নিউইয়র্ক ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

চার বছর বিরতির পর উজ্জল আবার সাংস্কৃতিক অঙ্গনে : জ্যামাইকায় মেলা ১৩ জুন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০১৫
  • / ৮৪১ বার পঠিত

নিউইয়র্ক: নিউইয়র্কের পরিচিত মুখ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্ক’র তিন তিনবারের সাংস্কৃতিক সম্পাদক বাহালুল সৈয়দ উজ্জল চার বছর বিরতির পর আবার বাংলাদেশী কমিউনিটির সাংষ্কৃতিক অঙ্গনে ফিরে আসলেন। দীর্ঘদিন পর কমিউনিটির কর্মকান্ডে বিশেষ করে সাংস্কৃতিক জগতে ফিরে আসা উপলক্ষ্যে চলতি মাসেই জ্যামাইকায় আয়োজন করছেন ‘জ্যামাইকা মেলা-২০১৫’। আগামী ১৩ জুন শনিবার এই মেলা অনুষ্ঠিত হবে স্থানীয় পিএস ১৩১ মিলনায়তনে। বোম্বে ভিডিও অফ ইউএসএ ইন্্ক জ্যামাইকা মেলার মূল আয়োজক। সহযোগিতায় থাকছে বোম্বে ভিডিও প্রিন্টিং।
কুইন্সের জ্যামাইকার হিলসাইড এভিনিউতে সুপ্রতিষ্ঠিত বোম্বে ভিডিও স্টোরের স্বত্তাধিকারী বাহালুল সৈয়দ উজ্জল বলেন, ব্যক্তিগত আর ব্যবসায়িক কারণে দীর্ঘদিন ধরে কমিউনিটির কর্মকান্ড থেকে দূরে ছিলাম। বলা যায়, গত চার বছর ধরে কমিউনিটির তেমন কোন অনুষ্ঠানে যোগ দেয়া সম্ভব হয়নি বা যোগদান করিনি। তারপরও ব্যবসায়িক কারণেই কমিউনিটি তথা দেশ ও প্রবাসের সাংস্কৃতিক জগতের সাথে নিয়মিত যোগাযোগ ছিলো। পাশাপাশি শুভানুধ্যায়ীদের কাছ থেকে চাপ ছিলো এই জগতে ফিরে আসা। বিশেষ করে জ্যামাইকাবাসীর চাওয়া-পাওয়া ভালো ও সুন্দর মেলার আয়োজন করার। তিনি বলেন, বিগত ২০০৪, ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে পর পর চার বছর জ্যামাইকায় ওপেন মেলা আয়োজন করে প্রশংসা পেয়েছিলাম। সর্বশেষ মেলার আয়োজন করি ২০১১ সালে। সেইসব সফল মেলার কথা জ্যামাইকাবাসী আজো স্মরণ করেন। বলা যায় জ্যামাইকায় বসবাসকারী হিসেবে এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতেই কমিউনিটির কর্মকান্ডে ফিরে আসা এবং মেলার আয়োজন করা।
Uzzal Mela Ad.বাহালুল সৈয়দ উজ্জল বলেন, আগামী ১৩ জুন শনিবার দিনব্যাপী জ্যামাইকার পিএস ১৩১ মিলনায়তনে জ্যামাইকা মেলার আয়োজন করা হচ্ছে। উৎসব ডট কম এই মেলার টাইটেল স্পন্সর। মেলার উদ্বোধন করবেন উৎসব ডট কম-এর সিইও এবং হিলসাইড হোন্ডা’র ফাইন্যান্স ডিরেক্টর রায়হান জামান। মেলার কর্মকান্ড চলবে বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত। থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বাহারী পোশাক আর খাবার স্টল। তিনি বলেন, মূলত: জ্যামাইকা তথা নিউইয়র্কবাসী বাংলাদেশীদের জন্য সুস্থ্যধারার বাঙালী ঐতিহ্য নির্ভর বিনোদনের কথা মাথায় নিয়েই এই মেলার আয়োজন করছি। মেলার সাংস্কৃতিক পর্বে বিশেষ পরিবেশনা থাকবে বাংলাদেশের চলচ্চিত্র জগতের খ্যাতিমান অভিনেতা আহমদ শরীফের আধা ঘন্টার বিশেষ পর্ব। সেই সাথে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন। আরো থাকবে র‌্যাফল ড্র। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত মেহরুন আহমেদ ও আশিকসহ ক্লোজআপ ওয়ান তারকা রুমী ও লিজা, প্রবাসের স্টার সার্চ তারকা সবুজ, সজল ও রিমু আর প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে কামরুজ্জামান বকুল, তানভীর শাহীন, তাহমিনা শহীদ, মিরা সিনহা, লিমন চৌধুরী, মাধব, শম্পা জামান, কান্তা আলমগীর, সোনিয়া, সুস্মিতা সঙ্গীত এবং নতুন প্রজন্মের নাফিসা, নারমিন ও মার্শা সহ সুরবাহার বাংলাদেশ কালচারাল একাডেমীর শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। আরো থাকবে সারগাম ব্যান্ড দল। জ্যামাইকা মেলা সফল করতে তিনি সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বাহালুল সৈয়দ উজ্জল জ্যামাইকা বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জ্যামাইকা বাংলাদেশ সোসাইটির সভাপতি।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

চার বছর বিরতির পর উজ্জল আবার সাংস্কৃতিক অঙ্গনে : জ্যামাইকায় মেলা ১৩ জুন

প্রকাশের সময় : ১০:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০১৫

নিউইয়র্ক: নিউইয়র্কের পরিচিত মুখ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্ক’র তিন তিনবারের সাংস্কৃতিক সম্পাদক বাহালুল সৈয়দ উজ্জল চার বছর বিরতির পর আবার বাংলাদেশী কমিউনিটির সাংষ্কৃতিক অঙ্গনে ফিরে আসলেন। দীর্ঘদিন পর কমিউনিটির কর্মকান্ডে বিশেষ করে সাংস্কৃতিক জগতে ফিরে আসা উপলক্ষ্যে চলতি মাসেই জ্যামাইকায় আয়োজন করছেন ‘জ্যামাইকা মেলা-২০১৫’। আগামী ১৩ জুন শনিবার এই মেলা অনুষ্ঠিত হবে স্থানীয় পিএস ১৩১ মিলনায়তনে। বোম্বে ভিডিও অফ ইউএসএ ইন্্ক জ্যামাইকা মেলার মূল আয়োজক। সহযোগিতায় থাকছে বোম্বে ভিডিও প্রিন্টিং।
কুইন্সের জ্যামাইকার হিলসাইড এভিনিউতে সুপ্রতিষ্ঠিত বোম্বে ভিডিও স্টোরের স্বত্তাধিকারী বাহালুল সৈয়দ উজ্জল বলেন, ব্যক্তিগত আর ব্যবসায়িক কারণে দীর্ঘদিন ধরে কমিউনিটির কর্মকান্ড থেকে দূরে ছিলাম। বলা যায়, গত চার বছর ধরে কমিউনিটির তেমন কোন অনুষ্ঠানে যোগ দেয়া সম্ভব হয়নি বা যোগদান করিনি। তারপরও ব্যবসায়িক কারণেই কমিউনিটি তথা দেশ ও প্রবাসের সাংস্কৃতিক জগতের সাথে নিয়মিত যোগাযোগ ছিলো। পাশাপাশি শুভানুধ্যায়ীদের কাছ থেকে চাপ ছিলো এই জগতে ফিরে আসা। বিশেষ করে জ্যামাইকাবাসীর চাওয়া-পাওয়া ভালো ও সুন্দর মেলার আয়োজন করার। তিনি বলেন, বিগত ২০০৪, ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে পর পর চার বছর জ্যামাইকায় ওপেন মেলা আয়োজন করে প্রশংসা পেয়েছিলাম। সর্বশেষ মেলার আয়োজন করি ২০১১ সালে। সেইসব সফল মেলার কথা জ্যামাইকাবাসী আজো স্মরণ করেন। বলা যায় জ্যামাইকায় বসবাসকারী হিসেবে এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতেই কমিউনিটির কর্মকান্ডে ফিরে আসা এবং মেলার আয়োজন করা।
Uzzal Mela Ad.বাহালুল সৈয়দ উজ্জল বলেন, আগামী ১৩ জুন শনিবার দিনব্যাপী জ্যামাইকার পিএস ১৩১ মিলনায়তনে জ্যামাইকা মেলার আয়োজন করা হচ্ছে। উৎসব ডট কম এই মেলার টাইটেল স্পন্সর। মেলার উদ্বোধন করবেন উৎসব ডট কম-এর সিইও এবং হিলসাইড হোন্ডা’র ফাইন্যান্স ডিরেক্টর রায়হান জামান। মেলার কর্মকান্ড চলবে বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত। থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বাহারী পোশাক আর খাবার স্টল। তিনি বলেন, মূলত: জ্যামাইকা তথা নিউইয়র্কবাসী বাংলাদেশীদের জন্য সুস্থ্যধারার বাঙালী ঐতিহ্য নির্ভর বিনোদনের কথা মাথায় নিয়েই এই মেলার আয়োজন করছি। মেলার সাংস্কৃতিক পর্বে বিশেষ পরিবেশনা থাকবে বাংলাদেশের চলচ্চিত্র জগতের খ্যাতিমান অভিনেতা আহমদ শরীফের আধা ঘন্টার বিশেষ পর্ব। সেই সাথে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন। আরো থাকবে র‌্যাফল ড্র। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত মেহরুন আহমেদ ও আশিকসহ ক্লোজআপ ওয়ান তারকা রুমী ও লিজা, প্রবাসের স্টার সার্চ তারকা সবুজ, সজল ও রিমু আর প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে কামরুজ্জামান বকুল, তানভীর শাহীন, তাহমিনা শহীদ, মিরা সিনহা, লিমন চৌধুরী, মাধব, শম্পা জামান, কান্তা আলমগীর, সোনিয়া, সুস্মিতা সঙ্গীত এবং নতুন প্রজন্মের নাফিসা, নারমিন ও মার্শা সহ সুরবাহার বাংলাদেশ কালচারাল একাডেমীর শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। আরো থাকবে সারগাম ব্যান্ড দল। জ্যামাইকা মেলা সফল করতে তিনি সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বাহালুল সৈয়দ উজ্জল জ্যামাইকা বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জ্যামাইকা বাংলাদেশ সোসাইটির সভাপতি।