আজমল হোসেন কুনু যুক্তরাষ্ট্র বিএনপি’র সভাপতি!
- প্রকাশের সময় : ০৯:৩২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০১৪
- / ৯৮৮ বার পঠিত
বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্কের নব নির্বাচিত সভাপতি আজমল হোসেন কুনু যুক্তরাষ্ট্র বিএনপি’র সভাপতি হচ্ছেন বলে কমিউনিটিতে গুঞ্জন উঠেছে। তিনি বর্তমানে বিএনপি’র সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে আজমল হোসেন কুনু নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীসহ কমিউনিটির অনেকেই তাকে নিয়ে নতুন করে ভাবছেন। তার বিজয়ের খবর ইতিমধ্যেই বিএনপি’র কেন্দ্রীয় দফতরে জানানো হয়েছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাজ্য বিএনপি’র প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান নিউইয়র্ক সফরকালে সোসাইটির নির্বাচনে আজমল হোসেন কুনুকে দেখার জন্য তার ঘনিষ্টজনদের দৃষ্টি আকর্ষণ করার খবর রয়েছে। দীর্ঘ তিন বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি নেই। সূত্র মতে মূলত: দলীয় নেতৃত্বের কোন্দল আর যোগ মুখ না পাওয়ায় যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি হচ্ছে না। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সামাজিক সংগঠনগুলোর ‘মাদার সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আজমল হোসেন কুনুকে নিয়ে অনেকেই নতুন করে ভাবছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি’র সভাপতি পদে তাকে দায়িত্ব দেয়া যায় কিনা তা নিয়ে দলের মধ্যে গুঞ্জন উঠেছে।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হলেও সোসাইটির ইতিহাসে যুক্তরাষ্ট্র বিএনপি’র সভাপতির পাশাপাশি সোসাইটির সভাপতির দায়িত্ব পালনেরও রেকর্ড রয়েছে। ১৯৯৮ সালের নির্বাচনে বাংলাদেশ সোসাইটির সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন ডা. মোহাম্মদ হামিদুজ্জামান। তিনি যুক্তরাষ্ট্র বিএনপি’র সভাপতি ছিলেন। (সাপ্তাহিক পরিচয়)