এবি এগ্রো’র সভায় কমিটি পূণর্গঠন : প্রকল্প এলাকা পরিদর্শন

- প্রকাশের সময় : ১১:৪১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫
- / ৭৫৯ বার পঠিত
নিউইয়র্ক: আমেরিকা বাংলাদেশ এগ্রো ইন্ক’র সভায় প্রতিষ্ঠানটির কমিটি পূর্নগঠন করা হয়েছে। এছাড়া সভায় সংগঠনটির শেয়ার হোল্ডারদের তালিকা, বকেয়া আদায়, কুরবানীর জন্য পশু সংগ্রহ, ভবিষ্যত কর্মকান্ডের দিক নির্দেশনা, প্রকল্প বাস্তবায়ন এবং এনওয়াইএমপি করপোরেশনের সাথে দেনা-পাওনার সুষ্ঠু সমাধানের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে সুসম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।
কুইন্সের হিলসাইড এভিনিউস্থ বিবি কিউ রেষ্টুরেন্টে গত ১২ আগষ্ট বিকেল অনুষ্ঠিত এবি এগ্রো’র সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান আলহাজ এম এ বাশার এবং সভা পরিচালনা করেন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব শাহেদ খান।
সভায় এবি এগ্রো ইন্্ককে আরো কার্যকরী লাভজনক, সুদূর প্রসারী ও বাস্তবভিত্তিক পরিকল্পনা অনুযায়ী উদ্যোক্তাদের মিশন-ভিশনকে সাফল করে তোলা এবং নতুন প্রজন্মের জন্য আর্থিক স্বচ্ছলতা অর্জনের বিষয়দিসহ সম্প্রতি নিউইয়র্কের আপষ্টেটে প্রকল্প এলাকা পরিদর্শন পূর্বক অভিজ্ঞতা আলোচিত হয়। খবর ইউএনএ’র।
সভায় পূনর্ঠিত কমিটির কর্মকর্তারা হচ্ছেন: প্রধান উপদেষ্টা- ড. এম এ বারী, উপদেষ্টা- মোহাম্মদ শাহজাহান ও মোহাম্মদ আশ্রাফ আলী, চেয়ারম্যান- আলহাজ এম এ বাশার, ব্যবস্থাপনা পরিচালক- মাহবুব শাহেদ খান, ভাইস চেয়ারম্যান- বদরুল আলম, উপ ব্যবস্থাপনা পরিচালক- মোহাম্মদ জাকির হোসেন, অর্থ পরিচালক- এএফ এম শামসুজ্জোহা, মার্কেটিং পরিচালক- আলব্দুল্লাহ মামুন, প্রকিউরমেন্ট পরিচালক- কাউসার আহমেদ, ট্রান্সপোর্ট পরিচালক- দরবার হোসেন এবং পরিকল্পনা পরিচালক- ফারুক-উজ জামান।
এছাড়া এবি এগ্রোর সাধারণ পরিচালক/শেয়ার হোল্ডারগণ হলেন: আমির-উজ জামান চৌধুরী, ইমরান খান বুলু, এম এইচ রহমান খোকন, মোহাম্মদ শরিফ (টেক্সাস), মোহাম্মদ হারুন, মামুন মোল্লাহ, উইং কমান্ডার (অব:) মোহাম্মদ জামান ও কর্ণেল (অব:) মোহাম্মদ কামাল।