কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক
- প্রকাশের সময় : ০১:২০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০১৫
- / ৭০১ বার পঠিত
নিউইয়র্ক: কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইন্্ক’র কায়করী কমিটির (২০১৫-২০১৬) বর্ণাঢ্য অভিষেক ও স্বাধীনতা দিবস উদযাপন গত শনিবার সন্ধ্যায় গুলশান ট্যারেসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ি প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন। এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু সহ সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা এবিএম ওসমান গণি, সাবেক সভাপতি আব্দুল আওয়াল সিদ্দিকী, বাবু ভজন সরকার, জায়েদুল কবীর খান ও ডা. ছায়েরা হক।
অনুষ্ঠানের পবিত্র কোরআন তেলাওয়াত করেন মওলানা জুনায়েদ কবীর এবং গীতা পাঠ করে বাবু তপর বিশ্বাস। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে কিশোরগঞ্জের কৃতি পুরুষ, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আলহাজ মো: ফজলুল হক। অনুষ্ঠানে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদদক শাহীনুর করীম খান।
অনুষ্ঠানের প্রথম পর্বে নবনির্বাচিত কর্মকর্তদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি ড. মোমেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আলোচনায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান দুলাল। আলোচনায় অংশ নেন পলাশ রায়, এবাদুল হক, আলমগীর হোসেন, আইনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মাহফুজুল হাসান টুপন, আনোয়ার উদ্দিন খান, শহীদুল হাসান প্রমুখ। এই পর্ব পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্রী সুজন রায়।
আলোচনায় বক্তারা কিশোরগঞ্জের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরেন এবং পারষ্পারিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের মাধ্যমে প্রবাসে কিশোরগঞ্জবাসীদের বন্ধনকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের তৃতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লোজআপ ওয়ান তারকা রুমী এবং প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও শম্পা হক সহ শস্মিতা, মিলিয়া, ইব্রাহীম, লাবিবা হাসান, নাফিসা হাসান, নাফিয়া হাসান প্রমুখ সঙ্গীত পরিবশেন করেন। এছাড়া বিপার শিল্পীরা নৃত্য ও খান শওকত যাদু প্রদর্শণ করেন। এই পর্ব পরিচালনা করেন মীনা ইসলাম।
অনুষ্ঠান উপলক্ষে ‘হাওর’ শীর্ষক স্মরণিকা প্রকাশ করা হয়। এটি সম্পাদনা করেন ছাইদুর খান ডিউক।
কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের অভিষিক্ত কর্মকর্তারা হলেন: সভাপতি-মোহাম্মদ মফিজুর রহমান (দুলাল), সহ সভাপতি- মো: শহীদুল হাসান, মাহফুজুল হাসান টুপুন, ছাইদুর খান ডিউক, আনোয়ার হোসেন খান ও একেএম রফিকুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক- শ্রী সুজন কুমার রায়, সহ সাধারণ সম্পাদক- আইনুল ইসলাম, আলমগীর হোসাইন ও আলী অঅহসান আকন্দ শামীম, সাংগঠনিক সম্পাদক- শফিক খান, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা জুয়েল, কোষাধ্যক্ষ- সেলিম চৌধুরী, সহ কোষাধ্যক্ষ- এবাদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক- শ্রী পলাশ রায়, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক- সৈয়দ গোলাম কিবরীয়া, দপ্তর সম্পাদক- স্বপন চন্দ্র বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক- রাফিয়া খান নিশি, ক্রীড়া সম্পাদক- মহিবুর রহমান সুজন, সহ ক্রীড়া সম্পাদক- শ্রী রূপন দেবনাথ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- মীনা ইসলাম, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- আব্দুল্লাহ আল মামুন স্বপন, সমাজকল্যাণ সম্পাদক- হো: হুমায়ুন কবীর, সহ সমাজকল্যাণ সম্পাদক শ্রী কাজল সরকার। কার্যকরী সদস্য- ইঞ্জিনিয়ার আলহাজ মো: ফজলুল হক, শাহীনুর করীম খান, মো: হোসেন আনোয়ার আঙ্গুর, মো: আব্দুর রাজ্জাক, শ্রী জয়ন্ত শর্ম্মা, মো: এনামুল হক, হাসিব হাসান, পল্লব কুমার সরকার, সুবল দেবনাথ, মো: আব্দুল আলীম, কামরুজ্জামান মুরাদ, বাদশা খান, সাইফুল ইসলাম, জাবির হোসেন তাকবির, মুজিবুর রহমান ভূইয়া, মো: আবুল কাশেম ও কাজী হাসিব হাসান।
উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ হচ্ছেন: এবিএম ওসমান গনি, আব্দুল আওয়াল সিদ্দিকী, শ্রী ভজন সরকার, জাইদুল কবির খান ছারোয়ার, হাবিব রহমান হারুন ও ডা. ছায়েরা হক।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী কিশোরগঞ্জবাসী অনুষ্ঠানটি উপভোগ করেন। উল্লেখ্য, ১৩টি উপজেলার সমন্বয়ে কিশোরগঞ্জ জেলা গঠিত। ১৯৯৯ সালে কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইন্্ক প্রতিষ্ঠিত হয়।