ড. সিদ্দিকুর রহমানের মা সামিনা খাতুন ইন্তেকাল
- প্রকাশের সময় : ১২:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০১৭
- / ৯৮৬ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের মা সামিনা খাতুন (১০১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গত ৩ জানুয়ারী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে বগুড়া জেলার সোনাতলা উপজেলায় নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস তাগ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এদিকে মায়ের মৃত্যুও খবর পাওয়ার পরপরই ড. সিদ্দিক বগুড়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। অপরদিকে তার অনুপস্থিতিতে সংগঠনের অন্যতম সহ সভাপতি লুৎফর করিম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। খবর ইউএনএ’র।
মরহুমার একমাত্র পুত্র যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান মঙ্গলবার বিকাল ৪টার সময় স্বপরিবারে ঢাকায় উদ্দেশে যুত্তরাষ্ট্র তাগ করেন। বিমানবন্দরে দলীয় নেতৃবৃন্দ তাকে বিদায় জানান। নিউইয়র্কস্থ জেএফকে বিমানবন্দর ত্যাগের আগে ড. সিদ্দিকুর রহমান তার অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক কাযর্ক্রম পরিচলনা করার জন্য সংগঠনের সহ সভাপতি লুৎফর করিমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছেন বলে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ইউএনএ প্রতিনিধিকে জানান।
উল্লেখ্য, নিউজার্সী অঙ্গরাজ্যে বসবাসকারী ড. সিদ্দিক বয়োবৃদ্ধ মা সামিনা খাতুনকে দেখে এক মাসের মতো বাংলাদেশে অবস্থান করে গত ২৬ ডিসেম্বর সস্ত্রীক যুক্তরাষ্ট্র ফিরে আসেন। আরো উল্লেখ্য, এবার নিয়ে লুৎফুল করীম দুবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন।
শোক প্রকাশ: এদিকে ড. সিদ্দিকুর রহমানের মাতৃ বিয়োগে দলীয় নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমার বিদেহী আতœার শাান্তি কামনা করেছেন। তাৎক্ষনিকভাবে শোক প্রকাশকারী উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন- যুক্তরাষ্ট্র আওয়ামী সহ সভাপতি সামসুদ্দীন আজাদ, আবুল কাশেম, লুৎফুল করীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, শিল্প বিষয়ক সম্পাদক ফরিদ আলম, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুবলীগ নেতা জাকির হোসেন, সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ ও সহ সভাপতি ডি এম রনেল, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহীন ইবনে দিলওয়ার প্রমুখ।
এছাড়াও শোক প্রকাশ করেছেন নিউজার্সী আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক চুন্নু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, সাউথজার্সী মেট্রো আওয়ামী লীগের সভাপতি সিরাজুদ্দোলা ভূইয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন প্রমুখ।