নিউইয়র্ক ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কেরানীগঞ্জ ফাউন্ডেশনের ইফতার পার্টি অনুষ্ঠিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০১৫
  • / ৮০৯ বার পঠিত

নিউইয়র্ক: ঢাকার কেরানীগঞ্জ প্রবাসী বাংলাদেশীদের সামাজিক সংগঠন কেরানীগঞ্জ ফাউন্ডেশন ইউএসএ’র ইফতার পার্টি গত ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশী-আমেরিকান হাজী মজিবর রহমান স্থায়ীভাবে দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় অনুষ্ঠানে তাকে বিদায় সম্বর্ধণা জানানো হয়।
সিটির জ্যামাইকার হিলসাইডস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টে আয়োজিত ইফতার পার্টি ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আলাউদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া পরিচালনা করেন কারী খলিলুর রহমান। এছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের বিদায়ী প্রধান উপদেষ্টা হাজী মজিবর রহমান, উপদেষ্টা জোয়াদ আলী ও সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম কচি। খবর ইউএনএ’র।
K.gong Ifter_C. Advisor Giftঅনুষ্ঠানে বিদায়ী প্রধান উপদেষ্টা হাজী মজিবর রহমানকে স্মৃতি স্বরূপ উপহার প্রদান করা হয়। ফাউন্ডেশনের পক্ষে তার হাতে উপহার তুলে দেন সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম কচি। এসময় বিদায়ী বক্তব্যে হাজী রহমান প্রবাসী সকল কেরানীগঞ্জবাসীদের ঐক্যবদ্ধ এবং সংগঠনে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করে বলেন, আমি দেশে থাকলেও এই ফাউন্ডেশনের সাথে আমার যোগাযোগ থাকবে, সম্পর্ক থাকবে। তিনি বলেন, প্রয়োজনে আমি বাংলাদেশে এই ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করবো।
K.gong Ifter-2অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বিদায়ী উপদেষ্টার কর্মকান্ডের প্রশংসা করে বলেন, যেহেতু তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক তাই এই দেশে তার যাতায়াত থাকবে। তিনি দেশে ফিরে গেলেও আমাদের সাথে তার যোগাযোগ থাকবে।
ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল কাদের জিলানী, শফিউল আলম, জমসের আলী ও আলাউদ্দিন মাহমুদ, সহ সভাপতি কবির আহমেদ খান ও আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিক মিনা আক্তার ছাড়াও উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে মোহাম্মদ সেলিম, চাঁন মিয়া, মজিবর রহমান প্রমুখ সহ প্রায় অর্ধশত প্রবাসী কেরানীগঞ্জবাসী সপরিবারে এই অনুষ্ঠানে যোগ দেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

কেরানীগঞ্জ ফাউন্ডেশনের ইফতার পার্টি অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০১৫

নিউইয়র্ক: ঢাকার কেরানীগঞ্জ প্রবাসী বাংলাদেশীদের সামাজিক সংগঠন কেরানীগঞ্জ ফাউন্ডেশন ইউএসএ’র ইফতার পার্টি গত ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশী-আমেরিকান হাজী মজিবর রহমান স্থায়ীভাবে দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় অনুষ্ঠানে তাকে বিদায় সম্বর্ধণা জানানো হয়।
সিটির জ্যামাইকার হিলসাইডস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টে আয়োজিত ইফতার পার্টি ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আলাউদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া পরিচালনা করেন কারী খলিলুর রহমান। এছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের বিদায়ী প্রধান উপদেষ্টা হাজী মজিবর রহমান, উপদেষ্টা জোয়াদ আলী ও সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম কচি। খবর ইউএনএ’র।
K.gong Ifter_C. Advisor Giftঅনুষ্ঠানে বিদায়ী প্রধান উপদেষ্টা হাজী মজিবর রহমানকে স্মৃতি স্বরূপ উপহার প্রদান করা হয়। ফাউন্ডেশনের পক্ষে তার হাতে উপহার তুলে দেন সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম কচি। এসময় বিদায়ী বক্তব্যে হাজী রহমান প্রবাসী সকল কেরানীগঞ্জবাসীদের ঐক্যবদ্ধ এবং সংগঠনে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করে বলেন, আমি দেশে থাকলেও এই ফাউন্ডেশনের সাথে আমার যোগাযোগ থাকবে, সম্পর্ক থাকবে। তিনি বলেন, প্রয়োজনে আমি বাংলাদেশে এই ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করবো।
K.gong Ifter-2অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বিদায়ী উপদেষ্টার কর্মকান্ডের প্রশংসা করে বলেন, যেহেতু তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক তাই এই দেশে তার যাতায়াত থাকবে। তিনি দেশে ফিরে গেলেও আমাদের সাথে তার যোগাযোগ থাকবে।
ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল কাদের জিলানী, শফিউল আলম, জমসের আলী ও আলাউদ্দিন মাহমুদ, সহ সভাপতি কবির আহমেদ খান ও আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিক মিনা আক্তার ছাড়াও উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে মোহাম্মদ সেলিম, চাঁন মিয়া, মজিবর রহমান প্রমুখ সহ প্রায় অর্ধশত প্রবাসী কেরানীগঞ্জবাসী সপরিবারে এই অনুষ্ঠানে যোগ দেন।