নিউইয়র্ক ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এবি এগ্রো ইনক’র নতুন কমিটি গঠিত : বাসার চেয়ারম্যান শাহেদ খান ব্যবস্থাপনা পরিচালক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫
  • / ৮৯৩ বার পঠিত

নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশী মালিকানাধিন ও পরিচালিত এগ্রিকালচারাল ফার্ম, লাইভস্টক ও পোলট্রি প্রতিষ্ঠান ‘আমেরিকা-বাংলাদেশ এগ্রো (এবি এগ্রো) ইনক’র নতুন কমিটি গঠিত হয়েছে। সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউতে গত ২৯ জুলাই বুধার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সর্বশেষ ২০১২ সালে গঠিত প্রতিষ্ঠানটির কমিটির মেয়াদ উত্তীর্ণ ও নিষ্কৃয়তার কারণে সর্বসম্মতিক্রমে সভায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এবি এগ্রো’র প্রধান উপদেষ্টা ড. এম এ বারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানটির অধিকাংশ কর্মকর্তা/সদস্যই উপস্থিত ছিলেন। বর্তমানে এবি এগ্রো’র শেয়ার হোল্ডারের সংখ্যা হচ্ছে ২০ জন। খবর ইউএনএ’র।
AB Agro_Comittee'2015আগামী দুই বছর অর্থাৎ ২০১৬-২০১৭ সালে জন্য গঠিত এবি এগ্রো’র নতুন কমিটির কর্মকর্তারা হলেন: প্রধান উপদেষ্টা- ড. এম এ বারী, চেয়ারম্যান- আলহাজ এম এ বাসার, ব্যবস্থাপনা পরিচালক- মাহবুব শাহেদ খান, ভাইস চেয়ারম্যান- বদরুল আলম, ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক- মোহাম্মদ জাকির হোসাইন, পরিচালক (ফাইন্যান্স)- এএফএম শামসুজ্জোহা, পরিচালক (মার্কেটিং)- সাব্বির আহমেদ এবং পরিচালক (ট্রান্সপোর্টেশন)- দরবার হোসাইন, পরিচালক- আব্দুল্লাহ মামুন ও কাওসার আহমেদ।
এবি এগ্রো’র নিউইয়র্ক সিটি অফিসের ঠিকানা: ১৭২-০৮ ৯০ এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২। ফার্ম অফিস: ১৭১ হেস রোড, মিনডেন, নিউইয়র্ক ১৩৩৩৯।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

এবি এগ্রো ইনক’র নতুন কমিটি গঠিত : বাসার চেয়ারম্যান শাহেদ খান ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশের সময় : ১১:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫

নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশী মালিকানাধিন ও পরিচালিত এগ্রিকালচারাল ফার্ম, লাইভস্টক ও পোলট্রি প্রতিষ্ঠান ‘আমেরিকা-বাংলাদেশ এগ্রো (এবি এগ্রো) ইনক’র নতুন কমিটি গঠিত হয়েছে। সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউতে গত ২৯ জুলাই বুধার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সর্বশেষ ২০১২ সালে গঠিত প্রতিষ্ঠানটির কমিটির মেয়াদ উত্তীর্ণ ও নিষ্কৃয়তার কারণে সর্বসম্মতিক্রমে সভায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এবি এগ্রো’র প্রধান উপদেষ্টা ড. এম এ বারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানটির অধিকাংশ কর্মকর্তা/সদস্যই উপস্থিত ছিলেন। বর্তমানে এবি এগ্রো’র শেয়ার হোল্ডারের সংখ্যা হচ্ছে ২০ জন। খবর ইউএনএ’র।
AB Agro_Comittee'2015আগামী দুই বছর অর্থাৎ ২০১৬-২০১৭ সালে জন্য গঠিত এবি এগ্রো’র নতুন কমিটির কর্মকর্তারা হলেন: প্রধান উপদেষ্টা- ড. এম এ বারী, চেয়ারম্যান- আলহাজ এম এ বাসার, ব্যবস্থাপনা পরিচালক- মাহবুব শাহেদ খান, ভাইস চেয়ারম্যান- বদরুল আলম, ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক- মোহাম্মদ জাকির হোসাইন, পরিচালক (ফাইন্যান্স)- এএফএম শামসুজ্জোহা, পরিচালক (মার্কেটিং)- সাব্বির আহমেদ এবং পরিচালক (ট্রান্সপোর্টেশন)- দরবার হোসাইন, পরিচালক- আব্দুল্লাহ মামুন ও কাওসার আহমেদ।
এবি এগ্রো’র নিউইয়র্ক সিটি অফিসের ঠিকানা: ১৭২-০৮ ৯০ এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২। ফার্ম অফিস: ১৭১ হেস রোড, মিনডেন, নিউইয়র্ক ১৩৩৩৯।