বিজ্ঞাপন :
ওজনপার্ক কেন্দ্রে ‘কুনু-আজম’ জয়ী
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৯:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০১৬
- / ৪১৮ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি ইনক’র দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ইতিমধ্যেই কোন কোন কেন্দ্রের ফলাফল গণনা শেষ হয়েছে। মূল কেন্দ্র উডসাইডের গুলশান ট্যারেসে ভোট গণনা চলছে। টাইম টেলিভিশন এই গণনা সরাসরি প্রচার করছে। এদিকে ওজনপার্ক কেন্দ্রে ‘কুনু-আজম’ জয়লাভ করেছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। ওজনপার্ক কেন্দ্রে ভোটার ছিলো তিন হাজার ২৮৩ জন। উল্লেখ্য, সিটির পাঁচ বরোর মধ্যে তিন বরোর ৫ কেন্দ্রে অর্থাৎ উডসাইড, ব্রুকলীন, ওজনপার্ক, ব্রঙ্কস ও জ্যামাইকা কেন্দ্রে আজ রোববার (২৩ অক্টোবর) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ‘কামাল-রুহুল’ প্যানেল ছাড়াও ‘কুনু-আজম’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়া সভাপতি পদে ওসমান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
Tag :
Ozon Park Center_K-A Win