নিউইয়র্ক: আমেরিকান বাংলাদেশী বিজনেস অ্যালায়েন্স (এবিবিএ)-এর চলতি বছরের বিজনেস সম্মেলন ২৫ সেপ্টেম্বর শুক্রবার। সিটির ইস্ট এলমহার্স্টের ডিটমার্স বুলেভার্ডস্থ লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে এদিন সন্ধ্যা ৭টায় সম্মেলন শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল এ মুহিত। এছাড়াও আরো ৮জন মন্ত্রী ও ৫জন এমপি বিশেষ অতিথি থাকবেন।
এবিবিএ’র বিজনেস সম্মেলনের বিশেষ অতিথিরা হলেন: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী অবুল হাসান মোহাম্মদ আলী, গণপূর্তী মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক ড. মশিউর এ কে এম রহমান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দিপু মনি এমপি, সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের বন ও পরিবেশ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. হাসান মাহমুদ এমপি, রুস্তম আলী ফরাজী এমপি, এ এফ এম রুহুল হক এমপি এবং এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মতলুব আহমেদ।
সম্মেলনটি সফল করতে বিশিষ্ট ব্যবসায়ী এএফএম দিদারুল ইসলামকে আহ্বায়ক ও বিলাল চৌধুরীকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- ডা. মাসুদুল হাসান (প্রধান উপদেষ্টা), সৈয়দ রহমান মান্নান (সিনিয়র উপদেষ্টা), ইয়াকুব এ খান, মহসিন ননি, হারুন ভূঁইয়া, মাকসুদুর রহমান, মোহাম্মদ ফরিদ আলম ও নূরুল অবসার ( উপদেষ্টা), তারেক হাসান খান (প্রধান সন্বয়কারী), আতিকুল ইসলাম জাকির (সিনিয়র কো-অর্ডিনেটর), শুভ রায় ও মোহাম্মদ আই খান (সমন্বয়কারী), আব্দুল কাদের, ইমরান কে বুলু, কামাল এইচ মিঠু (কো কনভেনর) এবং এএফ মিসবাহউজ্জামান (যুগ্ম সদস্য সচিব)।
সম্মেলনে বাংলাদেশী ব্যবসায়ীরা যোগ দেবেন।