কমিউনিটি নেতা ডালিমের পিতার ইন্তেকাল
- প্রকাশের সময় : ০৯:১৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬
- / ৮১৯ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্কের পরিচিত মুখ, কমিউনিটি নেতা, বাংলাদেশ সোসাইটি ইন্ক’র কার্যকরী পরিষদের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক জেনারেল সেক্রেটারী একেএম রফিকুল ইসলাম ডালিমের পিতা ইঞ্জিনিয়ার আলহাজ মজিবর রহমান বার্ধক্য জনিত কারনে রোববার (৬ নভেম্বর) ঢাকাস্থ বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।
এদিকে ডালিমের পিতার ইন্তেকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ মহরুমর বিদেহী আত্বার শান্তি কামনাসহ মহান রাব্বুল আলামীনের দরবারে তাকে জান্নাতবাসী করার জন্য দোয়া প্রার্থনা করেন। শোকজ্ঞাপনকারী ফোরামের উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন: রাফেল তালুকদার, অধ্যাপক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ড. নুরুল আমিন পলাশ, ফারুক হোসেন মজুমদার, সারোয়ার খান বাবু, নাছিম আহমেদ, মাওলানা ওমর ফারুক, রুহুল আমিন নাসির, শেখ হায়দার আলী, অধ্যাপক ইলিম মোহাম্মদ নাজমুল হোসাইন, ছাইদুর খান ডিউক, এএফ মিসবাউজ্জামান, বিলাল চৌধুরী, অ্যাডভোকেট কাইয়ুম চৌধুরী, ইমরান শাহ রন, তানভীর হাসান খান প্রিন্স, মাহবুবুর রহমান মুকুল, মোহাম্মদ নাসির উদ্দিন, ওয়াহেদ আলী মন্ডল, মোহাম্মদ আলী, মোতাহার হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল মান্নান হোসাইন, ওয়াহিদ ইকবাল, ফরিদুল মাওলা, গোলাম মোস্তফা, মোহাম্মদ মফিজুর রহমান, ওয়াসিম আহমেদ, মীর মেসবাহ উদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ আমির হোসেন ও আব্দুল মোমেন সোহেল।