নিউইয়র্ক ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আলবেনীতে বাগ’র লবি ডে মঙ্গলবার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
  • / ৭৭৭ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ (বাগ)-এর উদ্যোগ ও আয়োজনে পঞ্চমবারের মতো নিউইয়র্কের রাজধানী আলবেনীতে লবি ডে আয়োজিত হবে ১ মার্চ মঙ্গলবার। এ উপলক্ষ্যে বাগ এর পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বাগ’র অন্যতম বোর্ড ডিরেক্টর ও মূলধারার রাজনীতিক সেবুল উদ্দিন ইউএনএ প্রতিনিধিকে বলেন, ষ্টেট ও সিটি ইউনিভার্সিটিতে ঈদ হলিডে, পাবলিক স্কুলগুলোতে হালাল ফুড সরবরাহ, নিউইয়র্ক ষ্টেট ড্রীম অ্যাক্ট, অবৈধদের বৈধতাদানসহ বাংলাদেশী ও মুসলিম কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় এবারের লবি ডে’র মুল দাবী থাকবে। এজন্য বাগ’র নেতৃত্বে শতাধিক বাংলাদেশীর প্রতিনিধি দল আলবেনীতে গিয়ে এসব দাবী-দাওয়া নিয়ে হাউজ স্পীকার ছাড়াও ষ্টেট সিনেটর ও অ্যাসেম্বলীম্যানদের সাথে পৃথক পৃথকভাবে বৈঠক করবেন। বেলা ১১টা থেকে অপরাহ্ন পর্যন্ত অন্তত পক্ষে ৮০ জন সিনেটর-অ্যাসেম্বীম্যানের সাথে বৈঠকের অ্যাপনয়েনমেন্ট করা হয়েছে। বাগ-এর প্রতিনিধি দল পৃথক পৃথক গ্রুপে বিভক্ত হয়ে ষ্টেট সিনেটর ও অ্যাসেম্বলীম্যানদের সাথে বৈঠকে মিলিত হয়ে উল্লেখিত দাবী-দাওয়া নিয়ে কথা বলবেন।
সেবুল উদ্দিন বলেন, ১ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় জ্যামাইকার হিলসাইড এভিনিউ (আপনার ফর্মাসেীর সামনে), জ্যাকসন হাইটস্থ (এস্টোরিয়া ব্যাংকের সামনে) এবং ব্রুকলীন (৭২২ চার্চ এভিনিউ) থেকে বাগ-এর প্রতিনিধিদের নিয়ে তিনটি গাড়ী ছাড়বে আলবেনীর উদ্দেশ্যে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

আলবেনীতে বাগ’র লবি ডে মঙ্গলবার

প্রকাশের সময় : ১০:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬

নিউইয়র্ক: বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ (বাগ)-এর উদ্যোগ ও আয়োজনে পঞ্চমবারের মতো নিউইয়র্কের রাজধানী আলবেনীতে লবি ডে আয়োজিত হবে ১ মার্চ মঙ্গলবার। এ উপলক্ষ্যে বাগ এর পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বাগ’র অন্যতম বোর্ড ডিরেক্টর ও মূলধারার রাজনীতিক সেবুল উদ্দিন ইউএনএ প্রতিনিধিকে বলেন, ষ্টেট ও সিটি ইউনিভার্সিটিতে ঈদ হলিডে, পাবলিক স্কুলগুলোতে হালাল ফুড সরবরাহ, নিউইয়র্ক ষ্টেট ড্রীম অ্যাক্ট, অবৈধদের বৈধতাদানসহ বাংলাদেশী ও মুসলিম কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় এবারের লবি ডে’র মুল দাবী থাকবে। এজন্য বাগ’র নেতৃত্বে শতাধিক বাংলাদেশীর প্রতিনিধি দল আলবেনীতে গিয়ে এসব দাবী-দাওয়া নিয়ে হাউজ স্পীকার ছাড়াও ষ্টেট সিনেটর ও অ্যাসেম্বলীম্যানদের সাথে পৃথক পৃথকভাবে বৈঠক করবেন। বেলা ১১টা থেকে অপরাহ্ন পর্যন্ত অন্তত পক্ষে ৮০ জন সিনেটর-অ্যাসেম্বীম্যানের সাথে বৈঠকের অ্যাপনয়েনমেন্ট করা হয়েছে। বাগ-এর প্রতিনিধি দল পৃথক পৃথক গ্রুপে বিভক্ত হয়ে ষ্টেট সিনেটর ও অ্যাসেম্বলীম্যানদের সাথে বৈঠকে মিলিত হয়ে উল্লেখিত দাবী-দাওয়া নিয়ে কথা বলবেন।
সেবুল উদ্দিন বলেন, ১ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় জ্যামাইকার হিলসাইড এভিনিউ (আপনার ফর্মাসেীর সামনে), জ্যাকসন হাইটস্থ (এস্টোরিয়া ব্যাংকের সামনে) এবং ব্রুকলীন (৭২২ চার্চ এভিনিউ) থেকে বাগ-এর প্রতিনিধিদের নিয়ে তিনটি গাড়ী ছাড়বে আলবেনীর উদ্দেশ্যে।