নিউইয়র্ক ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

উৎসবমুখর পরিবেশে কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫
  • / ১১৫৩ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভক্ত দুই সংগঠনকে ঐক্যবদ্ধ করার প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তী। নতুন প্রজন্মসহ শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সাবেক শিক্ষক-শিক্ষার্থী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আর নর-নারীসহ সর্বস্তরের প্রবাসী ফেঞ্চুগঞ্জবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়।
সিটির কুইন্স বুলেভার্ডস্থ সানিসাইড কমিউনিটি সেন্টারে গত ২৩ আগষ্ট রোববার আয়োজিত শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদ ইউএসএ’র আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান মানিক। মঞ্চবিহীন ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের অবসরপ্রাপ্ত চীফ মেডিক্যাল অফিসার ডা. জি এম মহসিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ-এর সাবেক অবসরপ্রাপ্ত পুলিশ সুপার তবারক আলী, ব্যারিষ্টার কাইছুর রহমান কয়েছ, পেনসিলভেনিয়া মেডিক্যাল ইউনিভার্সিটির চিকিৎসক ও কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ডা. কাজী মনিরুল ইসলাম, লং আইল্যান্ডস্থ মাইক্রোচীফ টেকনোলজি ইনক’র সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার প্রকৌশলী ইউসুফ সিদ্দিকী বড় ভূইয়া, কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দিলোয়ার হোসেন ও প্রাক্তন শিক্ষক মাওলানা আব্দুর রহমান, ডা. মহসিন আলী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কের সভাপতি আজমল হোসেন কুনু এবং জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান। খবর ইউএনএ’র।
CIMG2502অনুষ্ঠানমালার মধ্যে ছিলো স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাগাজিন প্রকাশ, নৈশ ভোজ প্রভৃতি। অনুষ্ঠান পরিচালনা করেন প্রচার উপ পরিষদের আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন ও যুগ্ম সদস্য সচিব মাহবুব আলম। অনুষ্ঠানে কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদ-্এর পক্ষ থেকে প্রধান অতিথি ডা. জি এম মহসিনকে ক্রেস্ট প্রদান করা হয়।
CIMG2503অনুষ্ঠানের শুরুতে কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শত বছরের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে গত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম ফালু। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও বিদ্যালয়টির সাবেক ছাত্রদের মধ্যে স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির এ খান, ইঞ্জিনিয়ার লুৎফর রহমান খসরু, নূরুজ্জামান, সৈয়দ হারুন অর রশীদ, হারুন আহমেদ চৌধুরী, আব্দুর রব, শফিকুর রহমান, ডা. মোস্তফা আনোয়ার, বদরুজ্জামান বেলাল, এম এ করীম জাহাঙ্গীর, মামুনুর রশিদ চৌধুরী, নাদিম খান, বুরহান উদ্দিন, সাবেক ছাত্রনেতা শাহজাহান, নিউজার্সী থেকে আগত লুৎফুল হোসেন আজাদ, ভার্জেনিয়া ষ্টেট প্রতিনিধি খায়রুল ইসলাম খান, পেনসেলভিনিয়া ষ্টেট প্রতিনিধি জাহেদ আহমেদ চৌধুরী, আটলান্টা প্রতিনিধি সৈয়দ কামাল, মিশিগান ষ্টেট প্রতিনিধি ইব্রাহীম জাভেদ, ফিলাডেলফিয়া ষ্টেট প্রতিনিধি মামুনুর রশিদ চৌধুরী, শতবর্ষ উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ চৌধুরী, প্রধান সমন্বয়কারী জুনেদ আহমেদ চৌধুরী, সমন্বয়কারী আতাউর রহমান সেলিম, প্রচার উপ পরিষদের সদস্য গিয়াস উদ্দিন, বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য শামীম আহমেদ, মামুন টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন প্রমুখ।
CIMG2504অনুষ্ঠানে বক্তারা কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সার্বিক সাফল্য এবং প্রতিষ্ঠাতা মরহুম কাজী ইউছুফ আলী চৌধুরীসহ সকল প্রতিষ্ঠাতাদের বিদেহী আতœার শান্তি কামনা করে বলেন, আজ থেকে শত বছর আগেই নিভৃত গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠার ফলে ফেঞ্চুগঞ্জ আলোকিত হয়ে উঠে যে আলো আজো বিচ্ছুরিত হচ্ছে। এই আলোর বিচ্ছুরণ আগামী শত নয় সহস্র বছর ধরে বিকশিত হবে। যুগ যুগান্তর সাফল্য তুলে ধরবে। বক্তারা বলেন, ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের ফুলেল বাতাস নিয়ে আমরা প্রবাসী জীবনেও নিজেদের আলোকিত করছি। বক্তারা বিদ্যালয়টির মিলনায়তন, ছাত্রাবাস, শিক্ষক বাসস্থান নির্মাণে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।
CIMG2505এছাড়া বক্তারা সকল ভেদাভেদ ভুলে ফেঞ্চুগঞ্জের দুই সংগঠনকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তৃতা পর্বের পর বিশেষ দোয়া পরিচালনা করেন কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা আব্দুর রহমান
CIMG2507সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শত বছর উদযাপন উপলক্ষ্যে ‘প্রতিভাস’ শীর্ষক ম্যাগাজিন প্রকাশ করা হয়। এটি সম্পাদনা করেন ম্যাগাজিন উপ পরিষদের আহ্বায়ক সৈয়দ মামুনুর রশীদ।
কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শত বছর উদযাপন কমিটির উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিম হাসুন, যুগ্ম সদস্য সচিব শামীম আহমেদ, সমন্বয়কারী রেজাউল ইসলাম সেলিম, অর্থ উপ কমিটির আহ্বায়ক আব্দুস শহীদ দুদু, সাংস্কৃতিক উপ পরিষদের আহ্বায়ক বদরুজ্জামান রুহেল, আপ্যায়ন উপ পরিষদের আহ্বায়ক শাহজাহান শাহ প্রমুখ।
CIMG2501উল্লেখ্য, ১৯১৫ সালে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়। স্কুলটি এমই হতে উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয় ১৯২৫ সালে। মেট্টিকুলেশন পরীক্ষায় প্রথম অংশ নেয় ১৯৩৯ সালে। স্কুলটিতে প্রথম এসএসসি পরীক্ষা কেন্দ্র চালু হয় ১৯৭৪ সালে। এরপর মডেল স্কুলে উন্নীত হয় ২০০৭ সালে। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ৮১০ জন, ১৮জন শিক্ষকসহ শিক্ষক-কর্মচারীর সংখ্যা ২১ জন। বিদ্যালয়টির ৭টি ভবন রয়েছে।
CIMG2506

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

উৎসবমুখর পরিবেশে কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

প্রকাশের সময় : ০৭:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভক্ত দুই সংগঠনকে ঐক্যবদ্ধ করার প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তী। নতুন প্রজন্মসহ শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সাবেক শিক্ষক-শিক্ষার্থী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আর নর-নারীসহ সর্বস্তরের প্রবাসী ফেঞ্চুগঞ্জবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়।
সিটির কুইন্স বুলেভার্ডস্থ সানিসাইড কমিউনিটি সেন্টারে গত ২৩ আগষ্ট রোববার আয়োজিত শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদ ইউএসএ’র আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান মানিক। মঞ্চবিহীন ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের অবসরপ্রাপ্ত চীফ মেডিক্যাল অফিসার ডা. জি এম মহসিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ-এর সাবেক অবসরপ্রাপ্ত পুলিশ সুপার তবারক আলী, ব্যারিষ্টার কাইছুর রহমান কয়েছ, পেনসিলভেনিয়া মেডিক্যাল ইউনিভার্সিটির চিকিৎসক ও কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ডা. কাজী মনিরুল ইসলাম, লং আইল্যান্ডস্থ মাইক্রোচীফ টেকনোলজি ইনক’র সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার প্রকৌশলী ইউসুফ সিদ্দিকী বড় ভূইয়া, কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দিলোয়ার হোসেন ও প্রাক্তন শিক্ষক মাওলানা আব্দুর রহমান, ডা. মহসিন আলী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কের সভাপতি আজমল হোসেন কুনু এবং জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান। খবর ইউএনএ’র।
CIMG2502অনুষ্ঠানমালার মধ্যে ছিলো স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাগাজিন প্রকাশ, নৈশ ভোজ প্রভৃতি। অনুষ্ঠান পরিচালনা করেন প্রচার উপ পরিষদের আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন ও যুগ্ম সদস্য সচিব মাহবুব আলম। অনুষ্ঠানে কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদ-্এর পক্ষ থেকে প্রধান অতিথি ডা. জি এম মহসিনকে ক্রেস্ট প্রদান করা হয়।
CIMG2503অনুষ্ঠানের শুরুতে কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শত বছরের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে গত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম ফালু। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও বিদ্যালয়টির সাবেক ছাত্রদের মধ্যে স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির এ খান, ইঞ্জিনিয়ার লুৎফর রহমান খসরু, নূরুজ্জামান, সৈয়দ হারুন অর রশীদ, হারুন আহমেদ চৌধুরী, আব্দুর রব, শফিকুর রহমান, ডা. মোস্তফা আনোয়ার, বদরুজ্জামান বেলাল, এম এ করীম জাহাঙ্গীর, মামুনুর রশিদ চৌধুরী, নাদিম খান, বুরহান উদ্দিন, সাবেক ছাত্রনেতা শাহজাহান, নিউজার্সী থেকে আগত লুৎফুল হোসেন আজাদ, ভার্জেনিয়া ষ্টেট প্রতিনিধি খায়রুল ইসলাম খান, পেনসেলভিনিয়া ষ্টেট প্রতিনিধি জাহেদ আহমেদ চৌধুরী, আটলান্টা প্রতিনিধি সৈয়দ কামাল, মিশিগান ষ্টেট প্রতিনিধি ইব্রাহীম জাভেদ, ফিলাডেলফিয়া ষ্টেট প্রতিনিধি মামুনুর রশিদ চৌধুরী, শতবর্ষ উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ চৌধুরী, প্রধান সমন্বয়কারী জুনেদ আহমেদ চৌধুরী, সমন্বয়কারী আতাউর রহমান সেলিম, প্রচার উপ পরিষদের সদস্য গিয়াস উদ্দিন, বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য শামীম আহমেদ, মামুন টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন প্রমুখ।
CIMG2504অনুষ্ঠানে বক্তারা কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সার্বিক সাফল্য এবং প্রতিষ্ঠাতা মরহুম কাজী ইউছুফ আলী চৌধুরীসহ সকল প্রতিষ্ঠাতাদের বিদেহী আতœার শান্তি কামনা করে বলেন, আজ থেকে শত বছর আগেই নিভৃত গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠার ফলে ফেঞ্চুগঞ্জ আলোকিত হয়ে উঠে যে আলো আজো বিচ্ছুরিত হচ্ছে। এই আলোর বিচ্ছুরণ আগামী শত নয় সহস্র বছর ধরে বিকশিত হবে। যুগ যুগান্তর সাফল্য তুলে ধরবে। বক্তারা বলেন, ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের ফুলেল বাতাস নিয়ে আমরা প্রবাসী জীবনেও নিজেদের আলোকিত করছি। বক্তারা বিদ্যালয়টির মিলনায়তন, ছাত্রাবাস, শিক্ষক বাসস্থান নির্মাণে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।
CIMG2505এছাড়া বক্তারা সকল ভেদাভেদ ভুলে ফেঞ্চুগঞ্জের দুই সংগঠনকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তৃতা পর্বের পর বিশেষ দোয়া পরিচালনা করেন কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা আব্দুর রহমান
CIMG2507সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শত বছর উদযাপন উপলক্ষ্যে ‘প্রতিভাস’ শীর্ষক ম্যাগাজিন প্রকাশ করা হয়। এটি সম্পাদনা করেন ম্যাগাজিন উপ পরিষদের আহ্বায়ক সৈয়দ মামুনুর রশীদ।
কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শত বছর উদযাপন কমিটির উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিম হাসুন, যুগ্ম সদস্য সচিব শামীম আহমেদ, সমন্বয়কারী রেজাউল ইসলাম সেলিম, অর্থ উপ কমিটির আহ্বায়ক আব্দুস শহীদ দুদু, সাংস্কৃতিক উপ পরিষদের আহ্বায়ক বদরুজ্জামান রুহেল, আপ্যায়ন উপ পরিষদের আহ্বায়ক শাহজাহান শাহ প্রমুখ।
CIMG2501উল্লেখ্য, ১৯১৫ সালে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়। স্কুলটি এমই হতে উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয় ১৯২৫ সালে। মেট্টিকুলেশন পরীক্ষায় প্রথম অংশ নেয় ১৯৩৯ সালে। স্কুলটিতে প্রথম এসএসসি পরীক্ষা কেন্দ্র চালু হয় ১৯৭৪ সালে। এরপর মডেল স্কুলে উন্নীত হয় ২০০৭ সালে। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ৮১০ জন, ১৮জন শিক্ষকসহ শিক্ষক-কর্মচারীর সংখ্যা ২১ জন। বিদ্যালয়টির ৭টি ভবন রয়েছে।
CIMG2506