নিউইয়র্ক: যেকোন ব্যক্তি বা করপোরেশনের ট্যাক্স ফাইলিং-এর ক্ষেত্রে সংশ্লিষ্ট কাগজপত্র বিশেষ করে আয়-ব্যয়ের হিসাব-নিকাশ, ব্যাংকিং কাগজপত্র থাকাটা অথি জরুরী। আইআরএস এখন অধিক হারে ট্যাক্স ফাইলিং-এর অডিট করছেন বলে জানিয়েছেন হায়দার আলম সিপিএ। তিনি বলেন, ট্যাক্স ফাইলিং-এর অর্থ ব্যাংক অথবা আইআরএস থেকে বড় চেক আসা নয়, বরং গত বছরের আয়-ব্যয়ের পঙ্খানুপুঙ্খ হিসাব সরকারের কাছে দাখিল করাই মূল লক্ষ্য।
সিপিএ হায়দার আলম বলেন, আইআরএস সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ট্যাক্স ফাইলিং-এর ক্ষেত্রে ১২টি দিকের (ডার্টি ডজন) প্রতি বিশেষ নজর দিয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আয়ের মিথ্যা বিবরণ, আইআরএস’র নামে ভূয়া টেলিফোন কল, ট্যাক্স ফাইলিং-এর নামে আইডেনটিটি চুরি, আমেরিকানদের বিদেশী আয় গোপন করা, অতিরিক্ত রিফান্ড দাবী, ভূয়া দাতব্য প্রতিষ্ঠানের নামে চাঁদা প্রদান, ভূয়া ডকুমেন্টের মাধ্যমে প্রকৃত আয় গোপন করা এবং ভূয়া ও অনুনোমদিত প্রতিষ্ঠানের মাধ্যমে ট্যাক্স ফাইলিং করা অন্যতম।
জাল এবং ভূয়া ট্যাক্স ফাইলিং-এর ক্ষেত্রে সেল্্প এমপ্লয়েডদের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আইআরএস ও নিউইয়র্ক ষ্টেট ট্যাক্সেশন ডিপার্টমেন্ট সেল্্ফ এমপ্লয়েডদের ট্যাক্স ফাইলিং-এর ব্যাপারে খুদ ধরতে বিশেষভাবে উদ্যোগী হয়েছেন। তিনি সেলফ এমপ্লয়েডদের সকল আয়-ব্যয়ের যথাযথ হিসাব সংরক্ষণ করার উপর গুরুত্বারোপ করে বলেন, কৌশলে এবং প্রকৃত আয় গোপন করে অধিক রিফান্ড আদায় কোন নাগরিকের ট্যাক্স ফাইলিং-এর মূল লক্ষ্য হওয়া উচিৎ নয়। (সাপ্তাহিক পরিচয়)