নিউইয়র্ক ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কের ব্রঙ্কসে প্রতিবাদ সভা ॥ কমিউনিটি বোর্ডের শোক জ্ঞাপন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:২১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
  • / ৬৫২ বার পঠিত

নিউইয়র্ক: নিউইয়র্কে বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশী রিয়েল এস্টেট ব্যবসায়ী, কমিউনিটির পরিচিত মুখ জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন কমিউনিটি নেতৃবৃন্দ। গত ১২ মার্চ রোববার বিকাল ৪টায় ব্রঙ্কসের ১০০১ লগান এভিনিউর (জাকির খানের হত্যাকান্ড স্থল) সামনে জাকির খান হত্যাকান্ডের প্রতিবাদ সভা ও তার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল থেকে এ দাবি জানানো হয়। বাংলাদেশী কমিউনিটির নের্তবৃন্দ এই প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এদিকে, জাকির খানের অকাল ও আকস্মিক মৃত্যুতে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড-১ এর পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে।
প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত হয়ে জাকির খানের বিদেহী আতœার মাগফেরাত কামনা ও খুনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মাঈনুল ইসলাম দোয়া মুনাজাত পরিচালনা করেন।
বিশিষ্ট আইনজীবী বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীম্যান হোজে রিভেরা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা. বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি আবদুর রহিম হাওলাদার, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার প্রফেসর শেখ আল মামুন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল হোসেন খান, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনক’র সভাপতি আব্দুস শহীদ দুদু, সাধারণ সম্পাদক শামীম মিয়া সহ আব্দুল হাসিম হাসনু, মাহবুব আলম, কমিউনিটি অ্যাকটিভিস্ট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলাদেশ সোাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমেদ ও সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, কমিউনিটি এক্টিভিস্ট মিনহাজ আহমেদ শাম্মু, মঞ্জুর চৌধুরী জগলুল, নূরে আলম জিকু, বুরহান উদ্দিন, মামুন রহমান, রাশেদুল ইসলাম, জাকির খানের ভাই নাদিম খান, তৌফিকুর রহমান ফারুক, ডা. নাহিদ খান, নিউইয়র্ক অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭-এর জুডিশিয়াল ডেলিগেট ও বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশন’র প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, মাকসুদা আহমেদ, এশিয়ান ড্রাইভিং স্কুলের এসআর লিংকন, মোহাম্মদ আবদুর রহিম, লোকমান হোসেন লুকু, আসন্ন সিটি কাউন্সিল নিবার্চনে ব্রঙ্কস ডিস্ট্রিক্ট ১৩ (ওয়েস্টচেস্টার স্কয়ার-ইস্ট ট্রেমন্ট) থেকে কাউন্সিলম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবুহেইকেল, আওয়ামী লীগ নেতা শাহীন আজমল, দুরুদ মিয়া রনেলসহ কমিউনিটি নেতৃবৃন্দ। নিউইয়র্কের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এ আয়োজনের সাথে একাত্মতা প্রকাশ করে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
Zakir_Khan_NY_2প্রতিবাদ সভায় বক্তারা রিয়েলেটর ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জাকির খাঁনের নির্মম হত্যাকান্ডের তীব্র ক্ষোভ প্রকাশ করে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। সমাবেশে সবার একটাই দাবি ছিলো যে, খুনির যেন দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হয়। সভায় হত্যাকারীর বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ গঠন করায় ক্ষোভ প্রকাশ করা হয়।
সভায় জাকির খান হত্যাকান্ডের বিচারকাজে আইনী সহায়তা প্রদানের জন্য আয়োজকদের পক্ষ থেকে ফান্ড রাইজিং করার ঘোষনা দেয়া হয়।
সমাবেশে বক্তারা নিহত জাকির খানের স্মৃতির উদ্দেশে স্থায়ী কোন সামাজিক উদ্যোগ নেয়া যায় কিনা তা ভেবে দেখারও প্রস্তাব রাখেন।
জাকির খান অতি সম্প্রতি যে স্থানটিতে নিমর্মভাবে খুন হয়েছিলেন ব্রঙ্কসের সেই লগান এভিনিউর বাড়ির সামনে আয়োজিত প্রতিকি প্রতিবাদ ও দোয়া মাহফিলে বাংলাদেশী কমিউনিটির নের্তৃবৃন্দ ও তার আত্মীয় স্বজনরা উপস্থিত হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। অনেকের চোখ অশ্রুসিক্ত হয়।
ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১-এর শোক জ্ঞাপন: নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট রিয়েল এষ্টেট ব্যবসায়ী জাকির খানের অকাল ও আকস্মিক মৃত্যুতে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১-এর পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে। বোর্ড সূত্র জানায়, ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের নিয়মিত সভায় বোর্ডের অন্যতম মেম্বার শাহজাহান শেখের প্রস্তাবনায় শোক প্রস্তাবটি পাস হয়। বোর্ড এর পক্ষ থেকে গত ২ মার্চ পরিবারের কাছে প্রেরিত এক চিঠিতে মরহুম জাকির খানের স্ত্রী, সন্তান ও পরিবার পরিজনের এই অপূরনীয় ক্ষতিতে সর্বশক্তিমানের সাহায্য ও সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য, নিউইয়র্কে ব্র্রঙ্কসের থ্রগসনেক এলাকায় ১০০১ লগান এভিনিউর নিজ বাসার সামনে গত ২২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাড়ীর মালিক তাহারের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন বাংলাদেশী ব্যবসায়ী কমিউনিটির অতি পরিচিত মুখ জাকির খান (৪৪)। জাকির খানের বাড়ির মালিক মিসরীয় বংশোদ্ভূত তাহার মাহরান (৫১) কে পুলিশ ওইদিন রাতেই গ্রেপ্তার করে। তিনি এখন কারাগারে রয়েছেন। বাড়িওয়ালা তাহার-এর বিরুদ্ধে ইতোমধ্যে সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, বাড়ির মালিকের সঙ্গে বাড়ী ভাড়া নিয়ে বছর খানেক ধরে জাকির খানের বিরোধ চলে আসছিল। বিষয়টি শেষপর্যন্ত পুলিশ এবং আদালত পর্যন্ত গড়ায়।
আরো উল্লেখ্য, জাকির খানের মরদেহ বাংলাদেশ সময় গত ২৬ ফেব্রুয়ারী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানবাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মরদেহ বাংলাদেশে পাঠানোর আগে নিউইয়র্ক সময় ২৪ ফেব্রুয়ারী শুক্রবার বাদ জুমা ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ব্রঙ্কসে স্মরণকালের বৃহৎ এ জানাজায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির রাজনৈতিক. সামাজিক. সাংস্কৃতিক, পেশাজীবী নের্তৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত হয়ে অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ শ্রদ্ধা জানান।
অকাল প্রয়াত জাকির খান ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র অভিবাসী হন। বসবাস করেন নিউইয়র্কের ব্রঙ্কসে। জাকির খান নিউইয়র্কে এসে পড়াশুনা শেষ করে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত হন। তিনি ব্র্রঙ্কসে শীর্ষ স্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে কমিউনিটিতে পরিচিতি লাভ করেন। তিনি নানা সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডেও সক্রিয় ভূমিকা পালন করেন। জাকির খানের স্ত্রী ন্যান্সী খান একজন সঙ্গীত শিল্পী। জাকির খানের স্কুল পড়–য়া ১৩ বছর বয়সী এক মেয়ে এবং দশ ও সাত বছর বয়সী দু’ছেলে রয়েছে। জাকির খানের ৬ ভাই ও ৫ বোন সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী।
অপরদিকে একটি সূত্র জানায়, বর্তমানে জাকির খানের স্ত্রী ন্যান্সী খান, এক মেয়ে ও দু’ছেলেকে নিয়ে ম্যানহাটানের একটি শেল্টারে থাকছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নিউইয়র্কের ব্রঙ্কসে প্রতিবাদ সভা ॥ কমিউনিটি বোর্ডের শোক জ্ঞাপন

প্রকাশের সময় : ০৪:২১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭

নিউইয়র্ক: নিউইয়র্কে বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশী রিয়েল এস্টেট ব্যবসায়ী, কমিউনিটির পরিচিত মুখ জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন কমিউনিটি নেতৃবৃন্দ। গত ১২ মার্চ রোববার বিকাল ৪টায় ব্রঙ্কসের ১০০১ লগান এভিনিউর (জাকির খানের হত্যাকান্ড স্থল) সামনে জাকির খান হত্যাকান্ডের প্রতিবাদ সভা ও তার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল থেকে এ দাবি জানানো হয়। বাংলাদেশী কমিউনিটির নের্তবৃন্দ এই প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এদিকে, জাকির খানের অকাল ও আকস্মিক মৃত্যুতে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড-১ এর পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে।
প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত হয়ে জাকির খানের বিদেহী আতœার মাগফেরাত কামনা ও খুনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মাঈনুল ইসলাম দোয়া মুনাজাত পরিচালনা করেন।
বিশিষ্ট আইনজীবী বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীম্যান হোজে রিভেরা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা. বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি আবদুর রহিম হাওলাদার, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার প্রফেসর শেখ আল মামুন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল হোসেন খান, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনক’র সভাপতি আব্দুস শহীদ দুদু, সাধারণ সম্পাদক শামীম মিয়া সহ আব্দুল হাসিম হাসনু, মাহবুব আলম, কমিউনিটি অ্যাকটিভিস্ট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলাদেশ সোাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমেদ ও সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, কমিউনিটি এক্টিভিস্ট মিনহাজ আহমেদ শাম্মু, মঞ্জুর চৌধুরী জগলুল, নূরে আলম জিকু, বুরহান উদ্দিন, মামুন রহমান, রাশেদুল ইসলাম, জাকির খানের ভাই নাদিম খান, তৌফিকুর রহমান ফারুক, ডা. নাহিদ খান, নিউইয়র্ক অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭-এর জুডিশিয়াল ডেলিগেট ও বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশন’র প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, মাকসুদা আহমেদ, এশিয়ান ড্রাইভিং স্কুলের এসআর লিংকন, মোহাম্মদ আবদুর রহিম, লোকমান হোসেন লুকু, আসন্ন সিটি কাউন্সিল নিবার্চনে ব্রঙ্কস ডিস্ট্রিক্ট ১৩ (ওয়েস্টচেস্টার স্কয়ার-ইস্ট ট্রেমন্ট) থেকে কাউন্সিলম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবুহেইকেল, আওয়ামী লীগ নেতা শাহীন আজমল, দুরুদ মিয়া রনেলসহ কমিউনিটি নেতৃবৃন্দ। নিউইয়র্কের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এ আয়োজনের সাথে একাত্মতা প্রকাশ করে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
Zakir_Khan_NY_2প্রতিবাদ সভায় বক্তারা রিয়েলেটর ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জাকির খাঁনের নির্মম হত্যাকান্ডের তীব্র ক্ষোভ প্রকাশ করে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। সমাবেশে সবার একটাই দাবি ছিলো যে, খুনির যেন দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হয়। সভায় হত্যাকারীর বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ গঠন করায় ক্ষোভ প্রকাশ করা হয়।
সভায় জাকির খান হত্যাকান্ডের বিচারকাজে আইনী সহায়তা প্রদানের জন্য আয়োজকদের পক্ষ থেকে ফান্ড রাইজিং করার ঘোষনা দেয়া হয়।
সমাবেশে বক্তারা নিহত জাকির খানের স্মৃতির উদ্দেশে স্থায়ী কোন সামাজিক উদ্যোগ নেয়া যায় কিনা তা ভেবে দেখারও প্রস্তাব রাখেন।
জাকির খান অতি সম্প্রতি যে স্থানটিতে নিমর্মভাবে খুন হয়েছিলেন ব্রঙ্কসের সেই লগান এভিনিউর বাড়ির সামনে আয়োজিত প্রতিকি প্রতিবাদ ও দোয়া মাহফিলে বাংলাদেশী কমিউনিটির নের্তৃবৃন্দ ও তার আত্মীয় স্বজনরা উপস্থিত হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। অনেকের চোখ অশ্রুসিক্ত হয়।
ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১-এর শোক জ্ঞাপন: নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট রিয়েল এষ্টেট ব্যবসায়ী জাকির খানের অকাল ও আকস্মিক মৃত্যুতে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১-এর পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে। বোর্ড সূত্র জানায়, ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের নিয়মিত সভায় বোর্ডের অন্যতম মেম্বার শাহজাহান শেখের প্রস্তাবনায় শোক প্রস্তাবটি পাস হয়। বোর্ড এর পক্ষ থেকে গত ২ মার্চ পরিবারের কাছে প্রেরিত এক চিঠিতে মরহুম জাকির খানের স্ত্রী, সন্তান ও পরিবার পরিজনের এই অপূরনীয় ক্ষতিতে সর্বশক্তিমানের সাহায্য ও সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য, নিউইয়র্কে ব্র্রঙ্কসের থ্রগসনেক এলাকায় ১০০১ লগান এভিনিউর নিজ বাসার সামনে গত ২২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাড়ীর মালিক তাহারের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন বাংলাদেশী ব্যবসায়ী কমিউনিটির অতি পরিচিত মুখ জাকির খান (৪৪)। জাকির খানের বাড়ির মালিক মিসরীয় বংশোদ্ভূত তাহার মাহরান (৫১) কে পুলিশ ওইদিন রাতেই গ্রেপ্তার করে। তিনি এখন কারাগারে রয়েছেন। বাড়িওয়ালা তাহার-এর বিরুদ্ধে ইতোমধ্যে সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, বাড়ির মালিকের সঙ্গে বাড়ী ভাড়া নিয়ে বছর খানেক ধরে জাকির খানের বিরোধ চলে আসছিল। বিষয়টি শেষপর্যন্ত পুলিশ এবং আদালত পর্যন্ত গড়ায়।
আরো উল্লেখ্য, জাকির খানের মরদেহ বাংলাদেশ সময় গত ২৬ ফেব্রুয়ারী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানবাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মরদেহ বাংলাদেশে পাঠানোর আগে নিউইয়র্ক সময় ২৪ ফেব্রুয়ারী শুক্রবার বাদ জুমা ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ব্রঙ্কসে স্মরণকালের বৃহৎ এ জানাজায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির রাজনৈতিক. সামাজিক. সাংস্কৃতিক, পেশাজীবী নের্তৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত হয়ে অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ শ্রদ্ধা জানান।
অকাল প্রয়াত জাকির খান ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র অভিবাসী হন। বসবাস করেন নিউইয়র্কের ব্রঙ্কসে। জাকির খান নিউইয়র্কে এসে পড়াশুনা শেষ করে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত হন। তিনি ব্র্রঙ্কসে শীর্ষ স্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে কমিউনিটিতে পরিচিতি লাভ করেন। তিনি নানা সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডেও সক্রিয় ভূমিকা পালন করেন। জাকির খানের স্ত্রী ন্যান্সী খান একজন সঙ্গীত শিল্পী। জাকির খানের স্কুল পড়–য়া ১৩ বছর বয়সী এক মেয়ে এবং দশ ও সাত বছর বয়সী দু’ছেলে রয়েছে। জাকির খানের ৬ ভাই ও ৫ বোন সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী।
অপরদিকে একটি সূত্র জানায়, বর্তমানে জাকির খানের স্ত্রী ন্যান্সী খান, এক মেয়ে ও দু’ছেলেকে নিয়ে ম্যানহাটানের একটি শেল্টারে থাকছেন।