জ্যামাইকায় কেক কেটে মহান বিজয় দিবস উদযাপন
- প্রকাশের সময় : ০৮:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০১৫
- / ১২৯১ বার পঠিত
নিউইয়র্ক: উৎসবমুখর পরিবেশে বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকাবাসী বাংলাদেশীরা নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিলো সংক্ষিপ্ত আলোচনা, কবিতা আবৃত্তি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয়ের কেক কাটা প্রভৃতি। জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টে গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বিজয় দিবসের অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
ব্যতিক্রমী এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও রিয়েল এস্টেট ইনভেস্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। বাংলাদেশ সোসাইটির তিন তিনবারের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও বোম্বে ভিডিও এন্ড প্রিন্টিং-এর অন্যতম সত্ত্বাধিকারী বাহলুল সৈয়দ উজ্জলের বিশেষ উদ্যোগে জ্যামাইকাবাসীদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন প্রবাসের বিশিষ্ট সঙ্গীত শিল্পী তানভীর শাহীন। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর নতুন প্রজন্মের দুই বোন নাফিসা ও আনিসা দেশের গান ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে ও আমার দেশ ও আমার বাংলাদেশ’ গানের তালে নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানে বাহলুল সৈয়দ উজ্জ্বল শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সহযোগি আয়োজকদের পরিচয় করিয়ে দেন। এছাড়া পৃষ্ঠপোষক আনোয়ার হোসেনও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করেন প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল এবং কবিতা আবৃত্তি করেন আবীর আলমগীর।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী তাহমিনা শহীদ, কামরুজ্জামান বকুল, তানভীর শাহীন, শামীম সিদ্দিকী, চন্দ্রা রায়, চন্দন চৌধুরী কান্তা আলমগীর সহ ফরহানা চৌধুরী, ডা. পারভেজ, শম্পা জামান, মাহবুবা সুমা, সুসমিতা জামান, নতুন প্রজন্মের নাফিসা সাঈদা ও আনিসা সাঈদা। অনুষ্ঠানে সাত বছর বয়সী আনিসার গানে সবাইকে বিমোহিত করে। নিজ হাতে হারমনিয়াম বাজিয়ে আনিসা ‘আমরা করবো জয়’ গানটি পরিবেশন করে উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয় দিবস স্মরণে কেক কাটা হয়। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আনোয়ার হোসেন কেক কাটার পর তা উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়। সন্ধ্যা ৮টা থেকে মধ্য রত এটা পর্যন্ত অনুষ্ঠানমালার কার্যক্রম চলে। বিপুল সংখ্যব জ্যামাইকাবাসী অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠানের আলোক সজ্জায় ছিলো আলোকন লাইটস, সাইন্ড সিস্টেমে ছিলো অলিভ সাউন্ড।
উল্লেখ্য, নাফিসা ও আনিসা বাহলুল সৈয়দ উজ্জলের কন্যা। বিজয় দিবসটি আয়োজনে আরো সহযোগিতায় ছিলেন আহনাফ আলম, স্বীকৃতি বড়–য়া, কচি, আমিনুল, মনির, দস্তগীর, মামুন, রাব্বী, সাইদ, রানা, পানু, মজিদ ও শাহ আলম।