নিউইয়র্ক ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কমিটি হবে তবে সিনিয়রদের সম্মান দিতে হবে, চেইন অব কমান্ড মানতে হবে: মাহিদ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪
  • / ৭৫৫ বার পঠিত

কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপি’র প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান ক্ষমতাসীন আওয়ামী মহাজোট সরকারকে একটি ফ্যাসিস্ট সরকার আখ্যায়িত করে বলেছেন, এই সরকার বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছে, দেশে আইনের শাসন নেই, নেই জনগণের নিরাপত্তা। দেশের এই পরিস্থিতিতে ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন, আমাদের নেতা একজন। তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাঁরপর আমাদের নেতা তারেক রহমান। যুক্তরাষ্ট্র কমিটি প্রসঙ্গে তিনি বলেন, কমিটি হবে তবে সিনিয়রদের সম্মান দিতে হবে, দলে চেইন অব কমান্ড মানতে হবে।
যুক্তরাস্ট্র বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মীদের এক সমাবেশে বক্তৃতাকালে মাহিদুর রহমান উপরোক্ত কথা বলেন। গত ১৯ অক্টোবর রোববার সন্ধ্যায় সিটির ইস্ট এলমার্স্টস্থ কোর্টইয়ার্ড ম্যারিয়ট হোটেলে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের শুরুতে অতিথির পাশে অবস্থানকে কেন্দ্র করে হৈচৈ, বাক-বিতন্ডার মতো অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে পরিস্থিতি শান্ত হলে সমাবেশে একমাত্র মাহিদুর রহমান বক্তব্য রাখেন। ইতিপূর্বে মাহিদুর রহমানের হোটেলেও দলীয় নেতা-কর্মীদের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটে। ঐদিনের ঘটনায় এক যুবনেতার শরীর থেকে রক্তপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশী হস্তক্ষেপেরও ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্র বিএনপি’র বিবদমান গ্রুপগুলোর শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বিএনপি চেয়ারপর্সনের বৈদশিক দূত ডা. মজিবুর রহমান মজুমদার ও এফ সরদার সাদী, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ ও শরাফত হোসেন বাবু, সাবেক সহ সভাপতি সামসুল ইসলাম মজনু ও অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া মিল্টন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া সহ ম্যারিয়টের সমাবেশে বিএনপি, যুবদল, মহিলাদল, শ্রমিকদলের প্রায় দুই শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তৃতাকালে বিএনপি’র কেন্দ্রীয় নেতা মাহিদুর রহমান বলেন, আমি দলের কোন মিশন নিয়ে নিউইয়র্ক সফরে আসিনি, কমিটি দিতে আসিনি, এটি আমার ব্যক্তিগত সফর। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি হবে। দলের মধ্যে সিনিয়রদের, বড়দের সম্মান জানাতে হবে। দলের ডিসিপ্লিন মানতে হবে। দলে কেউ কারো চেয়ে ছোট নন। আমরা সবাই বিএনপি ফ্যামিলির লোক। আর দায়িত্ব পালন করতে হলে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, দলের একজন আরেকজনকে সহযোগিতা করলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। দলকে সিস্টেমে আনতে হবে। কাদা ছোড়াছুঁড়ি বন্ধ করতে হবে। বিহেভ (আচার-আচরণ) ভালো করতে হবে। ব্যক্তি স্বার্থের উর্ধ্বে দলকে ভালোবাসতে হবে, দলের জন্য কাজ করতে হবে। তার সফরকালীন সময়ে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের বুঝতে হবে আমরা ইউএসএ বাস করছি।
মাহিদুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র বিএনপিতে যোগ্য অভিভাবক দিতে তারেক রহমানকে বলবো। তাতে দলে ডিসিপ্লিন ফিরে আসবে। তিনি আরো বলেন, এখানকার বিএনপিতে কি হচ্ছে না হচ্ছে তা চেয়ারপার্সন খালেদা জিয়া, সিনিয়র চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে সব জানা সম্ভব নয়। নিজ ঘরে বসেই কমিটি করতে হবে। আর কমিটি করতে সংশ্লিষ্টদের ব্যক্তি স্বার্থ আর স্বজনপ্রীতির উর্দ্ধে থাকতে হবে। দলের সিনিয়র নেতাদের আন্তরিকতার সাথে বসে কমিটি করতে হবে। সিনিয়রদেরকেই দলকে সুসংগঠিত করতে হবে। দলের স্বার্থে সবাইকে সমান চোখে দেখতে হবে। তিনি বলেন, এখন থেকে দুই বছর পরপর যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি হবে, সম্মেলন হবে। তিনি প্রবাস থেকে দলকে সাহায্য করার জন্য দলীয় নেতা-কর্মীদের আহ্বান এবং ইউএস কংগ্রেসম্যান, সিনেটরদের কাছে সরকারের নিপীড়ন-নির্যাতন, অন্যায়-অবিচার তুলে ধরার আহ্বান জানান।
সভা শেষে বিএনপি নেতা মাহিদুর রহমান বেরিয়ে যাওয়ার সময় হোটেল লবির সামনে দলীয় নেতা-কর্মীদের অনেকেই তাকে ঘিরে ধরেন এবং তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। কেউ কেউ ফুলের তোড়াও উপহার দেন। এসময় হোটেলটির প্রধান ফটকের সামনে জটলার সৃষ্টি হয়।
মৌলভীবাজারবাসীদের সভায় যোগদান
লন্ডন প্রবাসী, মৌলভীবাজার জেলার কৃতি সন্তান, ব্রিটিশ বাংলাদেশ বিজনেস ক্লাবের সভাপতি, গ্রেটার সিলেট এডুকেশন ট্রাষ্ট্রের সভাপতি বিশিষ্ট রাজনীতিক মাহিদুর রহমানের সম্মানে প্রবাসী মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। গত ১৯ অক্টোবর বিকেলে জ্যাকসন হাইটসের খাবার বাড়ী চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক চৌধুরী সালেহ আহমদ। সভায় বিশেষ অতিথি ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমেদ ও সাবেক এমপি এম এম শাহীন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ জুবায়ের আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন আবু সাইদ আহমেদ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন শওকত আলী, আজমল হোসেন কুনু, এটর্নী মঈন চৌধুরী, বদরুন্নাহার খান মিতা, সেবী রহমান, নিউজার্সীর কাউন্সিলম্যান আকতারুজ্জামান ফয়সাল, আহমেদ জিলু, লায়েক তরফদার, মিজানুর চৌধুরী।
সভায় মাহিদুর রহমান মৌলভীবাজারবাসীদেরকে রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। সভাটি যৌথভাবে পরিচালনা করেন আবু সাইদ আহমেদ ও সদস্য সচিব মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে মাহিদুর রহমানকে ফুল দিয়ে বরণ এবং ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলা পত্রিকা ও টাইম টিভি অফিস পরিদর্শন
যুক্তরাষ্ট্র সফররত বিশিষ্ট রাজনীতিক, ব্যবসায়ী ও সমাসেবী মাহিদুর রহমান স্ব স্ত্রীক ১৯ অক্টোবর রোববার রাতে সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভি অফিস পরিদর্শন করেন। বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের তাকে স্বাগত জানান। এসময় কমিউনিটি নেতৃবৃন্দের তোফায়েল লিটন চৌধুরী, আব্দুর রহীম, মিজানুর রহমান মিজান, মিজানুর চৌধুরী, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, বিলাল চৌধুরী, শেখ হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহিদুর রহমান বাংলা পত্রিকা ও টাইম টিভি’র বার্তা বিভাগ ঘুরে দেখেন এবং সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি টাইম টিভি’র সাথে সাক্ষাৎকারে মিলিত হন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

কমিটি হবে তবে সিনিয়রদের সম্মান দিতে হবে, চেইন অব কমান্ড মানতে হবে: মাহিদ

প্রকাশের সময় : ০১:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪

কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপি’র প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান ক্ষমতাসীন আওয়ামী মহাজোট সরকারকে একটি ফ্যাসিস্ট সরকার আখ্যায়িত করে বলেছেন, এই সরকার বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছে, দেশে আইনের শাসন নেই, নেই জনগণের নিরাপত্তা। দেশের এই পরিস্থিতিতে ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন, আমাদের নেতা একজন। তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাঁরপর আমাদের নেতা তারেক রহমান। যুক্তরাষ্ট্র কমিটি প্রসঙ্গে তিনি বলেন, কমিটি হবে তবে সিনিয়রদের সম্মান দিতে হবে, দলে চেইন অব কমান্ড মানতে হবে।
যুক্তরাস্ট্র বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মীদের এক সমাবেশে বক্তৃতাকালে মাহিদুর রহমান উপরোক্ত কথা বলেন। গত ১৯ অক্টোবর রোববার সন্ধ্যায় সিটির ইস্ট এলমার্স্টস্থ কোর্টইয়ার্ড ম্যারিয়ট হোটেলে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের শুরুতে অতিথির পাশে অবস্থানকে কেন্দ্র করে হৈচৈ, বাক-বিতন্ডার মতো অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে পরিস্থিতি শান্ত হলে সমাবেশে একমাত্র মাহিদুর রহমান বক্তব্য রাখেন। ইতিপূর্বে মাহিদুর রহমানের হোটেলেও দলীয় নেতা-কর্মীদের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটে। ঐদিনের ঘটনায় এক যুবনেতার শরীর থেকে রক্তপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশী হস্তক্ষেপেরও ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্র বিএনপি’র বিবদমান গ্রুপগুলোর শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বিএনপি চেয়ারপর্সনের বৈদশিক দূত ডা. মজিবুর রহমান মজুমদার ও এফ সরদার সাদী, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ ও শরাফত হোসেন বাবু, সাবেক সহ সভাপতি সামসুল ইসলাম মজনু ও অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া মিল্টন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া সহ ম্যারিয়টের সমাবেশে বিএনপি, যুবদল, মহিলাদল, শ্রমিকদলের প্রায় দুই শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তৃতাকালে বিএনপি’র কেন্দ্রীয় নেতা মাহিদুর রহমান বলেন, আমি দলের কোন মিশন নিয়ে নিউইয়র্ক সফরে আসিনি, কমিটি দিতে আসিনি, এটি আমার ব্যক্তিগত সফর। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি হবে। দলের মধ্যে সিনিয়রদের, বড়দের সম্মান জানাতে হবে। দলের ডিসিপ্লিন মানতে হবে। দলে কেউ কারো চেয়ে ছোট নন। আমরা সবাই বিএনপি ফ্যামিলির লোক। আর দায়িত্ব পালন করতে হলে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, দলের একজন আরেকজনকে সহযোগিতা করলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। দলকে সিস্টেমে আনতে হবে। কাদা ছোড়াছুঁড়ি বন্ধ করতে হবে। বিহেভ (আচার-আচরণ) ভালো করতে হবে। ব্যক্তি স্বার্থের উর্ধ্বে দলকে ভালোবাসতে হবে, দলের জন্য কাজ করতে হবে। তার সফরকালীন সময়ে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের বুঝতে হবে আমরা ইউএসএ বাস করছি।
মাহিদুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র বিএনপিতে যোগ্য অভিভাবক দিতে তারেক রহমানকে বলবো। তাতে দলে ডিসিপ্লিন ফিরে আসবে। তিনি আরো বলেন, এখানকার বিএনপিতে কি হচ্ছে না হচ্ছে তা চেয়ারপার্সন খালেদা জিয়া, সিনিয়র চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে সব জানা সম্ভব নয়। নিজ ঘরে বসেই কমিটি করতে হবে। আর কমিটি করতে সংশ্লিষ্টদের ব্যক্তি স্বার্থ আর স্বজনপ্রীতির উর্দ্ধে থাকতে হবে। দলের সিনিয়র নেতাদের আন্তরিকতার সাথে বসে কমিটি করতে হবে। সিনিয়রদেরকেই দলকে সুসংগঠিত করতে হবে। দলের স্বার্থে সবাইকে সমান চোখে দেখতে হবে। তিনি বলেন, এখন থেকে দুই বছর পরপর যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি হবে, সম্মেলন হবে। তিনি প্রবাস থেকে দলকে সাহায্য করার জন্য দলীয় নেতা-কর্মীদের আহ্বান এবং ইউএস কংগ্রেসম্যান, সিনেটরদের কাছে সরকারের নিপীড়ন-নির্যাতন, অন্যায়-অবিচার তুলে ধরার আহ্বান জানান।
সভা শেষে বিএনপি নেতা মাহিদুর রহমান বেরিয়ে যাওয়ার সময় হোটেল লবির সামনে দলীয় নেতা-কর্মীদের অনেকেই তাকে ঘিরে ধরেন এবং তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। কেউ কেউ ফুলের তোড়াও উপহার দেন। এসময় হোটেলটির প্রধান ফটকের সামনে জটলার সৃষ্টি হয়।
মৌলভীবাজারবাসীদের সভায় যোগদান
লন্ডন প্রবাসী, মৌলভীবাজার জেলার কৃতি সন্তান, ব্রিটিশ বাংলাদেশ বিজনেস ক্লাবের সভাপতি, গ্রেটার সিলেট এডুকেশন ট্রাষ্ট্রের সভাপতি বিশিষ্ট রাজনীতিক মাহিদুর রহমানের সম্মানে প্রবাসী মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। গত ১৯ অক্টোবর বিকেলে জ্যাকসন হাইটসের খাবার বাড়ী চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক চৌধুরী সালেহ আহমদ। সভায় বিশেষ অতিথি ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমেদ ও সাবেক এমপি এম এম শাহীন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ জুবায়ের আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন আবু সাইদ আহমেদ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন শওকত আলী, আজমল হোসেন কুনু, এটর্নী মঈন চৌধুরী, বদরুন্নাহার খান মিতা, সেবী রহমান, নিউজার্সীর কাউন্সিলম্যান আকতারুজ্জামান ফয়সাল, আহমেদ জিলু, লায়েক তরফদার, মিজানুর চৌধুরী।
সভায় মাহিদুর রহমান মৌলভীবাজারবাসীদেরকে রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। সভাটি যৌথভাবে পরিচালনা করেন আবু সাইদ আহমেদ ও সদস্য সচিব মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে মাহিদুর রহমানকে ফুল দিয়ে বরণ এবং ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলা পত্রিকা ও টাইম টিভি অফিস পরিদর্শন
যুক্তরাষ্ট্র সফররত বিশিষ্ট রাজনীতিক, ব্যবসায়ী ও সমাসেবী মাহিদুর রহমান স্ব স্ত্রীক ১৯ অক্টোবর রোববার রাতে সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভি অফিস পরিদর্শন করেন। বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের তাকে স্বাগত জানান। এসময় কমিউনিটি নেতৃবৃন্দের তোফায়েল লিটন চৌধুরী, আব্দুর রহীম, মিজানুর রহমান মিজান, মিজানুর চৌধুরী, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, বিলাল চৌধুরী, শেখ হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহিদুর রহমান বাংলা পত্রিকা ও টাইম টিভি’র বার্তা বিভাগ ঘুরে দেখেন এবং সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি টাইম টিভি’র সাথে সাক্ষাৎকারে মিলিত হন।