নতুন পরিচয়ে ‘ব্ল্যাক ডায়মন্ড’ বেবী নাজনীন
- প্রকাশের সময় : ০৮:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
- / ৮৮৮ বার পঠিত
নিউইয়র্ক: বেবী নাজনীন। নামই যার পরিচিতি, কি দেশে, কি প্রবাসে। বাংলাদেশের স্বনামধন্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী। দেশের সঙ্গীত ভূবনে ‘ব্লাক ডায়মন্ড’ খ্যাত এই সঙ্গীত তারকার নতুন পরিচয় তিনি উত্তর আমেরিকায় সুপ্রতিষ্ঠিত এক্সিট অ্যালায়েন্স রিয়েলটির ব্রান্ড অ্যাম্বাসেডর। গেলো সপ্তাহে তিনি প্রতিষ্ঠানটির অ্যাম্বাসেডর-এর দায়িত্বের পাশাপাশি ইন্টারন্যাশনাল সেলস ডিরেক্টর মনোনীত হন।
শিল্পী বেবী নাজনীনের নতুন পরিচয় উপলক্ষ্যে গত ২৮ আগষ্ট শুক্রবার বিকেলে নিউইয়র্কের জ্যামাইকাস্থ এক্সিক্ট রিয়েলটি অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে প্রতিষ্ঠানের কর্ণধার ও ব্রোকার আজহার হক বেবী নাজনীনকে তার ব্যবসা প্রতিষ্ঠনের ‘ব্যান্ড অ্যাম্বেসডর’ হওয়ার কথা ঘোষণা করেন। এসময় এক্সিট রিয়েলটির রিজিওনাল সেলস চিফ জন ফাহিম, প্রতিষ্ঠানটিতে কর্মরত রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহম্মদ আলী, মোহাম্মদ সাইফুল ইসলাম, এডভোকেট রুবাইয়া রহমান, মিসেস নাসরিন, মোহাম্মদ আজিজ, জুলি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে আজহার হক শিল্পী বেবী নাজনীনকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, তাকে প্রতিষ্ঠানটির ব্রান্ড অ্যাম্বাসেডরের পাশাপাশি এক্সিক্ট অ্যালায়েন্স রিয়েলটির ইন্টারন্যাশনাল সেলস ডিরেক্টর মনোনীত করা হয়েছে। তিনি বলেন, শিল্পী বেবী নাজনীন বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় খ্যাতিমান শিল্পী। তার এই ‘তারকা খ্যাতি’ আমরা উত্তর আমেরিকার রিয়েল এস্টেট ব্যবসার কাজে লাগাতে চাই। তিনি বলেন, উত্তর আমেরিকায় রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগের বিপুল সুযোগ ও সম্ভাবনা রয়েছে। কানাডায়ও এক্সিট রিয়েলটির অফিস রয়েছে।
সাংবাদিক সম্মেলনে জন ফাহিম এক্সিট রিয়েলটি উত্তর আমেরিকার রিয়েল এস্টেট ব্যবসায় একটি বিশ্বস্থ নাম। আমেরিকার আর কোথাও না হোক নিউইয়র্কে রিয়েল এস্টে খাতে বিনিয়োগের বিপুল সুযোগ রয়েছে এবং এই বিনিয়োগ নিরাপদ। তিনি প্রবাসী বাংলাদেশীদের এই খাতে বিনিয়োগের আহ্বান জানান। শিল্পী বেবী নাজনীনের সম্পৃক্ততা এক্সিট রিয়েলটিতে আরো এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিানিকভাবে এক্সিট অ্যালায়েন্স রিয়েলটি’র ‘ব্রান্ড অ্যাম্বাসেডর’ ও অন্যতম ডিরেক্টর ঘোষিত হওয়ার পর বেবী নাজনীন তার সংক্ষিপ্ত লিখিত বক্তব্যে উপস্থিত সকলকে শরতের মিষ্টি বিকেলের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘প্রবাসে নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্যের বিকাশমান বাংলাদেশী অভিবাসী সমাজ আমাদের সোনালী অর্জন। এ গৌরবের পথচলায় নিউইয়র্কের সংবাদ মাধ্যমের অবদান অনস্বীকার্য। তিনি বলেন, স্বতন্ত্র জাতি গোষ্ঠীর পরিচয় তার জাতিসত্ত্বা। ভাষা, সংস্কৃতিই হলো জাতিসত্ত্বা। সাহিত্য ও সঙ্গীত যার অপরিহার্য অঙ্গ। শিল্পী তারই অহঙ্কারী অলঙ্কার’।
তিনি বলেন, ‘সঙ্গীতের শুদ্ধ সাধনায় পাওয়া শিল্পী পরিচয়ই আমার একমাত্র সত্ত্বা, সম্রাজ্ঞীর মুকুট। বিনিময়ে আমার বিনম্র শ্রদ্ধায়, ভালবাসায় এ পুরষ্কার মাথায় নিয়েই সবার মাঝে বেঁচে থাকতে চাই। তবুও জীবনের অনিবার্য বৃত্তে মানুষ। পার্থিব জীবন। সময়কে জয় করে জীবনের পথ চলারই ক্ষনিক গন্তব্য আজকের এই শুভেচ্ছা সান্নিধ্য‘।
আমার পরিচয় আমি শিল্পী। আমি বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিকে দেশের বাইরে প্রবাসীদের মাঝে ছড়িয়ে দেয়ার পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসায় আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। এজন্য তিনি মিডিয়াসহ বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, সাংবাদিক সম্মেলনে শিল্পী তারকা বেবী নাজনীনের প্রাণবন্ত সংক্ষিপ্ত বক্তব্য উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
পরে আজহার হক ও জন ফাহিম উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় এক প্রশ্নের উত্তরে তারা বলেন, নিউইয়র্কে বাংলাদেশের ব্যবসায়ী বা ইনভেস্টরদের বিনিয়োগের সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের আইন-কানুন, নিয়ম-নীতি মেনেই তারা এই সুযোগ কাজে লাগাতে পারেন। অপর এক প্রশ্নের উত্তরে তারা বলেন, মধ্যপ্রাচ্যে এখন অনেকে বাংলাদেশী বিনিয়োগ করছেন। মধ্যপ্রাচ্যে হয়ে বিনিয়োগকারীরা আমেরিকাতেও বিনিয়োগ করতে পারেন। সে ক্ষেত্রে রিয়েল এস্টেট ব্যবসা নির্ভরযোগ্য বলে তারা মন্তব্য করেন। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)