‘কুনু-আজম’ প্যানেল বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে : ডা. হামিদুজ্জামান
- প্রকাশের সময় : ১২:০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬
- / ৭৫৮ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটির আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘কুনু-আজম’ প্যানেলের পরিচিতি সভায় সোসাইটির সাবেক সভাপতি ডা. মোহাম্মদ হামিদুজ্জামান বলেছেন, বাংলাদেশ সোসাইটির কাজ হলো প্রবাসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। আর সোসাইটির নির্বাচনে ‘কুনু-আজম’ প্যানেল নির্বাচিত হলে তারা প্রবাসীদের প্রতিনিধি হিসেবে মুলধারায় বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করবে। তিনি বলেন, প্রবাসের সবাইকে মিলেমিশে কমিউনিটির জন্য কাজ করতে হবে। সোসাইটিকে বিএনপি-আওয়ামী লীগ বানানো যাবে না। গত ২ অক্টোবর রোববার সন্ধ্যায় জ্যামাইকায় ‘কুনু-আজম’ প্যানেলের নির্বাচনী সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. মোহাম্মদ হামিদুজ্জামান।
স্থানীয় হিলসাইড এভিনিউর পানসি রেস্টুরেন্টের ব্যাকইয়ার্ডে জ্যামাইকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জ্যামাইকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মনির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ‘কুনু-আজম’ জ্যামাইকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল। সভায় ‘কুনু-আজম’ প্যানেলকে পরিচয় করিয়ে দেন ‘কুনু-আজম’ নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার।
পরিচিতি সভা চলাকালে সোসাইটির সভাপতি ও একই পদে পুনরায় প্রার্থী আজমল হোসেন কুনু’র প্রস্তাবে সোসাইটির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী অসুস্থ এম আজিজের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এই বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা বেলাল উদ্দিন। খবর ইউএনএ’র।
সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ডা. মাসুদুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি ইলিয়াস আহমেদ মাস্টার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আতোয়ারুল আলম, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ফিরোজ পাটোয়ারী, সোসাইটির সাবেক স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক নূরুল হক প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু নাসের, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাবুল চৌধুরী, পরিচালনা কমিটির অন্যতম সদস্য এসএম জাহাঙ্গীর, ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা রেজাউল করীম চৌধুরী, সাবেক সভাপতি মো. বিলাল চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক এএফ মিসবাহউজ্জামান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কামাল হোসেন মিঠু, জাহাঙ্গীর আলম, আবু সাঈদ, শামীম গফুর, মিজানুর রহমান মিজান প্রমুখ।
সভায় ডা. মোহাম্মদ হামিদুজ্জামান ‘কুনু-আজম’ প্যানেলকে নিজের প্যানেল উল্লেখ করে বলেন, আমার সময়ের অনেকেই ‘কুনু-আজম’ প্যানেল প্রার্থী হয়েছেন। তারা সবাই যোগ্য প্রার্থী। তিনি বলেন, আজমল হোসেন কুনুর নেতৃত্বে সোসাইটির ভোটার ১৮ হাজারের উপরে হওয়া মানে সোসাইটি গণমুখী হয়েছে।
নার্গিস আহমেদ বলেন, সোসাইটির বর্তমান সভাপতি আজমল হোসেন কুনুর নেতৃত্বে সোসাইটির অনেক সমস্যা কেটে গেছে। সোসাইটি গণমুখী হয়েছে। প্রায় ১৯ হাজারের মতো ভোটার হয়েছেন। তিনি ‘কুনু-আজম’ প্যানেলকে যোগ্য প্যানেল হিসেবে নিজেদের বিবেক দিয়ে বিবেচনা করে আগামী নির্বাচনে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
ডা. মাসুদুর রহমান ‘কুনু-আজম’ প্যানেলকে অসম্ভব সুন্দর প্যানেল হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ সোসাইটি প্রবাসে সমগ্র বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। আর এই প্যানেলে দেশের গুরুত্বপূর্ণ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রীধারীরা রয়েছেন। ‘কুনু-আজম’ প্যানেলে সম্রাট হোসেন এমিলির মতো জাতীয় ফুটবল দলের খেলোয়ার রয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ সোসাইটিকে প্রভাবমুক্ত করতে হবে।
অনুষ্ঠানে ‘কুনু-আজম’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী আজম তাদের বক্তব্যে সবার দোয়া ও ভোট প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে সোসাইটিকে আরো গণমুখী করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে জ্যামাইকাবাসীরা তাদের বক্তব্যে জ্যামাইকায় প্রথমবারের মতো ভোট কেন্দ্র করার জন্য সোসাইটির কর্মকর্তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ‘কুনু-আজম’ প্যানেলকে যোগ্য পানেল হিসেবে ভোট দিয়ে নির্বাচিত এবং এই প্যানেলের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া জ্যামাইকাবাসীদের পক্ষে ফখরুল ইসলাম দেলোয়ার ‘কুনু-আজম’ প্যানেল নির্বাচিত হলে তাদের কাছ থেকে জ্যামাইকা সহ বাংলাদেশী অধ্যুষিত বিভিন্ন বরোতে সিনিয়র ডে ও সাহিত্য ডে পালন এবং খেলাধুলা আয়োজনের দাবী রাখেন।
সভায় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন সাবেক সদস্য আবু তাহের আসাদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক কন্ট্রোলার মোহাম্মদ সালেক, বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল, জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা একলিমুজ্জামান নুনু, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, চট্টগ্রম সমিতির সাবেক সহ-সভাপতি মাকসুদ চৌধুরী, সোসাইটির সাবেক সাহিত্য সম্পাদক এবং নারায়ণগঞ্জ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম এ মান্নান, সোসাইটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও জ্যামাইকা বাংলাদেশ সোসাইটির সভাপতি বাহলুল সৈয়দ উজ্জ্বল, কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবু তাহের ভূঁইয়া, জালালাবাদ এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সহ-সভাপতি আনোয়ার হোসেইন, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাফর, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল হাই জিয়া, ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা ডা. টমাস দুলু রায়, সাবেক উপদেষ্টা আব্দুল খালেক লালু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ সহদেব তালুকদার, সদস্য রাব্বী সৈয়দ, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন, ডা. নাজির খান, চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সদস্য জহির উদ্দিন জুয়েল, জাকির হোসেন, জ্যামাইকার বিশিষ্ট ব্যবসায়ী শিবলী নোমানী, ইলিয়াস খান, শাহীন খান, সাইফুর রহমান হারুন, আবিদ হোসেন মিঠু, গহর চৌধুরী কিনু, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট তোফায়েল চৌধুরী, জসিম উদ্দিন, মাকসুদুল হক চৌধুরী, মনির আহমেদ, হেলিমুজ্জামান, হারুন মিয়া, মোমিনুল হক, রজব আলী, আবু শাহীন আকতার বাবুল, কামাল আহমেদ, মোহাম্মদ সাহাবুদ্দিন, আব্দুল হালিম, অজয় বড়–য়া, স্বীকৃতি বড়ুয়া, আব্দুল কাদির লিপু, জেবিবিএ’র প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন প্রমুখ।
‘কুনু-আজম’ প্যানেলের পরবর্তী পরিচিতি সভা: ‘কুনু-আজম’ প্যানেলের পরবর্তী পরিচিতি সভা যথাক্রমে ৫ অক্টোবর বুধবার নিউইয়র্ক সিটির ফুলটন, ৯ অক্টোবর রোববার ব্রুকলীন, ১১ অক্টোবর মঙ্গলবার ওজনপার্ক এবং ১৬ অক্টোবর রোববার উডসাইডস্থ কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হবে বলে নির্বাচন পরিচানা কমিটি ইউএনএ প্রতিনিধিকে জানান।