চিটাগাং এসোসিয়েশনের আয়োজনে ব্রুকলীনে বৈশাখী মেলা

- প্রকাশের সময় : ১১:৪৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫
- / ৭৭৪ বার পঠিত
নিউইয়র্ক: উত্তর আমেরিকা অন্যতম আঞ্চলিক সংগঠন ‘চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনক’এর আয়োজনে বৈশাখী পথমেলা গত ৩১ মে রোববার অনুষ্ঠিত হয়। ব্রুকলীনে বাংলাদেশীদের প্রাণকেন্দ্র ম্যাকডোনাল্ড এভিনিউ (বিটুইন চার্চ এভিনিউ এন্ড এভিনিউ সি)’র উপরে দিনব্যাপি মেলা বীর চট্রলাবাসীসহ প্রবাসীদের বৃহত্তর মিলনমেলা পরিনত হয়।
প্রবাসে আমাদের দেশীয় সংস্কৃতিকে মূলধারা এবং নতুন প্রজন্মের নিকট তুলে ধরার লক্ষ্যে মেলা আয়োজন করে সংগঠনটি। এবারের মেলা ছিল তৃতীয় বৈশাখী মেলা। খাবার, পোষাক, ফ্যাশন, জুয়েলারী, ষ্টেশনারী খেলনাসহ প্রায় শতাধিক স্টলের পসরা বসে খোলা আকাশের নীচে। সকাল ১০টা থেকে মেলার কার্যত্রুম শুরু হলেও বেলা আড়াইটায় কংগ্রেসের অন্যতম মেম্বার জিরোল্ড নাডলার বেলুন উড়ায়ে মেলার উদ্বোধন করেন। এসময়ে এসোসিয়েশনের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আবু তাহেরসহ সংগঠনের সাবেক-বর্তমান কর্মকর্তা, স্পন্সর, স্টলদের মালিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলা উদ্বোধনের পর ম্যাকডোনাল্ড এভিনিউর উপর র্যালি করে মঞ্চে আসেন নেতৃবৃন্দ। এতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তাহেওে পরিচালনায় এতে বক্তব্য রাখেন, কংগ্রেস মেম্বার জিরোল্ড নাডলার, বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, সমিতির সাবেক সভাপতি আনোয়ার মিয়া, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, পিপল এন্ড টেকের প্রেসিডেন্ট আবু বকর হানিফ, উৎসব ডটকমের পরিচালক ও ত্রেুডিট ফরগেটের সিইও কামাল হোসেন মিঠু, কমিউনিটি বোর্ড মেম্বার মামনুনুল হক, সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, মেলা উদযাপন কমিটির আহবায়ক পরিমল কে নাথ, সদস্য সচিব মো: সুমন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মেহবুবুর রহমান বাদল, স্থানীয় কাউন্সিলম্যানের প্রতিনিধি মিস বাসিও। এসময়ে মঞ্চে উপস্থিত ছিলেন, সামসুল আলম চৌধুরী, আব্দুল হাই জিয়া, ব্যরিষ্টার ইসরাত সামী, মুরশেদ রেজবী চৌধুরী, সৈয়দ এম রেজা, মাকসুদুল হক চৌধুরী, শাহজাহান মিয়া, সাইদুর রহমান দস্তগীর, আব্দুল কাদের মিয়া,এন আমিন, মীর কাদের রাসেল, পারভেজ সাজ্জাদ, সমিতির কর্মকর্তা খোকন কে চৌধুরী, মো: আলী নুর,মো: ইকবাল হোসাইন, কোষাধ্যক্ষ মোক্তাদির বিল্লাহ, মোহাম্মদ দিদার, সুশান্ত দত্ত (নোটন) ফরিদ আহমেদ, আশ্রাব আলী খান (লিটন), গিয়াস উদ্দিন, মো: নূরুল আনোয়ার, মোহাম্মদ টি আলম, সুমন উদ্দিন, জসিম উদ্দিন ও লোকমান পাশা প্রমুখ।
উদ্বোধনের পর চারুকন্ঠরে শিল্পদের নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন জলি দাস, মিলিয়া, রেশমী। এরপরই শুরু হয় বৃষ্টি। বাংলাদেশের জনপ্রিয় শিল্পী চট্রগ্রামের সন্তান রবি চৌধুরী, রন্টি দাস উপস্থিত থাকলে বৃষ্টির কারণে সঙ্গীত পরিবেশন সম্ভব হয়নি।
মেলায় আকর্ষণীয় ইভেন্ট হলো র্যাফেল ড্র। র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার একটি গাড়ী, দ্বিতীয় পুরস্কার এয়ার টিকেট, তৃতীয় পুরস্কার স্বর্ণের চেইনসহ ১০টি পুরস্কার ছিল। মেলায় টাইটেল স্পন্সর ‘উৎসব ডটকম’। এ উপলক্ষ্যে আশরাব আলী খান লিটনের সম্পাদনায় ‘চাটগাঁ’নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। সবশেষে সংগঠনের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আবু তাহের, আহবায়ক পরিমল কে নাথ ও সদস্য সচিব সুমন উদ্দিন আমন্ত্রিত অতিথি, স্পন্সর, শিল্পী, ষ্টলের মালিক, কলা-কুশলী, আইন-শৃংখলা বাহিনীর সদস্য, বীর চট্রলাবাসীসহ আগত দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে মেলার সমাপ্তি হয়।