জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম
- প্রকাশের সময় : ১২:৪৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০১৫
- / ৬০৪ বার পঠিত
নিউইয়র্ক: জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির কার্যকরী পরিষদের সভায় সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়ছে। সোসাইটির সভাপতি বিলাল চৌধুরী বাংলাদেশ সফরকালীন সময় পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
জ্যামাইকার হিলসাইডস্থ একটি রেষ্টুরেন্টে গত ১১ জানুয়ারী রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত ফ্রেন্ডস সোসাইটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেবুল মিয়া।
সভায় আগামী ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে একুশ উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুজ্জামান বাবু এবং সমন্বয়কারী মুক্তার হোসেন। শহীদ দিবসের অনুষ্ঠানটি সফল করতে সভায় জ্যামাইকাবাসী সকল বাংলাদেশীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়।