নিউইয়র্ক ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দেশের পরিস্থিতির জন্য দায়ী খালেদা জিয়া : খোকার বক্তব্য চ্যালেঞ্জ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:১৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৫
  • / ১১৬৫ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আখতার হোসেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য বিএনপি নেত্রীকে দায়ী করেন বলেছেন, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা মামলার ভয়ে পালিয়ে নিউইয়র্কে এসে এসব হুমকি-ধামকি দিচ্ছেন। তার সাহস থাকলে দেশে গিয়ে হুমকি-ধুমকি দিন। অপরদিকে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে সাদেক হোসেন খোকা’সহ দলটির নেতাদের হুমকি-ধামকিও চ্যালেঞ্জ করেছেন আওয়ামী লীগ নেতারা। দেশের বর্তমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিও তীব্র নিন্দা ও ক্ষোভ জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিন সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। সিটির জ্যাকসন হাইটস খাবার বাড়ি রেস্টুরেন্টের পালকি পার্টি সেন্টারে গত ২২ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায় এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি সামছুদ্দিন আজাদ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়: গত ৬ জানুয়ারী থেকে তথাকথিত গণতান্ত্রিক আন্দোলনের নামে আজ অবধি শুরু করে অনবরত হরতাল অবরোধ যার মানে নতুন সংযোজন হয়েছে ধ্বংসত্বক ভয়াবহ পেট্টোল বোম ছুড়ে মারে, ককটেল বিস্ফোরণ, ভাংচুর, অগ্নি সংযোগের মত ঘটনা। একই মানে চলছে রেল লাইনের ফিস প্লেট খুলে ফেলা। ফলে ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহত হচ্ছে শত শত যাত্রী, নষ্ট হচ্ছে রেলের বগী। উপরান্তু যাত্রীবাহী ট্রেনের আগুন দেওয়াও হরতালের অংশ। রাতের অন্ধকারে যাত্রীবাহী বাসে, ট্রাকে, বোমা, সিএনজি, অটোরিক্সায়, পেট্টোল, বোমা মেরে যে মধ্যযুগীয় বর্বরতা বিএনপি নেত্রী খালেদা জিয়া শুরু করে দিয়েছেন সারা দেশের মানুষকে তিনি জিম্মি করে রেখেছেন আতংকিত করেছেন। দেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় উপাসনালয় এমনকি বিশ্ব ইজতেমায় আসা লক্ষ লক্ষ মানুষ তার পেট্টোল বোমার আতংক আতংকিত।
লিখিত বক্তব্যে বলা হয়: আজ প্রায় ১ মাস ১৫ দিন যাবত বাংলাদেশ অবরুদ্ধ মৃত্যুপুরীতে পরিণত করেছেন এমনি অবস্থায় বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী বিভিন পেশাজীবি সংগঠন, মানবধিকার সংগঠন ২০১৫ সালের ১৫ লক্ষ এসএসসি পরীক্ষার্থী তাদের গার্জিয়ান, আন্তর্জাতিক সংগঠন যেমন-জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, হিউম্যান রাইটস, নতুন মার্কিন রাষ্ট্রদূত, ভারতীয় সরকার, চীনের রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত সহ সব দেশের কূটনীতিক খালেদা জিয়াকে আহবান জানিয়েছেন তার এমন সন্ত্রাস, জঙ্গীবাদ তৎপরতা থেকে বেরিয়ে আসার জন্য, তিনি (খালেদা জিয়া) কারো কথা শুনছেন না। মূলত তিনি জঙ্গীনেত্রী। প্রধানমন্ত্রী-মন্ত্রী পরিষদ সদস্যসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আবেদন জানানোর পরও যখন খালেদা জিয়া কর্ণপাত করছেন না। আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং প্রবাসের সকল দেশপ্রেমিক বাঙ্গালী খালেদা জিয়ার এমন জঘন্য কুৎসিত বর্বরোচিত জঘন্য অপরাধের তীব্র নিন্দা ও ঘৃনা জানাচ্ছি এবং খালেদাকে সন্ত্রাসী ও সন্ত্রাসের মদদদাতা হিসেবে বাংলার মাটিতে এমন একজন সন্ত্রাসী নেতৃকে রাজনীতির ময়দার থেকে চিরতরে উৎখাতের আহবান জানাচ্ছি।
লিখিত বক্তব্যে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ কর্মসূচীতে সন্ত্রাসী ঘটনা ও নৃশংসতার চিত্র (পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান মতে) তুলে ধরে বলা হয়: এই সময়ে দেশে ১৮৯ টি বাসে পেট্টোল বোমা হামলা, ৪৫৭ টি যানবাহন পোড়ানো, ২২টি স্থাপনায় অগ্নি সংযোগ ও ভাংচুর, ৪০৩ টি যানবাহন ভাংচুর, ১০ টি স্থাপনা ভাংচুর, এক হাজার ৫৪৪ টি ককটেল নিক্ষেপ, ১৯৯ জনকে দ্বগ্ধ, কেবল পেট্টল বোমায় ৬১৪ জনকে আহত এবং একজন পুলিশ সদস্য নিহত হয়। এছাড়াও ৯০ জন দ্বগ্ধ হয়ে সাথে মারা যায়, ২৭৬ জন পুলিশ আহত, পরিস্থিতি সামাল দেয়ার সময় ৫১৩ জন সাধারণ মানুষকে মারধর করে আহত এবং সবমিলিয়ে এক হাজার ৭১টি অগ্নিকান্ড ও ভাংচুরের ঘটনা ঘটে।
লিখিত বক্তব্যে বলা হয়: তবে সবচেয়ে ভয়াবহ ছিল যাত্রীবাড়ীর কাঠের পুল এলাকায় বাসে পেট্টোল বোমার দ্বগ্ধ হওয়ার ঘঠনা, বনশ্রীতে যাত্রীবাহী বাসে আগুন, কক্সবাজার থেকে ঢাকাগামী নাইট কোচে কুমিল্লার চৌদ্দগ্রামে দ্বগ্ধ, গাইবান্ধা, রংপুর, লক্ষীপুর, নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকায় বাসে মানুষ পুড়ে দ্বগ্ধ হওয়ার ঘটনা ছিল বিভিষিকাময়।
সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়া সদ্য প্রয়াত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জসিম উদ্দিন মিঠুর অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে সংবাদ সম্মেলন শেষে বিশেষ দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বক্তব্যের চ্যালেঞ্জ করে বলেন, ৩০ মিনিট নয় আগামী ৩০ বছরেও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না। খোকাদের কোন ক্ষমতা নেই ঢাকাকে আওয়ামী লীগ মুক্ত করার।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, বিএনপি ভুয়া, মিথ্যাবাদী আর জালিয়াতির দল। তার প্রমাণ যুক্তরাষ্ট্রের ছয়জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে মিথ্যা বিবৃতি প্রদান। তাদের রাজনীতি জনগণের জন্য নয়, নিজেদের জন্য। নেতৃবৃন্দ বাংলাদেশে বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবী জানান।
দেশের চলমান রাজনৈতিক সহিংসতায় পুলিশের গুলিতেও মানুষ হত্যা চলছে এবং মানবাধিকার লংঘিত হচ্ছে বলে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ’সহ বিশ্ব মানবাধিকার সংগঠনের অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক সহিংসতার জন্য দায়ী বিএনপি-জামায়াত। আর ক্রস ফায়ারেই সন্ত্রারীরা মারা যাচ্ছে।
সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে সহ সভাপতি সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, আবুল কাসেম ও লুৎফর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, আব্দুর রহিম বাদশা, আব্দুল হাসিব মামুন ও চন্দন দত্ত, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রবাসী কণ্যাণ সম্পাদক সোলায়মান আলী, উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, আওয়ামী লীগ নেতা মহিবুল মাওলা, নজরুল ইসলাম, মোস্তফা কামাল পাশা (মানিক), মাহবুবুর রহমান টুকু, শিরিন আকতার দিবা সহ দলের যুক্তরাষ্ট্র শাখার বিভিন্ন অংগ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

দেশের পরিস্থিতির জন্য দায়ী খালেদা জিয়া : খোকার বক্তব্য চ্যালেঞ্জ

প্রকাশের সময় : ০৪:১৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৫

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আখতার হোসেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য বিএনপি নেত্রীকে দায়ী করেন বলেছেন, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা মামলার ভয়ে পালিয়ে নিউইয়র্কে এসে এসব হুমকি-ধামকি দিচ্ছেন। তার সাহস থাকলে দেশে গিয়ে হুমকি-ধুমকি দিন। অপরদিকে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে সাদেক হোসেন খোকা’সহ দলটির নেতাদের হুমকি-ধামকিও চ্যালেঞ্জ করেছেন আওয়ামী লীগ নেতারা। দেশের বর্তমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিও তীব্র নিন্দা ও ক্ষোভ জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিন সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। সিটির জ্যাকসন হাইটস খাবার বাড়ি রেস্টুরেন্টের পালকি পার্টি সেন্টারে গত ২২ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায় এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি সামছুদ্দিন আজাদ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়: গত ৬ জানুয়ারী থেকে তথাকথিত গণতান্ত্রিক আন্দোলনের নামে আজ অবধি শুরু করে অনবরত হরতাল অবরোধ যার মানে নতুন সংযোজন হয়েছে ধ্বংসত্বক ভয়াবহ পেট্টোল বোম ছুড়ে মারে, ককটেল বিস্ফোরণ, ভাংচুর, অগ্নি সংযোগের মত ঘটনা। একই মানে চলছে রেল লাইনের ফিস প্লেট খুলে ফেলা। ফলে ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহত হচ্ছে শত শত যাত্রী, নষ্ট হচ্ছে রেলের বগী। উপরান্তু যাত্রীবাহী ট্রেনের আগুন দেওয়াও হরতালের অংশ। রাতের অন্ধকারে যাত্রীবাহী বাসে, ট্রাকে, বোমা, সিএনজি, অটোরিক্সায়, পেট্টোল, বোমা মেরে যে মধ্যযুগীয় বর্বরতা বিএনপি নেত্রী খালেদা জিয়া শুরু করে দিয়েছেন সারা দেশের মানুষকে তিনি জিম্মি করে রেখেছেন আতংকিত করেছেন। দেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় উপাসনালয় এমনকি বিশ্ব ইজতেমায় আসা লক্ষ লক্ষ মানুষ তার পেট্টোল বোমার আতংক আতংকিত।
লিখিত বক্তব্যে বলা হয়: আজ প্রায় ১ মাস ১৫ দিন যাবত বাংলাদেশ অবরুদ্ধ মৃত্যুপুরীতে পরিণত করেছেন এমনি অবস্থায় বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী বিভিন পেশাজীবি সংগঠন, মানবধিকার সংগঠন ২০১৫ সালের ১৫ লক্ষ এসএসসি পরীক্ষার্থী তাদের গার্জিয়ান, আন্তর্জাতিক সংগঠন যেমন-জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, হিউম্যান রাইটস, নতুন মার্কিন রাষ্ট্রদূত, ভারতীয় সরকার, চীনের রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত সহ সব দেশের কূটনীতিক খালেদা জিয়াকে আহবান জানিয়েছেন তার এমন সন্ত্রাস, জঙ্গীবাদ তৎপরতা থেকে বেরিয়ে আসার জন্য, তিনি (খালেদা জিয়া) কারো কথা শুনছেন না। মূলত তিনি জঙ্গীনেত্রী। প্রধানমন্ত্রী-মন্ত্রী পরিষদ সদস্যসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আবেদন জানানোর পরও যখন খালেদা জিয়া কর্ণপাত করছেন না। আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং প্রবাসের সকল দেশপ্রেমিক বাঙ্গালী খালেদা জিয়ার এমন জঘন্য কুৎসিত বর্বরোচিত জঘন্য অপরাধের তীব্র নিন্দা ও ঘৃনা জানাচ্ছি এবং খালেদাকে সন্ত্রাসী ও সন্ত্রাসের মদদদাতা হিসেবে বাংলার মাটিতে এমন একজন সন্ত্রাসী নেতৃকে রাজনীতির ময়দার থেকে চিরতরে উৎখাতের আহবান জানাচ্ছি।
লিখিত বক্তব্যে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ কর্মসূচীতে সন্ত্রাসী ঘটনা ও নৃশংসতার চিত্র (পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান মতে) তুলে ধরে বলা হয়: এই সময়ে দেশে ১৮৯ টি বাসে পেট্টোল বোমা হামলা, ৪৫৭ টি যানবাহন পোড়ানো, ২২টি স্থাপনায় অগ্নি সংযোগ ও ভাংচুর, ৪০৩ টি যানবাহন ভাংচুর, ১০ টি স্থাপনা ভাংচুর, এক হাজার ৫৪৪ টি ককটেল নিক্ষেপ, ১৯৯ জনকে দ্বগ্ধ, কেবল পেট্টল বোমায় ৬১৪ জনকে আহত এবং একজন পুলিশ সদস্য নিহত হয়। এছাড়াও ৯০ জন দ্বগ্ধ হয়ে সাথে মারা যায়, ২৭৬ জন পুলিশ আহত, পরিস্থিতি সামাল দেয়ার সময় ৫১৩ জন সাধারণ মানুষকে মারধর করে আহত এবং সবমিলিয়ে এক হাজার ৭১টি অগ্নিকান্ড ও ভাংচুরের ঘটনা ঘটে।
লিখিত বক্তব্যে বলা হয়: তবে সবচেয়ে ভয়াবহ ছিল যাত্রীবাড়ীর কাঠের পুল এলাকায় বাসে পেট্টোল বোমার দ্বগ্ধ হওয়ার ঘঠনা, বনশ্রীতে যাত্রীবাহী বাসে আগুন, কক্সবাজার থেকে ঢাকাগামী নাইট কোচে কুমিল্লার চৌদ্দগ্রামে দ্বগ্ধ, গাইবান্ধা, রংপুর, লক্ষীপুর, নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকায় বাসে মানুষ পুড়ে দ্বগ্ধ হওয়ার ঘটনা ছিল বিভিষিকাময়।
সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়া সদ্য প্রয়াত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জসিম উদ্দিন মিঠুর অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে সংবাদ সম্মেলন শেষে বিশেষ দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বক্তব্যের চ্যালেঞ্জ করে বলেন, ৩০ মিনিট নয় আগামী ৩০ বছরেও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না। খোকাদের কোন ক্ষমতা নেই ঢাকাকে আওয়ামী লীগ মুক্ত করার।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, বিএনপি ভুয়া, মিথ্যাবাদী আর জালিয়াতির দল। তার প্রমাণ যুক্তরাষ্ট্রের ছয়জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে মিথ্যা বিবৃতি প্রদান। তাদের রাজনীতি জনগণের জন্য নয়, নিজেদের জন্য। নেতৃবৃন্দ বাংলাদেশে বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবী জানান।
দেশের চলমান রাজনৈতিক সহিংসতায় পুলিশের গুলিতেও মানুষ হত্যা চলছে এবং মানবাধিকার লংঘিত হচ্ছে বলে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ’সহ বিশ্ব মানবাধিকার সংগঠনের অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক সহিংসতার জন্য দায়ী বিএনপি-জামায়াত। আর ক্রস ফায়ারেই সন্ত্রারীরা মারা যাচ্ছে।
সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে সহ সভাপতি সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, আবুল কাসেম ও লুৎফর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, আব্দুর রহিম বাদশা, আব্দুল হাসিব মামুন ও চন্দন দত্ত, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রবাসী কণ্যাণ সম্পাদক সোলায়মান আলী, উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, আওয়ামী লীগ নেতা মহিবুল মাওলা, নজরুল ইসলাম, মোস্তফা কামাল পাশা (মানিক), মাহবুবুর রহমান টুকু, শিরিন আকতার দিবা সহ দলের যুক্তরাষ্ট্র শাখার বিভিন্ন অংগ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।