জালালাবাদ এসোসিয়েশনের নতুন উপদেষ্টা পরিষদ গঠিত
- প্রকাশের সময় : ১০:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫
- / ৪৭৩ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্্ক নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। গত ৩১ মে এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের এক সভায় আগামী তিন বছর অর্থাৎ ২০১৫-২০১৮ সালের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সভাপতি বদরুল হোসেন খান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী।
সভায় সংগঠন পরিচালনায় পরামর্শসহ সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বিদায়ী উপদেষ্টা পরিষদের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক নতুন উপদেষ্টাদের বরণ ও বিদায়ী উপদেষ্টাদের সম্মানে আগামী ১৩ জুলাই সন্ধ্যা ৬টায় এস্টোরিয়াস্থ এসোসিয়েশনের কার্যালয়ে কার্যকরী পরিষদের পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন ও কুশল বিনিময় সভার আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে নবাগত ও বিদায়ী উপদেষ্টাদের উপস্থিত থাকার জন্য সভাপতি বদরুল হোসেন খান ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
নতুন উপদেষ্টা পরিষদের সদস্যরা হচ্ছেন: সর্বজনাব গজনফর আলী চৌধুরী (মৌলভীবাজার), একলিমুজ্জামান নুনু (সিলেট), মোবাশ্বির হোসেন চৌধুরী (হবিগঞ্জ) ও মো: আকামত তালুকদার (সুনামগঞ্জ)।