এক সাথে ইফতারের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মান-অভিমানের অবসান
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
- প্রকাশের সময় : ১২:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০১৬
- / ৫৩৪ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র বিএনপিতে ঐক্যের সুবাতাস বইছে। কেন্দ্রীয় নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সাথে স্থানীয় শীর্ষনেতাদের একসাথে ইফতার গ্রহনের মধ্য দিয়ে অবসান ঘটেছে মান-অভিমানের। সম্প্রতি মিলন বিএনপি নেতা ডা. মজিবুর রহমান মজুমদার, আব্দুল লতিফ সম্রাট, সাঈদ খান মোহন, মোস্তফা কামাল পাশা বাবুল প্রমুখ নেতার বাসায় যান এবং শুভেচ্ছা বিনিময় করেন। আবার বিএনপি নেতা অধাপক দেলোয়ার হোসেন, মনজুর আহমেদ চৌধুরী, আব্দুস সবুর প্রমুখ মিলনের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে জিল্লুর রহমান জিল্লু এই শুভেচ্ছা বিনিময়ের ধারা থেকে নিজেকে কৌশলে দূরে রাখলেও গেলো সপ্তাহে তার বাসায় কেন্দ্রীয় নেতা মিলনের সম্মানে এক ইফতার পার্টির আয়োজন করলে সেখানে যুক্তরাষ্ট্র বিএনপি ও যুবদলের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন। অপরদিকে বিএনপি নেতা আলহাজ সোলায়মান ভূঁইয়াও কেন্দ্রীয় নেতা মিলনের সম্মানের ইফতার মাহফিলের আয়োজন করলে সেখানে যুক্তরাষ্ট্র বিএনপি’র শীর্ষনেতারা উপস্থিত ছিলেন। ফলে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনের দাবীকে কেন্দ্র করে দীর্ঘ ৩/৪ বছর ধরে দ্বিধা-বিভক্ত নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হতে চলেছে।
সূত্র মতে, কৌশলগত কারণে আপাতত: যুক্তরাষ্ট্র বিএনপি নয়, বরং নিউইয়র্ক ষ্টেট বিএনপি গঠনের মধ্যদিয়ে প্রবাসে বিএনপির রাজনীতি আর দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ১৯ জুলাই নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সম্মেলন আয়োজন করা হচ্ছে। এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হবে।
সূত্র মতে, দীর্ঘ চার বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি নেই। আর এই কমিটি গঠনের দাবী আর নেতৃত্বের দাবী কেন্দ্র করে দ্বিধা নয়, ত্রিধারায় বিভক্ত হয়ে পরেন দলের নেতা-কর্মীরা। ফলে দূরত্ব বেড়ে যায় দলের শীর্ষ নেতা ডা. মজিবুর রহমান মজুমদার, আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, শরাফত হোসেন বাবু, মোস্তফা কামাল পাশা বাবুল, জসিম ভূঁইয়া, আকতার হোসেন বাদল প্রমুখ সহ দলীয় অন্যান্য নেতা-কর্মীদের মধ্যে। এক পর্যায়ে দলের শীর্ষ চার নেতা লন্ডন সফর করে দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে তাদের দাবী-দাওয়া নিয়ে বৈঠক করেন। কিন্তু কেন্দ্র আপাতত: যুক্তরাষ্ট্র বিএনপি’র নয়, নিউইয়র্ক ষ্টেট কমিটি গঠনের ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এহসানুল হক মিলনকে দায়িত্ব দেয়া হয়। সেই দায়িত্ব নিয়ে মিলন প্রথম দফায় কয়েকটি ষ্টেট কমিটি গঠনের পর দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্র সফরের সময় নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র কমিটি গঠনের উদ্যোগ নেন। সেই উদ্যোগের অংশ হিসেবে তিনি নিজ উদ্যোগেই স্থানীয় শীর্ষ নেতাদের বাসায় বাসায় গিয়ে মান-অভিমান দূর করা চেষ্টা করেন। আবার নেতাদের তার বাসায়ও আমন্ত্রণ করেন।
এদিকে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি আলহাজ সোলায়মান ভূইয়া ও সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর ব্যক্তিগত উদ্যোগে দলের শীর্ষ নেতাদের জন্য ইফতার পার্টির আয়োজন দলের নেতা-কর্মীদের মধ্যকার বিভেদ-বিভ্রান্তি, ভুল বুঝাবুঝি আর দ্বিধা-বিভক্তির অবসান ঘটিয়ে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে বিশেষ ভূমিকা রাখবে বলে দলীয় একাধিক নেতা মন্তব্য করেছেন। কেনানা, যাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীরা প্রবাসে রাজনীতি করছেন তাদের সকলই ঘুরে ফিরে এইসব ইফতার পার্টিতে উপস্থিত থেকে এক সাথে ইফতার করেছেন। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)