এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশনের স্বাধীনতা দিবস পালন

- প্রকাশের সময় : ০৮:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬
- / ৭৪৪ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইন্ক ২৭ মার্চ রোববার সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এদিন সন্ধ্যায় জ্যামাইকার পারসন্স বুলেভার্ডস্থ কাঠালবাগান রেষ্টুরেন্টে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা, কাঠালবাগান রেষ্টুরেন্টের স্বত্তাধিকারী মাসুদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী হোসেন।
অনুষ্ঠানে কমিউনিটির কল্যাণে ৫জন বিশিষ্ট ব্যক্তিকে ড্রিম ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ প্ল্যাক প্রদান করা হয়। সম্মানিতরা হলেন- মুক্তিযোদ্ধা সরাফ সরকার ও আব্দুল মুকিত চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি আজহারুল হক মিলন, সঙ্গীত শিল্পী হাফিজুর রহমান এবং বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়।
অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পী হাফিজুর রহমান ও মনিকা রায় স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন আর সাহিত্যপ্রেমীরা কবিতা আবৃত্তি করেন। দলীয় সঙ্গীতে অংশ নেন লিটন চৌধুরী, হেলেন পারভিন, রোক্সানা বেগম, রেনা চৌধুরী প্রমুখ। বাশিঁর সুরে দেশের গান পরিবেশন করেন হারুন-অর রশীদ। তবলায় ছিলেন ফিলিপ গোমেজ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আতিয়া বাবু। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সপরিবারে অনুষ্ঠানটি উপভোগ করেন।