ঈদের আগেই হাসপাতাল ত্যাগ : বিএনপি নেতা খোকা বাসায়, সালামও ফিরছেন
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
- প্রকাশের সময় : ০৯:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০১৬
- / ৮১৯ বার পঠিত
নিউইয়র্ক: ঈদের আগেই হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। অপরদিকে ২/১দিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে বাসায় ফিরছেন কেন্দ্রীয় বিএনপি’র আরেক নেতা আব্দুস সালাম। ক্যান্সারে আক্রান্ত খোকার চিকিৎসা চলছিলো ম্যানহাটানস্থ স্নোন ক্যাটারিং হাসপাতালে আর পা ভেঙ্গে আব্দুস সালামের চিকিৎসা চলছে ব্রুকলীন মেথোডিস্ট হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সার্জারীর মাধ্যমে ইতিমধ্যেই খোকার টিউমার অপসারণ করা হয়েছে, অপরদিকে সালামের ভাঙ্গা পায়ে দু দফা অস্ত্রপাচার করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। গত ১৩ জুন খোকার অপারেশন হয়। তাদের শারীরিক খোঁজখবর নিতে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা হাসপাতালে যান।
বিএনপি নেতা সাদেক হোসেন খোকা গেলো সপ্তাহে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন। অপরদিকে আব্দুস সালামের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ঈদের আগেই তার বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে। তার চিকিৎসকরা অনুমতি দিলে তিনি এই সপ্তাহেই বাসায় ফিরবেন। তবে সহসাই তিনি হাটতে পারবেন না, তাকে ক্যাচে ভর করে হাটতে হবে। বিএনপি নেতা আব্দুস সালাম রোববার রাতে এই প্রতিবেদককে বলেন, আজ (সোমবার) তিনি হাসপাতাল ছেড়ে বাসায় ফিরতে পারেন। তাদের সুস্থ্যতায় উভয়ে সকল প্রবাসী বাংলাদেশী সহ দেশবাসীর দোয়া কামনা করেছেন।
বার্তা সংস্থা ইউএনএ জানায়, কেন্দ্রীয় বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক, ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র এবং ঢাকা মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম আহত হয়েছেন। পড়ে গিয়ে তার পায়ের হাড় ভেঙ্গে গেছে। বর্তমানে তিনি নিউইয়র্ক সিটির ব্রুকলীন মেথোডিস্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ২৬ জুন রোববার রাতে তাঁর পায়ে সার্জারী হয়েছে। তার পায়ের হার তিন জায়গায় ভেঙ্গে গেছে এবং পায়ে তিনটি স্ক্রু লাগানো হয়েছে। গত সপ্তাহে তার আরেকটি সার্জারী হয়। আশু সুস্থতায় তিনি সকলের দোয়া কামনা করেছেন।
জানা গেছে, ঘটনারদিন দুপুরে একটি বাসায় বেড়িয়ে ফেরার পথে আকস্মিকভাবে সিড়িতে পড়ে যান এবং তার বা বায়ের হাড় ভেঙ্গে যায়। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি এবং পায়ে সার্জারী করা হয়। এদিকে যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, নিউইয়র্ক সিটি যুবদলের সভাপতি বিলাল চৌধুরীসহ বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ বিএনপি নেতা সালামকে দেখতে হাসপাতালে যান।(সাপ্তাহিক বাংলা পত্রিকা)