নবাগত ও বিদায়ী উপদেষ্টাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১২:৪৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০১৫
- / ৪৯৬ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নবাগত ও বিদায়ী উপদেষ্টাদের সম্মানে সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজন করা হয়। গত ১৩ জুলাই সোমবার এসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বদরুল হোসেন খান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী।
অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিদায়ী উপদেষ্টাদের মধ্যে আব্দুল হাসিম হাসনু (সিলেট), তোফায়েল আহমেদ চৌধুরী (সুনামগঞ্জ) ও আবুল কালাম (মৌভবীবাজার) এবং নতুন উপদেষ্টাদের মধ্যে গজনফর আলী চৌধুরী (মৌলভীবাজার), মোবাশ্বের হোসেন (হবিগঞ্জ), একলিমুজ্জামান নুনু (সিলেট) ও মো: আকামত আলী (সুনামগঞ্জ)সহ এসোসিয়েশনের কর্মকর্তা ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবাগত উপদেষ্টাদের মাঝে এসোসিয়েশনের গঠনতন্ত্র হস্তান্তর করা হয় এবং সংগঠনের কর্মকান্ড পরিচালনায় নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য বিদায়ী উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে নবাগত উপদেষ্টাবৃন্দ এসোসিয়েশনের নতুন দায়িত্ব পাওয়ায় কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের দায়িত্ব পালনে সবার সার্বিক সহযোগিতা কামনা সহ প্রবাসী জালালাবাদবাসীদের কল্যাণে সংগঠনের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। অপরদিকে বিদায়ী উপদেষ্টারা বলেন, প্রবাসী জালালাবাদবাসীদের দায়িত্ব পালনে সাধ্যমত চেষ্টা করেছি। তাদের কর্মকান্ডে এসোসিয়েশনের কর্মকর্তাদের সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আগামী দিয়ে সংগঠনের প্রয়োজনে যেকোন দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে এসোসিয়েশনের কর্মকর্তাদের মধ্যে মাহবুব এ চৌধুরী, আনোয়ারুল হক চৌধুরী (পারেক), সাব্বির হোসেন, মোশররফ আলম, মিজানুর রহমান চৌধুরী (শেফাজ), আতাউল গণি আসাদ, লোকমান হোসাইন, মো: ফখর উদ্দিন, আশফাক চৌধুরী (জামি), আবুল কালাম (মতিন), আবুল কালাম, মো: আব্দুল মতিন, সাজিয়া রহমান, জ্যোতির্ময় দত্ত নিশু, মঈনুল ইসলাম, আকবর হোসেন (স্বপন) ও মোশাহিদ আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ মে অনুষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভায় সর্বসম্মতভাবে আগামী তিন বছর অর্থাৎ ২০১৫-২০১৮ সালের মেয়াদের জন্য বৃহত্তর সিলেটের চারটি জেলার চার জন প্রতিনিধিকে সংগঠনের উপদেষ্টা মনোনীত করা হয়।