নিউইয়র্ক ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ঢাকায় বার্থ সার্টিফিকেটের সার্ভার অচল : মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রমে অচলাবস্থা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৪৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৫
  • / ৬১২ বার পঠিত

নিউইয়র্ক: ঢাকায় বার্থ সার্টিফিকেটের সার্ভার বিকল থাকায় নিউইয়র্কসহ দেশে ও বিদেশে মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম অনেকটাই অচল হয়ে পড়েছে। এতে একদিকে যেমন হাজারো পাসপোর্ট প্রত্যাশী প্রবাসী বাংলাদেশী চরম বিড়ম্বনায় পড়েছে, তেমনি সময় নষ্টের কারণে আগামী নভেম্বরের মধ্যে সবার জন্য মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান অনিশ্চিত হয়ে পড়েছে। তবে যাদের বার্থ সার্টিফিকেট (অনলাইনে) অথবা জাতীয় পরিচয়পত্র আছে কেবল তাদেরই মেশিন রিডেবল পাসপোর্টের আবেদন জমা নেওয়া হচ্ছে বলে বিভিন্ন কনস্যুলেট সূত্রে জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, আবেদন করেও সার্ভার বিকল থাকায় মেশিন রিডেবল পাসপোর্ট প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না। অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। কবে নাগাদ সার্ভার সচল হবে তারও কোন সদুত্ত্বর পাওয়া যাচ্ছে না কনস্যুলেট অফিস থেকে। ভুক্তভোগীরা আরো জানান, নির্ধারিত দিনের মধ্যে ফিঙ্গার প্রিন্ট, ছবি ও ডিজিটাল স্বাক্ষর না নেয়া হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। ফলে সমস্যা আরো বাড়ছে।
নিউইয়র্ক ও লস এঞ্জেলেস কনস্যুলেট সূত্রে জানা গেছে, প্রতিদিন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী কনস্যুলেট অফিসে আসছেন মেশিন রিডেবল পাসপোর্টের জন্য। কিন্তু তাদের ফিঙ্গার প্রিন্ট, ছবি ও ডিজিটাল স্বাক্ষর নেয়া হলেও বা এসব থাকলেও সার্ভার সচল না হওয়ায় নভেম্বরের মধ্যে সব প্রবাসীর জন্য মেশিন রিডেবল পাসপোর্ট নিশ্চিত করা অনিশ্চিত হয়ে পড়েছে।
সূত্রমতে, মাসাধিককাল ধরে বাংলাদেশে বার্থ সার্টিফিকেটের মত গুরুত্বপূর্ণ জাতীয় সার্ভার বিকল রয়েছে। এনিয়ে প্রবাসীদের অভিযোগের অন্ত নেই। তাদের প্রশ্ন সরকার যেখানে ডিজিটাল বাংলাদেশ গড়ায় প্রতিশ্রুতিবদ্ধ সেখানে কিভাবে এমন সার্ভার বিকল থাকে?
এব্যাপারে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং দ্রুত এই সমস্যার সামাধানের চেষ্টা চলছে বলে জানান।(সাপ্তাহিক পরিচয়)

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ঢাকায় বার্থ সার্টিফিকেটের সার্ভার অচল : মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রমে অচলাবস্থা

প্রকাশের সময় : ১১:৪৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৫

নিউইয়র্ক: ঢাকায় বার্থ সার্টিফিকেটের সার্ভার বিকল থাকায় নিউইয়র্কসহ দেশে ও বিদেশে মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম অনেকটাই অচল হয়ে পড়েছে। এতে একদিকে যেমন হাজারো পাসপোর্ট প্রত্যাশী প্রবাসী বাংলাদেশী চরম বিড়ম্বনায় পড়েছে, তেমনি সময় নষ্টের কারণে আগামী নভেম্বরের মধ্যে সবার জন্য মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান অনিশ্চিত হয়ে পড়েছে। তবে যাদের বার্থ সার্টিফিকেট (অনলাইনে) অথবা জাতীয় পরিচয়পত্র আছে কেবল তাদেরই মেশিন রিডেবল পাসপোর্টের আবেদন জমা নেওয়া হচ্ছে বলে বিভিন্ন কনস্যুলেট সূত্রে জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, আবেদন করেও সার্ভার বিকল থাকায় মেশিন রিডেবল পাসপোর্ট প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না। অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। কবে নাগাদ সার্ভার সচল হবে তারও কোন সদুত্ত্বর পাওয়া যাচ্ছে না কনস্যুলেট অফিস থেকে। ভুক্তভোগীরা আরো জানান, নির্ধারিত দিনের মধ্যে ফিঙ্গার প্রিন্ট, ছবি ও ডিজিটাল স্বাক্ষর না নেয়া হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। ফলে সমস্যা আরো বাড়ছে।
নিউইয়র্ক ও লস এঞ্জেলেস কনস্যুলেট সূত্রে জানা গেছে, প্রতিদিন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী কনস্যুলেট অফিসে আসছেন মেশিন রিডেবল পাসপোর্টের জন্য। কিন্তু তাদের ফিঙ্গার প্রিন্ট, ছবি ও ডিজিটাল স্বাক্ষর নেয়া হলেও বা এসব থাকলেও সার্ভার সচল না হওয়ায় নভেম্বরের মধ্যে সব প্রবাসীর জন্য মেশিন রিডেবল পাসপোর্ট নিশ্চিত করা অনিশ্চিত হয়ে পড়েছে।
সূত্রমতে, মাসাধিককাল ধরে বাংলাদেশে বার্থ সার্টিফিকেটের মত গুরুত্বপূর্ণ জাতীয় সার্ভার বিকল রয়েছে। এনিয়ে প্রবাসীদের অভিযোগের অন্ত নেই। তাদের প্রশ্ন সরকার যেখানে ডিজিটাল বাংলাদেশ গড়ায় প্রতিশ্রুতিবদ্ধ সেখানে কিভাবে এমন সার্ভার বিকল থাকে?
এব্যাপারে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং দ্রুত এই সমস্যার সামাধানের চেষ্টা চলছে বলে জানান।(সাপ্তাহিক পরিচয়)