কমিউনিটিতে ইফতার পার্টি শেষ, পিকনিকের ব্যাপক আয়োজন

- প্রকাশের সময় : ১১:৫৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০১৬
- / ১২৮২ বার পঠিত
নিউইয়র্ক: পবিত্র রমজান মাস শেষ হতে চলেছে। সেই সাথে শেষ হলো কমিউনিটির ইফতার পার্টি আয়োজনের ব্যস্ততা। পাশাপাশি শুরু হতে চলেছে কমিউনিটির বিভিন্ন সংগঠনের আয়োজনে পিকনিক-এর আয়োজন। যুক্তরাষ্ট্রের সামার অর্থাৎ গ্রীষ্মকালকে কেন্দ্র করে ইতিমধ্যেই সংগঠনগুলোর উদ্যোগে পিকনিক আয়োজনের দিন-তারিখ ঘোষণা করা হয়েছে।
সিয়াম সাধানার মাস রমজান। ৩০ দিনের এই রমজান মাস জুড়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংহঠনের উদ্যোগে কমিউনিটিতে ছিলো ইফতার ও দোয়া মাহফিল আয়োজন। এছাড়াও ব্যক্তিগত আর পারিবারিক উদ্যোগেও হোটেল-রেস্তোরা আর ঘরে ঘরে ইফতার পার্টির আয়োজন করা হয়। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, কমিউনিটির বিভিন্ন সংগঠনের উদ্যোগে গেলো এক মাসে কমপক্ষে ৩০০ ইফতার পার্টির আয়োজন করা হয়। শুধু উইকেন্ড নয় উইকডে-তেও এসব ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ফলে মাস জুড়ে ব্যস্ততা ছিলো বিভিন্ন রেষ্টুরেন্ট সহ আয়োজক সংগঠনগুলোর নেতৃবৃন্দের।
এদিকে ইফতার পার্টির পর শুরু হচ্ছে কমিউনিটির বিভিন্ন সংগঠনের বার্ষিক পিকনিক আয়োজনের। প্রতি বছরের এই সমার সিজনে আয়োজন করা হয় পিকনিকের। ইতিমধ্যেই শতাধিক সংগঠনের আয়োজনে পিকনিক-এর দিন, তারিখ ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কের লং আইল্যান্ড ছাড়াও ট্রাইষ্টেট এলাকার বিশেষ করে কাকেটিকাট ও নিউজার্সীর বিভিন্ন পার্কে আয়োজন করা হচ্ছে এসব পিকনিক। ধারনা করা হচ্ছে চলতি বছরে কমিউনিটির বিভিন্ন সংগঠনের উদ্যোগে তিন শতাধিক পিকনিকের আয়োজন করা হবে।
অপরদিকে পিকনিক মওসুম আসায় কমিউনিটির হোটেল-রেস্তরাগুলোতেও প্রস্তুুতি শুরু হয়েছে। জ্যাকসন হাইটসের প্রিমিয়াম, খাবার বাড়ী, হাটবাজার, জ্যামাইকার সাগর, ঘরোয়া, স্টার কাবাব, ব্রুকলীনের রাধুনী, ব্রঙ্কসের নিরব, বাংলা গার্ডেন, ওজনপার্কের মতিন প্রভৃতি রেষ্টুরেন্টে ইতিমধ্যেই বিভিন্ন সংগঠনের পিকনিক-এর খাবারের অর্ডার পাওয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পিকনিকের জন্য বিশেষ সুবিধাও ঘোষণা করেছে রেষ্টুরেন্টগুলো।(সাপ্তাহিক পরিচয়)