নিউইয়র্ক ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দেশের জনগণ বিএনপি-জামায়াতকে বয়কট করেছে : বঙ্গবন্ধু প্রজন্ম লীগের স্বাধীনতা দিবসের সভায় বক্তারা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৩৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০১৫
  • / ৭৮৬ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে দেশে-প্রবাসে ষড়যন্ত্র অব্যহত রেখেছে। তারা দেশের উন্নয়ন-অগ্রগতিতে নয়, সন্ত্রাসীতে বিশ্বাস করে বলেই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে অবরোধ-হরতাল দিয়ে যাচ্ছে। কিন্তু দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে মহাজোট সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে, দেশের জনগণ বিএনপি-জামায়াতকে বয়কট করেছে। বক্তারা বলেন, দেশের এখন আর কোন আন্দোলন নেই, দেশের জনগণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে। বক্তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, নির্বাচনে বিশ্বাস করে, তাই যথাসময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্রুকলীনের গ্রীনহাউজ রেষ্টুরেন্টে গত ২৫ মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধু প্রজন্ম লীগ এই আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন আব্দুল কাদের মিয়া ফান্ডেশন ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ সিরাজউদ্দৌলা জামসেদ। এরপর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ টেলিভিশনে-এর সাবেক প্রযোজক কবি বেলাল বেগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা এন আমীন, বীর মুক্তিযোদ্ধা মশিউর আলম জগলু, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নবী কমান্ডার, সন্দ্বীপ এসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল ও রেফায়েতউল্লাহ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক আবুল হাসান মহিউদ্দিন, ব্রুকলীন আওয়ামী লীগের সহ সভাপতি আমানত উল্লাহ ও বাউড়িয়া জনকল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট রাজনীতিক জাকারিয়া চৌধুরী। এছাড়া বিশেষ বক্তা ছিলেন সন্দ্বীপ এডুকেশন এন্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা মানিক। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আশরাফ আলী খান লিটন, জাহাঙ্গীর আলম, মোবারক হোসেন শামীম, ম্যানহাটার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইসমত হক খোকন।
B P League-Odianceসভায় কোন কোন বক্তা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের কর্মকান্ড এবং মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতির পর থেকে জাকারিয়া চৌধুরীকে বহিষ্কার করার সমালোচনা করেন এবং প্রবাসে আওয়ামী পরিবারের ঐক্য ধরে রাখার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে আব্দুল কাদের মিয়া অনুষ্ঠানটি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শিবলী সাদেক এবং সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

দেশের জনগণ বিএনপি-জামায়াতকে বয়কট করেছে : বঙ্গবন্ধু প্রজন্ম লীগের স্বাধীনতা দিবসের সভায় বক্তারা

প্রকাশের সময় : ০৯:৩৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০১৫

নিউইয়র্ক: বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে দেশে-প্রবাসে ষড়যন্ত্র অব্যহত রেখেছে। তারা দেশের উন্নয়ন-অগ্রগতিতে নয়, সন্ত্রাসীতে বিশ্বাস করে বলেই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে অবরোধ-হরতাল দিয়ে যাচ্ছে। কিন্তু দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে মহাজোট সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে, দেশের জনগণ বিএনপি-জামায়াতকে বয়কট করেছে। বক্তারা বলেন, দেশের এখন আর কোন আন্দোলন নেই, দেশের জনগণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে। বক্তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, নির্বাচনে বিশ্বাস করে, তাই যথাসময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্রুকলীনের গ্রীনহাউজ রেষ্টুরেন্টে গত ২৫ মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধু প্রজন্ম লীগ এই আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন আব্দুল কাদের মিয়া ফান্ডেশন ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ সিরাজউদ্দৌলা জামসেদ। এরপর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ টেলিভিশনে-এর সাবেক প্রযোজক কবি বেলাল বেগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা এন আমীন, বীর মুক্তিযোদ্ধা মশিউর আলম জগলু, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নবী কমান্ডার, সন্দ্বীপ এসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল ও রেফায়েতউল্লাহ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক আবুল হাসান মহিউদ্দিন, ব্রুকলীন আওয়ামী লীগের সহ সভাপতি আমানত উল্লাহ ও বাউড়িয়া জনকল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট রাজনীতিক জাকারিয়া চৌধুরী। এছাড়া বিশেষ বক্তা ছিলেন সন্দ্বীপ এডুকেশন এন্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা মানিক। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আশরাফ আলী খান লিটন, জাহাঙ্গীর আলম, মোবারক হোসেন শামীম, ম্যানহাটার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইসমত হক খোকন।
B P League-Odianceসভায় কোন কোন বক্তা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের কর্মকান্ড এবং মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতির পর থেকে জাকারিয়া চৌধুরীকে বহিষ্কার করার সমালোচনা করেন এবং প্রবাসে আওয়ামী পরিবারের ঐক্য ধরে রাখার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে আব্দুল কাদের মিয়া অনুষ্ঠানটি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শিবলী সাদেক এবং সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।