র বিল ডি ব্লাসিও শনিবার বিকেলে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় মেয়র জানান নিউইয়র্ক সিটির গেলো সাত বছরের ইতিহাসে অগ্নিকান্ডে এটিই সবচেয়ে মর্মান্তিক দূর্ঘটনা।