জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির বৈশাখী মেলার তারিখ পরিবর্তন
- প্রকাশের সময় : ০৬:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
- / ৫৯৬ বার পঠিত
নিউইয়র্ক: বাংলা নতুন বছর-১৪২৪ বরণ উপলক্ষ্যে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইনক আয়োজিত বৈশাখী মেলা’র দিন-তারিখ পরিবর্তণ করা হয়েছে। আগামী ২৩ এপ্রিল রোববারের পরিবর্তে পরের সপ্তাহ অর্থাৎ ২৯ এপ্রিল শনিবার ‘ইফাদ লোক উৎসব ও বৈশাখী মেলা’ শীর্ষক মেলাটি অনুষ্ঠিত হবে। ২৩ এপ্রিল সম্ভাব্য প্রকৃতিক দূর্যোগের কারণে মেলার দিন-তারিখ পেিবর্তন করা হয়েছে বলে ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তারা ইউইএনএ প্রতিনিধিকে জানিয়েছেন। তবে মেলার সকল কর্মসূচী অপরিবর্তীত থাকবে।
মেলার আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও সদস্য সচিব ইফজাল আহমেদ চৌধুরী জানান, জ্যামাইকার ১৬৮ ষ্ট্রীট ও ৯০ এভিনিউ সংলগ্ন পার্কিং লটে (কুকিজ মলের পিছনে) ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে দিনব্যাপী ‘ইফাদ লোক উৎসব ও বৈশাখী মেলা’টি অনুষ্ঠিত হবে। মেলার সকল প্রস্তুতি সম্পন্ন। তবে মেলার দিন দুপুরে প্রবাসী বাংলাদেশীসহ অতিথিদের মাঝে পান্তা-ইলিশ আর ভর্তা-ভাত পরিবেশিত হবে স্থানীয় হাইল্যান্ড এভিনিউ সংলগ্ন ক্যাপ্টেন টিলি পার্কে। খবর ইউএনএ’র।