জাকারিয়া চৌধুরীকে অব্যাহতি দেয়ার নেপথ্যে

- প্রকাশের সময় : ০৭:৪৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০১৫
- / ৮১৮ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক সিটি (মহানগর) আওয়ামী লীগের সহ-সভাপতি জাকারিয়া চৌধুরীকে তার পদ থেকে অব্যাহতি প্রদান এবং সংগঠনের সকল কর্মকান্ড থেকে তাকে বিরত থাকার নির্দেশ প্রদান করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬(ক) ধারা মতে প্রাতিষ্ঠানিক (সাংগঠনিক) শৃংখলা ভঙ্গের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ নামে দলীয় প্যাডে প্রেরীত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। গত ১৫ মার্চ রোববার রাতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ থেকে জাকারিয়ার চৌধুরীকে তার পদ থেকে অব্যাহতি দেয়ার নেপথ্যে একাধিক কারণ জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একাধিক নেতা রোববার রাতে ইউএনএ প্রতিনিধিকে জানান, সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার আইটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে ‘অপহরণ’ করার পরিকল্পনাকারী, ৪২ মাস সাজাপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের নাগরিক সিজার আহুত ১৩ মার্চের সাংবাদিক সম্মেলন পন্ড করার আন্দোলনে নিজে উপস্থিত না থেকেও ঐ ঘটনায় সফলতার জন্য নিজেকে দাবী করা এবং কোন কোন মিডিয়ার মাধ্যমে নিজেকে তুলে ধরা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আহুত বিগত ৫ জানুয়ারীর ওয়াশিংটন সমাবেশ যাতে সফল না হয় তার জন্য দলীয় নেতা-কর্মীদের নিরুৎসাহিত করা এবং নিজে না যাওয়া, গত বছর প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদের সম্বর্ধণা সভা বাতিল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকাসহ সংগঠন বিরোধী নানা অভিযোগ রয়েছে। এসব অভিযোগ বিবেচনায় রেখেই জাকারিয়া চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্রটি দাবী করেন।