জালালবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আ. কাইয়্যুমের মাতৃবিয়োগ
- প্রকাশের সময় : ১০:২৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫
- / ৬৮৯ বার পঠিত
নিউইয়র্ক: জালালবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্্ক’র সাবেক সভাপতি, কমিউনিটির পরিচিত মুখ আব্দুল কাইয়্যুমের মাতা রূপজান বিবি (৯০) বার্ধক্যজনিত কারণে গত ১৩ মে বুধবার রাতে এষ্টোরিয়ায় তার বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…………রাজেউন)।
মরহুমার নামাজে জানাজা ১৫ মে শুক্রবার বাদ জুম্মা এস্টোরিয়াস্থ আল আমীন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে সাপ্তাহিক ঠিকানা গ্রুপের চেয়ারম্যান, সাবেক এমপি এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটি ইন্ক’র সভাপতি আজমল হোসেন কুনু, সাবেক সভাপতি কামাল আহমেদ, এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মুসুল্লী অংশ নেন। জানাজার পর অপরাহ্নে তার মরদেহ লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম গার্ডেনে জালালাবাদ এসোসিয়েশন ক্রয়কৃত কবর স্থানে (কবর # সি-৩৯২) দাফন করা হয়।
আব্দুল কাইয়্যুমের মাতৃবিয়োগে জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি বদরুল হোসেন খান ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী সকল কর্মকর্তা, সদস্য ও প্রবাসী জালালাবাদবাসীর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ এবং মরহুমার বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।