নিউইয়র্ক ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইসি’র অফিসিয়ালী ঘোষণা :‘রব-জাহিদ’ পূর্ণ প্যানেলে জয়ী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪
  • / ৯৫৬ বার পঠিত

যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর নোয়াখালীবাসীদের সামাজিক সংগঠন ‘দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইন্্ক’র ত্রি-বার্ষিক (২০১৫-২০১৭) নির্বাচনে ‘রব-জাহিদ’ প্যানেল সবকটি পদেই জয়ী হয়েছে। নির্বাচনে দু’টি প্যানেল ‘রব-জাহিদ ও সুফিয়ান-কামাল’ প্যানেল প্রতিদ্বন্দিতা করে। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ রব মিয়া ২৬৭ ভোটের ব্যবধানে তার  প্রতিদ্বন্দ্বী আবু সুফিয়ান আর সাধারণ সম্পাদক পদে জাহিদ মিন্টু ২৬৬ ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী আবুল কালামকে পরাজিত করেছেন। উল্লেখ্য, নির্বাচনে ‘রব-জাহিদ’ প্যানেল সংগঠনের কার্যকরী পরিষদের ১৭টি পদেই প্রার্থীতা দিলেও ‘সুফিয়ান-কামাল’ পরিষদ প্রার্থী দেয় ১৩টি পদে। এদিকে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন ‘রব-জাহিদ’ পরিষদের ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইব্রাহীম।
সিটির ব্রুকলীনস্থ পিএস ১৭৯ মিলনায়তনে গত ১৯ অক্টোবর রোববার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নোয়াখালী সোসাইটির নির্বাচন ঘিরে নির্বাচননের দিন ব্রুকলীনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নির্বাচনে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলো ৯শ ৫৬জন। ভোট প্রদান করেছেন ৮৪২জন। চারটি ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ শেষে রাত ৯টার পরই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের। নিউইয়র্কের টাইম টেলিভিশন নির্বাচনের ফলাফল সরাসরি সম্প্রচার করে।
নির্বাচন কমিশন (ইসি) গত ২১ অক্টোবর মঙ্গলবার রাতে নোয়াখালী সোসাইটির নির্বাচনী ফলাফল অফিসিয়ালী ঘোষণা করেন। এদিকে নির্বাচন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। এজন্য আমরা সন্তোষ প্রকাশ করছি। সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানচ্ছি সকল প্রার্থী ভোটারসহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকেই।
ফলাফল ঘোষণার পর নোয়াখালী সোসাইটির নব নির্বাচিত সভাপতি প্রার্থী মোহাম্মদ রব মিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, নোয়াখালীবাসী আমাদের কাঁধে যে গুরু দায়িত্ব দিয়েছেন, তা আমরা সততা এবং নিষ্ঠার সাথে। দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইবো। আগামী দিনে সংগঠনটিকে আরো গতিশীল করতে আমাদের প্রতিদ্বন্দ্বি ‘সুফিয়ান-কামাল’ প্যানেলের পরামর্শ নিয়ে কাজ করবো। নির্বাচনে ‘রব-জাহিদ’ প্যানেলকে নির্বাচিত করায় তিনি নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্র প্রবাসী সকল নোয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু বলেন, নির্বাচন সুন্দর হয়েছে। আমরা হ্যাপী। প্রবাসী নোয়াখালীবাসী সঠিক রায় দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হবে সবাই মিলে সংগঠনকে শক্তিশালী করা, কমিউনিটির কল্যাণে কাজ করা। তিনিও সকল নোয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচন কমিশন প্রদত্ত ভোটের ফলাফল: নির্বাচনে বিজয়ী ‘রব-জাহিদ’ প্যানেলের সভাপতি পদে মোহাম্মদ রব মিয়ার ৫৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ‘সুফিয়ান-কামাল’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান পেয়েছেন ২৬৯ ভোট।
সহ-সভাপতি (২টি পদ) পদে আবুল বাশার পেয়েছেন ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালেহ আহমেদ মানিক পেয়েছেন ২৩২ ভোট। অপর সহ-সভাপতি পদে নাজমুল হাসান মানিক পেয়েছেন ৪৮৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে ‘রব-জাহিদ’ প্যানেলের সাধারণ সম্পাদক পদে জাহিদ মিন্টু ৫৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ‘সুফিয়ান-কামাল’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল কালাম পেয়েছেন ২৬৫ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউছুপ জসিম। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম পেয়েছেন ২৪৬ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুল মালেক খান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নূর আলম পেয়েছেন ২২৬ ভোট।
অর্থ সম্পাদক পদে ৪৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহি উদ্দিন। একমাত্র প্রতিদ্বন্দ্বী ফরিদ উদ্দিন রতন পেয়েছেন ২শ ২৭ ভোট।
সহ-অর্থ সম্পাদক পদে ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম পেয়েছেন ২শ ৪৫ ভোট।
প্রচার সম্পাদক পদে আইনুল ইসলাম সোহেল পেয়েছেন ৪৫৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আবু ছায়েদ মানিক পেয়েছেন ২শ ৫৪ ভোট।
ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক পদে ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছালেহ আহমেদ চৌধুরী (রুবেল)। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমজাদ হোসেন পেয়েছেন ১৬১ ভোট।
দপ্তর সম্পাদক পদে গোলাম কিবরিয়া মিরন পেয়েছেন ৩৩৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মাসুদ আলম  পেয়েছেন ২২৮ ভোট।
সোসাইটির কার্যকরী সদস্যের ৫টি পদেও ‘রব-জাহিদ’ প্যানেল নির্বাচিত হয়েছেন। এই পদে সর্বাধিক ৫৯৯ ভোট পেয়েছেন মোহাম্মদ লিয়াকত আলী। এছাড়া নির্বাচিত অপর চারজন হচ্ছেন মোহাম্মদ নজির ভান্ডারী (প্রাপ্ত ভোট ৫৩৩), আবুল কালাম আযাদ (প্রাপ্ত ভোট ৫১১), মোশারফ হোসেন জাহাঙ্গীর (প্রাপ্ত ভোট ৪২২) এবং জাহাঙ্গীর আলম (প্রাপ্ত ভোট ৪১০)।
উল্লেখ্য, ‘দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক’র নির্বাচন ২০১৪-এর নির্বাচনে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আবু নাসের। কমিশনের  অন্যান্য সদস্যরা হচ্ছেন-  আবুল কাশেম, আবুল কালাম, মোহাম্মদ সোহেল (হেলাল) ও আশীষ ভৌমিক।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ইসি’র অফিসিয়ালী ঘোষণা :‘রব-জাহিদ’ পূর্ণ প্যানেলে জয়ী

প্রকাশের সময় : ০৮:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪

যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর নোয়াখালীবাসীদের সামাজিক সংগঠন ‘দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইন্্ক’র ত্রি-বার্ষিক (২০১৫-২০১৭) নির্বাচনে ‘রব-জাহিদ’ প্যানেল সবকটি পদেই জয়ী হয়েছে। নির্বাচনে দু’টি প্যানেল ‘রব-জাহিদ ও সুফিয়ান-কামাল’ প্যানেল প্রতিদ্বন্দিতা করে। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ রব মিয়া ২৬৭ ভোটের ব্যবধানে তার  প্রতিদ্বন্দ্বী আবু সুফিয়ান আর সাধারণ সম্পাদক পদে জাহিদ মিন্টু ২৬৬ ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী আবুল কালামকে পরাজিত করেছেন। উল্লেখ্য, নির্বাচনে ‘রব-জাহিদ’ প্যানেল সংগঠনের কার্যকরী পরিষদের ১৭টি পদেই প্রার্থীতা দিলেও ‘সুফিয়ান-কামাল’ পরিষদ প্রার্থী দেয় ১৩টি পদে। এদিকে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন ‘রব-জাহিদ’ পরিষদের ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইব্রাহীম।
সিটির ব্রুকলীনস্থ পিএস ১৭৯ মিলনায়তনে গত ১৯ অক্টোবর রোববার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নোয়াখালী সোসাইটির নির্বাচন ঘিরে নির্বাচননের দিন ব্রুকলীনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নির্বাচনে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলো ৯শ ৫৬জন। ভোট প্রদান করেছেন ৮৪২জন। চারটি ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ শেষে রাত ৯টার পরই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের। নিউইয়র্কের টাইম টেলিভিশন নির্বাচনের ফলাফল সরাসরি সম্প্রচার করে।
নির্বাচন কমিশন (ইসি) গত ২১ অক্টোবর মঙ্গলবার রাতে নোয়াখালী সোসাইটির নির্বাচনী ফলাফল অফিসিয়ালী ঘোষণা করেন। এদিকে নির্বাচন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। এজন্য আমরা সন্তোষ প্রকাশ করছি। সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানচ্ছি সকল প্রার্থী ভোটারসহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকেই।
ফলাফল ঘোষণার পর নোয়াখালী সোসাইটির নব নির্বাচিত সভাপতি প্রার্থী মোহাম্মদ রব মিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, নোয়াখালীবাসী আমাদের কাঁধে যে গুরু দায়িত্ব দিয়েছেন, তা আমরা সততা এবং নিষ্ঠার সাথে। দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইবো। আগামী দিনে সংগঠনটিকে আরো গতিশীল করতে আমাদের প্রতিদ্বন্দ্বি ‘সুফিয়ান-কামাল’ প্যানেলের পরামর্শ নিয়ে কাজ করবো। নির্বাচনে ‘রব-জাহিদ’ প্যানেলকে নির্বাচিত করায় তিনি নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্র প্রবাসী সকল নোয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু বলেন, নির্বাচন সুন্দর হয়েছে। আমরা হ্যাপী। প্রবাসী নোয়াখালীবাসী সঠিক রায় দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হবে সবাই মিলে সংগঠনকে শক্তিশালী করা, কমিউনিটির কল্যাণে কাজ করা। তিনিও সকল নোয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচন কমিশন প্রদত্ত ভোটের ফলাফল: নির্বাচনে বিজয়ী ‘রব-জাহিদ’ প্যানেলের সভাপতি পদে মোহাম্মদ রব মিয়ার ৫৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ‘সুফিয়ান-কামাল’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান পেয়েছেন ২৬৯ ভোট।
সহ-সভাপতি (২টি পদ) পদে আবুল বাশার পেয়েছেন ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালেহ আহমেদ মানিক পেয়েছেন ২৩২ ভোট। অপর সহ-সভাপতি পদে নাজমুল হাসান মানিক পেয়েছেন ৪৮৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে ‘রব-জাহিদ’ প্যানেলের সাধারণ সম্পাদক পদে জাহিদ মিন্টু ৫৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ‘সুফিয়ান-কামাল’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল কালাম পেয়েছেন ২৬৫ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউছুপ জসিম। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম পেয়েছেন ২৪৬ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুল মালেক খান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নূর আলম পেয়েছেন ২২৬ ভোট।
অর্থ সম্পাদক পদে ৪৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহি উদ্দিন। একমাত্র প্রতিদ্বন্দ্বী ফরিদ উদ্দিন রতন পেয়েছেন ২শ ২৭ ভোট।
সহ-অর্থ সম্পাদক পদে ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম পেয়েছেন ২শ ৪৫ ভোট।
প্রচার সম্পাদক পদে আইনুল ইসলাম সোহেল পেয়েছেন ৪৫৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আবু ছায়েদ মানিক পেয়েছেন ২শ ৫৪ ভোট।
ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক পদে ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছালেহ আহমেদ চৌধুরী (রুবেল)। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমজাদ হোসেন পেয়েছেন ১৬১ ভোট।
দপ্তর সম্পাদক পদে গোলাম কিবরিয়া মিরন পেয়েছেন ৩৩৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মাসুদ আলম  পেয়েছেন ২২৮ ভোট।
সোসাইটির কার্যকরী সদস্যের ৫টি পদেও ‘রব-জাহিদ’ প্যানেল নির্বাচিত হয়েছেন। এই পদে সর্বাধিক ৫৯৯ ভোট পেয়েছেন মোহাম্মদ লিয়াকত আলী। এছাড়া নির্বাচিত অপর চারজন হচ্ছেন মোহাম্মদ নজির ভান্ডারী (প্রাপ্ত ভোট ৫৩৩), আবুল কালাম আযাদ (প্রাপ্ত ভোট ৫১১), মোশারফ হোসেন জাহাঙ্গীর (প্রাপ্ত ভোট ৪২২) এবং জাহাঙ্গীর আলম (প্রাপ্ত ভোট ৪১০)।
উল্লেখ্য, ‘দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক’র নির্বাচন ২০১৪-এর নির্বাচনে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আবু নাসের। কমিশনের  অন্যান্য সদস্যরা হচ্ছেন-  আবুল কাশেম, আবুল কালাম, মোহাম্মদ সোহেল (হেলাল) ও আশীষ ভৌমিক।