নিউইয়র্ক ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দলের কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ : সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৫২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০১৫
  • / ৬৬০ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার অন্যতম উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। সেই সাথে তিনি দলীয় নেতা-র্কীদের দলের মধ্যে ‘চেইন অব কমান্ড’ মেনে চলে দলকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করে দলের সাংগঠনিক সমস্যাগুলো দেখভাল করবেন বলে আস্বস্ত করেছেন দলীয় নেতৃবৃন্দকে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষস্থানীয় প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে সজিব ওয়াজেদ জয় এসব কথা বলেন। ৯ জুন মঙ্গলবার দুপুরে ভার্জিনিয়ার একটি রেষ্টুরেন্ট এই বৈঠক অনুষ্ঠিত হয়। সজিব ওয়াজেদ জয়ের সাথে সাক্ষাৎকারী প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ সভাপতি এম. ফজলুর রহমান ও আকতার হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ। বেলা দুইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, বৈঠকটি ছিলো আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ। খবর ইউএনএ’র।
সজিব ওয়াজেদ জয়ের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ‘এক্সক্লুসিভ’ এই বৈঠকে মূলত: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়াদী প্রাধান্য প্রায় বলে বৈঠক সূত্রে জানা গেছে। এই আলোচনায় নিউইয়র্ক ষ্টেট ও মহানগর আওয়ামী লীগের কর্মকান্ড ছাড়াও বিশেষ করে সংগঠন দু’টির ২/১জন নেতার কর্মকান্ড নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও যুক্তরাষ্ট্র যুবলীগ ও শ্রমিক লীগসহ দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কর্মকান্ডও বৈঠকের আলোচনায় স্থান পায় বলে সূত্র জানায়।
এছাড়াও বৈঠকে জাতিসংঘের আগামী সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর সম্পর্কেও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
সূত্র জানায়, বৈঠকে দলের সাংগঠনিক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সজিব ওয়াজেদ জয় দিক নির্দেশনা দিয়েছেন। এসব বিষয়ে কার্যকরী উদ্যোগ নেয়ার মধ্যদিয়ে দলের নেতা-কর্মীদের তা জানানো হবে।
বৈঠকে ড. সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মকান্ড, সাংগঠনিক বিষয়াদী সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অবস্থান বিশেষ করে দেশ-জাতি ও দলের স্বার্থে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সময়ে সময়ে ইউএস ষ্টেট ডিপার্টমেন্টের সাথে বৈঠক, ইউএস সিনেটর ও কংগ্রেসম্যানদের সাথে বৈঠক, দলের দাবী-দাওয়া তুলে ধরা, জাতিসংঘ, ওয়াইট হাউজ ও ষ্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ প্রভৃতি কর্মকান্ডের কথা সজিব ওয়াজেদ জয়ের সামনে তুলে ধরেন।
বৈঠকে ড. সিদ্দিকুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আগ্রযাত্রার জন্য বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের স্থলসীমা চুক্তি বাস্তবায়ন ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল ঢাকা সফরের জন্য সজিব ওয়াজেদ জয়ের মাধ্যমে সরকারকে অভিনন্দন জানান। তিনি বলেন, শত বাধা-বিপত্তির মধ্যে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার ভিষণ ২০২০ বাস্তবায়নের জন্য আগামীতেও বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সাধ্যমত ভূমিকা রাখবে বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জয়কে আস্বস্ত করেন।
সূত্র মতে, বৈঠকে সজিব ওয়াজেদ জয় ড. সিদ্দিকুর রহমান ও সাজ্জাদুর রহমান সাজ্জাদের নেতৃত্বে পরিচালিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বেই সমগ্র যুক্তকরাষ্ট্রে দল ও সকল অঙ্গ সংগঠনের কর্মকান্ড পরিচালিত হবে বলে জানান।
সজিব ওয়াজেদ জয়ের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দের বৈঠক সম্পর্কে ড. সিদ্দিকুর রহমান ইউএনএ প্রতিনিধিকে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপদেষ্টা, বাংলাদেশের ভবিষ্যত নেতা, তরুণ প্রজন্মের আদর্শ সচিব ওয়াজেদ জয়ের সাথে আমাদের বৈঠক ফলপ্রস্তু হয়েছে। আমরা দলের সাংগঠনিক বিষয় নিয়ে তার সাথে বিস্তারিত আলোচনা করেছি। দল ও সংগঠনের স্বার্থে তার সাথে আমাদের আলোচনা হয়েছে। ড. সিদ্দিক বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং দলে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কর্মকান্ডসহ সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ড. সিদ্দিকুর রহমান বলেন, বৈঠকে জয় দলীয় নেতা-কর্মীদেরকে দলের শৃঙ্খলা মেনে চলার উপর গুরুত্বারোপ করেছেন এবং দলের ভাবমূর্তী ক্ষুন্নকারী বা বিভেদ-বিদ্বেষ বা বিভান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ারও কথা বলেছেন।
ড. সিদ্দিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরকালীন সময়ে প্রতিবাবের মতো এবারও তাঁকে সর্বজনীন সম্বর্ধনা প্রদান করা হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অভিভাবক। তার পরামর্ম মেনেই দলের কর্মকান্ড পরিচালিত এবং সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সাজ্জাদুর রহমান সাজ্জাদ ইউএনএ প্রতিনিধিকে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেমন ঐক্যবদ্ধ, সেই রকম আমাদের নেতা সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। যেকোন মূল্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রবাস থেকে দল, দেশ ও জাতির জন্য কাজ করে যাবে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

দলের কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ : সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা

প্রকাশের সময় : ০৮:৫২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০১৫

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার অন্যতম উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। সেই সাথে তিনি দলীয় নেতা-র্কীদের দলের মধ্যে ‘চেইন অব কমান্ড’ মেনে চলে দলকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করে দলের সাংগঠনিক সমস্যাগুলো দেখভাল করবেন বলে আস্বস্ত করেছেন দলীয় নেতৃবৃন্দকে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষস্থানীয় প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে সজিব ওয়াজেদ জয় এসব কথা বলেন। ৯ জুন মঙ্গলবার দুপুরে ভার্জিনিয়ার একটি রেষ্টুরেন্ট এই বৈঠক অনুষ্ঠিত হয়। সজিব ওয়াজেদ জয়ের সাথে সাক্ষাৎকারী প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ সভাপতি এম. ফজলুর রহমান ও আকতার হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ। বেলা দুইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, বৈঠকটি ছিলো আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ। খবর ইউএনএ’র।
সজিব ওয়াজেদ জয়ের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ‘এক্সক্লুসিভ’ এই বৈঠকে মূলত: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়াদী প্রাধান্য প্রায় বলে বৈঠক সূত্রে জানা গেছে। এই আলোচনায় নিউইয়র্ক ষ্টেট ও মহানগর আওয়ামী লীগের কর্মকান্ড ছাড়াও বিশেষ করে সংগঠন দু’টির ২/১জন নেতার কর্মকান্ড নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও যুক্তরাষ্ট্র যুবলীগ ও শ্রমিক লীগসহ দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কর্মকান্ডও বৈঠকের আলোচনায় স্থান পায় বলে সূত্র জানায়।
এছাড়াও বৈঠকে জাতিসংঘের আগামী সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর সম্পর্কেও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
সূত্র জানায়, বৈঠকে দলের সাংগঠনিক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সজিব ওয়াজেদ জয় দিক নির্দেশনা দিয়েছেন। এসব বিষয়ে কার্যকরী উদ্যোগ নেয়ার মধ্যদিয়ে দলের নেতা-কর্মীদের তা জানানো হবে।
বৈঠকে ড. সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মকান্ড, সাংগঠনিক বিষয়াদী সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অবস্থান বিশেষ করে দেশ-জাতি ও দলের স্বার্থে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সময়ে সময়ে ইউএস ষ্টেট ডিপার্টমেন্টের সাথে বৈঠক, ইউএস সিনেটর ও কংগ্রেসম্যানদের সাথে বৈঠক, দলের দাবী-দাওয়া তুলে ধরা, জাতিসংঘ, ওয়াইট হাউজ ও ষ্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ প্রভৃতি কর্মকান্ডের কথা সজিব ওয়াজেদ জয়ের সামনে তুলে ধরেন।
বৈঠকে ড. সিদ্দিকুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আগ্রযাত্রার জন্য বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের স্থলসীমা চুক্তি বাস্তবায়ন ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল ঢাকা সফরের জন্য সজিব ওয়াজেদ জয়ের মাধ্যমে সরকারকে অভিনন্দন জানান। তিনি বলেন, শত বাধা-বিপত্তির মধ্যে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার ভিষণ ২০২০ বাস্তবায়নের জন্য আগামীতেও বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সাধ্যমত ভূমিকা রাখবে বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জয়কে আস্বস্ত করেন।
সূত্র মতে, বৈঠকে সজিব ওয়াজেদ জয় ড. সিদ্দিকুর রহমান ও সাজ্জাদুর রহমান সাজ্জাদের নেতৃত্বে পরিচালিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বেই সমগ্র যুক্তকরাষ্ট্রে দল ও সকল অঙ্গ সংগঠনের কর্মকান্ড পরিচালিত হবে বলে জানান।
সজিব ওয়াজেদ জয়ের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দের বৈঠক সম্পর্কে ড. সিদ্দিকুর রহমান ইউএনএ প্রতিনিধিকে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপদেষ্টা, বাংলাদেশের ভবিষ্যত নেতা, তরুণ প্রজন্মের আদর্শ সচিব ওয়াজেদ জয়ের সাথে আমাদের বৈঠক ফলপ্রস্তু হয়েছে। আমরা দলের সাংগঠনিক বিষয় নিয়ে তার সাথে বিস্তারিত আলোচনা করেছি। দল ও সংগঠনের স্বার্থে তার সাথে আমাদের আলোচনা হয়েছে। ড. সিদ্দিক বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং দলে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কর্মকান্ডসহ সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ড. সিদ্দিকুর রহমান বলেন, বৈঠকে জয় দলীয় নেতা-কর্মীদেরকে দলের শৃঙ্খলা মেনে চলার উপর গুরুত্বারোপ করেছেন এবং দলের ভাবমূর্তী ক্ষুন্নকারী বা বিভেদ-বিদ্বেষ বা বিভান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ারও কথা বলেছেন।
ড. সিদ্দিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরকালীন সময়ে প্রতিবাবের মতো এবারও তাঁকে সর্বজনীন সম্বর্ধনা প্রদান করা হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অভিভাবক। তার পরামর্ম মেনেই দলের কর্মকান্ড পরিচালিত এবং সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সাজ্জাদুর রহমান সাজ্জাদ ইউএনএ প্রতিনিধিকে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেমন ঐক্যবদ্ধ, সেই রকম আমাদের নেতা সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। যেকোন মূল্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রবাস থেকে দল, দেশ ও জাতির জন্য কাজ করে যাবে।