জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ‘সিতারা বৈশাখী মেলা’ ১৯ এপ্রিল
- প্রকাশের সময় : ১১:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০১৫
- / ৬৫৬ বার পঠিত
নিউইয়র্ক: বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইন্্ক আগামী ১৯ এপ্রিল রোববার ‘বৈশাখী মেলা’র আয়োজন করেছে। এবারের বৈশাখী মেলার নামকরণ করা হয়েছে বাংলাদেশী-আমেরিকান লাক্সারী ফ্যাশন বুটিক প্রতিষ্ঠান সিতারার নামে ‘সিতারা বৈশাখী মেলা’। জ্যামাইকার আমাজুরা মিলনায়তনে অনুষ্ঠিতব্য মেলার কর্মকান্ডের মধ্যে বিশেষ আকর্ষণ থাকবে পান্তা-ইলিশ ভোজন, বর্ণাঢ্য র্যালী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈশাখী মেলা সফল করতে ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা রেজাউল করীম চৌধুরীকে আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এএফ মিসবাহউজ্জামানকে সদস্য সচিব এবং প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারকে প্রধান সমন্বয়কারী করে একটি মেলা কমিটি এবং বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে।
এদিকে মেলার প্রস্তুতি নিয়ে প্রতিদিনই সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইডস্থ কাবাব কিং রেষ্টুরেন্টে সন্ধ্যায় মেলার অগ্রগতি বিষয়ে ফ্রেন্ডস সোসাইটির কার্যকরী পরিষদ, মেলা কমিটি ও বিভিন্ন বিভিন্ন উপ কমিটির কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হচ্ছে। এসব সভায় প্রয়োজনে সঙগঠনের উপদেষ্টারাও যোগ দিয়ে নানা পরামর্শ দিচ্ছেন।
অপরদিকে ‘সিতারা বৈশাখী মেলা’র আয়োজন ও প্রস্তুতির কথা তুলে ধরা হয়েছে ফ্রেন্ডস সোসাইটি ও মেলা কমিটির পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে। জ্যামাইকার হিলসাইডস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টে গত ১৩ এপ্রিল সন্ধ্যায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডস সোসাইটির সভাপতি বিলাল চৌধুরী। মেলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মেলা কমিটির আহ্বায়ক রেজাউল করীম চৌধুরী, সদস্য সচিব এএফ মিসবাহউজ্জামান ও প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার। এছাড়াও সোসাইটির উপদেষ্টাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা নাসির আলী খান পল ও সাবেক সভাপতি মোহাম্মদ মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেবুল মিয়া।
সাংবাদিক সম্মেলনে ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা, কর্মকর্তা ও মেলা কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়। এসময় সংগঠনের উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা যথাক্রমে ডা. ওয়াজেদ এ খান, এবিএম ওসমান গণি, অধ্যাপিকা হুসনে আরা বেগম, মোস্তফা কামাল, মিসবাহ আহমেদ ও ফরিদ আলম এবং মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আতিকুর রহমান, মোক্তার হোসেন ও শেখ হায়দার আলী, যুগ্ম সদস্য সচিব রেজাউল আজাদ ভূইয়া, এডভোকেট কামরুজ্জামান বাবু ও ইফজাল আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান, ‘হৃদয় নাচে বৈশাখী সাজে’ শ্লোগান নিয়ে অনুষ্ঠিতব্য ‘সিতারা বৈশাখী মেলা’র উল্লেখ্যযোগ্য অনুষ্ঠানমালার মধ্যে থাকবে দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত জ্যামাইকার ক্যাপ্টেন পার্কে (হাইল্যান্ড এভিনিউ সংলগ্ন ১৬৫ ও ১৬৬ স্ট্রীটের মাঝে) পান্তা-ইলিশ ও ভর্তা-ভাত পরিবেশন। এরপর বর্ণাঢ্য র্যালী। ভোজন পর্ব শেষে ক্যাপ্টেন পার্ক থেকে শুরু করে র্যালীটি হিলসাইড এভিনিউ (১৬৭-১৬৯ স্ট্রীট) পরিদর্শন করবে। বিকেল চারটা থেকে রাত ১১টা পর্যন্ত জ্যামাইকার আমাজুরা মিলনায়তনে (৯১-১২ ১৪৪ প্লেস, ৯১ এভিনিউ ও আরচার এভিনিউর মাঝে) পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে থাকবে বিভিন্ন পণ্যের স্টল। সাংস্কৃতিক অনুষ্ঠানে সদস্য অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের থিম সঙ্গীত ‘ও পৃথিবী এবার এসে…..’গানের শিল্পী ইবরার টিপু ছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পী লিনি সাবরিন, রন্টি দাস, আবু হেনা রনি ছাড়াও প্রবাসী শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন। মেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে ম্যাগাজিন।
মেলায় প্রধান অতিথি থাকবেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান। মেলায় গেষ্ট অব অনার ও চীফ পেট্রন থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ড. দেলোয়ার হোসেন এবং গেষ্ট অব অনার থাকবেন সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। মেলার উদ্বোধন করবেন বিশিষ্ট সমাজ সেবক ও রিয়েল এস্টেট ইনভেস্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। মেলার বিশেষ পর্ব পান্তা-ইলিস ভোজনপর্ব উদ্বোধন করবেন এটনী মঈন চৌধুরী এবং র্যালীতে গ্র্যান্ড মার্শাল থাকবেন মোহাম্মদ এন মজুমদার। এছাড়া মেলায় আমন্ত্রিত অতিথি থাকবেন কংগ্রেসওম্যান গ্রেস মেং, কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাট্্স, ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন ও কাউন্সিলম্যান রোরি ল্যান্সম্যান, সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বাপাফ সভাপতি সালেহ আহমেদ, ডা. নাজমুল খান, ডা. সি এম হাসান, মান্নান গ্রুপের প্রেসিডেন্ট সাঈদ রহমান মান্নান, উৎসব ডট কম-এর সিইও রায়হান জামান, ফিস প্রিজারভার ইউএসএ’র সিইও আলহাজ কমর উদ্দিন, ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা এবিএম ওসমান গণি ও জেবিবিএ এনওয়াই-এর সাধারণ সম্পাদক আবুল ফজল দিদারুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জাহাঙ্গীর মোল্লা সানী প্রমুখ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নেতৃবৃন্দ বলেন, এবারের মেলার বাজেট ধরা হয়েছে ২৫ হাজার ডলার। আর বিগত বছরের অভিজ্ঞতার আলোকে হাজার হাার দর্শক-শ্রোতার কথা বিবেচনা করে মূল ভেনু নেয়া হয়েছে আমাজুরা। প্রতি বছরের মতো এবছরও মেলা সফল করতে সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়।