নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ ইনক’র নতুন কর্মকর্তরা অভিষিক্ত হলেন। এ উপলক্ষ্যে ২৯ মে রোববার সন্ধ্যায় সিটির উডসাইডস্থ কুইন্স প্যালস মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ শিহাব উদ্দিন। এরপর সঙ্গীত শিল্পী স্বপ্না কাওসারের নেতৃত্বে টাঙ্গাইলের শিল্পীরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে সমিতির দ্বি-বার্ষিক (২০১৬-২০১৭) কার্যকালের জন্য মনোনীত নতুন কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান টাঙ্গাইলের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও নিউজার্সীর প্লেইন্সবরো সিটির নির্বাচিত কাউন্সিলম্যান ড. নূরন্নবী। খবর ইউএনএ’র।
টাঙ্গাইল জেলা সমিতির কার্যকরী পরিষদের কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ শেষে শুরু হয় দ্বিতীয় পর্বের সংক্ষিপ্ত আলোচনা। নবনির্বাচিত সভাপতি দেওয়ান আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পর্ব পরিচালনা করেন সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক ও বিশিষ্ট আবৃত্তিকার গোপন সাহা।
অনুষ্ঠানের প্রধান অতিথি এটর্নী স্টুয়ার্ড এন. বাবিচ-এর পক্ষে তার প্রতিনিধি কাজী জামান ছাড়াও অতিথি হিসেবে মঞ্চে ছিলেন নিউজার্সীর প্লেইন্সবরো সিটির নির্বাচিত কাউন্সিলম্যান ড. নূরন্নবী, বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার এবং ডা. নাহিদ বানু।
অনুষ্ঠানে বক্তারা নানা গৌরবে গরবিনী টাঙ্গাইলের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরেন এবং প্রবাসী সকল টাঙ্গাঈরবাসীকে ঐক্যবদ্ধ দেশে কমিউনিটি ও দেশের সেবায় কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক আহ্বায়ক আব্দুস সালাম, শামসুজ্জামান খান, আশরাফুল আলম জঙ্গী, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক প্রমুখ। এর আগে নতুন প্রজন্মের সুনিম ও দেওয়ান লিনা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পী স্বপ্না কাউসার, তাজ, শাহ মাহবুব প্রমুখ সহ শামসুজ্জামান খান, নাছরিন আক্তার লাকি প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে ড. জিনাত নবী সহ বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসী সপরিবারে যোগ দেন। অনুষ্ঠানটি উপলক্ষে ‘বংশাই’ শীর্ষক একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এটি সম্পাদনা করেন সমিতির বিদায়ী সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান খান আপেল।