নিউইয়র্ক: প্রবীণ প্রবাসী, কমিউনিটির পরিচিত মুখ, নিউইয়র্কে বাংলাদেশী মালিকানাধীন সবচেয়ে পুরানো ট্রাভেলস এজেন্সী বেঙ্গল ট্রাভেলস-এর মালিক খালেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পবিত্র উমরাহ পালন করা অবস্থায় রমজান মাসে তিনি পবিত্র মক্কা শরীফে ইন্তেকাল করেন। জানা গেছে পবিত্র ঈদুল ফিতরের তিনদিন আগে অর্থাৎ ২৭ রমজানে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও এক কন্যা সহ দেশ ও প্রবাসে বহু আতœীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে যান। তার গ্রামের বাড়ী সিলেটের জগন্নাথপুর। ব্যক্তিগত জীবনে তিনি সদালাপী, বন্ধুবৎসল মানুষ ছিলেন।
নিউইয়র্কের জ্যামাইকায় বসবাসকারী খালেদ চৌধুরীর আকস্মিক মুত্যুর খবর ছড়িয়ে পড়লে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিদেহী আতœার শান্তি কামনা করেছেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া। এছাড়াও শোখ প্রকাশ করেছেন প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, সাবেক সভাপতি মোহাম্মদ মনির হোসেন ও বিলাল আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এএফ মিসবাহ উজ্জামান, কসবা সোসাইটি ইউএসএ ইনক’র প্রতিষ্ঠাতা সভাপতি একে এম সফিকুল ইসলাম প্রমুখ।