নিউইয়র্ক ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

‘অবাঞ্ছিত’ ঘোষিতদের সাথে কেন্দ্রীয় নেতা মিলনের সাক্ষাৎ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০১৬
  • / ৭৭১ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটির ব্যাপারে কোন অগ্রগতি নেই। আর দীর্ঘ চার বছরেও কমিটি না হওয়ায় প্রবাসের দলীয় নেতা-কর্মীরা চরম হতাশা ছাড়াও দ্বিধা, ত্রিধায় বিভক্ত। পাশাপাশি নেই কোন কর্মকান্ড। এদিকে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে এসে দলীয় নেতা-কর্মীদের সাথে অনানুষ্ঠানিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। তিনি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র বিএনপি’র উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার, সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সহ সভাপতি মনজুর আহমেদ চৌধুরী ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুলের সাথে মতবিনিময় করেছেন। উল্লেখ্য, বিএনপি’র কেন্দ্রীয় নেতা মিলন যুক্তরাষ্ট্র বিএনপি’র যেসব সাবেক নেতাদেও সাথে সাক্ষাৎ করেছেন তাদের অনেকেই ইতিপূর্বে তাকে যুক্তরাষ্ট্রে ‘অবাঞ্ছিত’ ঘোষণার পাশাপাশি প্রতিরোধ করারও ঘোষণা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠন না করা এবং শীর্ষ স্থানীয় সাবেক নেতাদের ‘উপেক্ষা’ করে বিভিন্ন ষ্টেট বিএনপি’র কমিটি গঠন করার অভিযোগে মিলনকে ‘অবাঞ্ছিত’ করা হয়েছিল।
সূত্র মতে, যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠন করা ন হলেও কেন্দ্রের নির্দেশে দ্বিতীয় দফায় উত্তর আমেরিকায় তথা কানাডায় আরো তিনটি ষ্টেট কমিটি গঠন করবেন এহসানুল হক মিলন। বিএনপি’র ষ্টেট তিনটি হচ্ছে- টরেন্টো, মন্ট্রিয়েল ও অটোয়া। এর আগে প্রথম দফায় গঠিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেট বিএনপির কমিটির মধ্যে ৬টি কমিটি কেন্দ্র কর্তৃক অনুমোদিত হয়েছে। এছাড়াও দলীয় নেতা-কর্মীদের দাবীর ফলে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও কানেকটিকাট অঙ্গরাজ্যসহ অন্যান্য ষ্টেট কমিটি গঠনের ব্যাপারে পদক্ষেপ নেয়ার সম্ভাবনা রয়েছে।
Monjur w Milon-1_11 June'2016এদিকে বিএনপি’র কেন্দ্রীয় নেতা এহসানুল হক মিলন গত সপ্তাহে যুক্তরাষ্ট্র বিএনপি’র উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার, সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সহ সভাপতি মনজুর আহমেদ চৌধুরী ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুলের সাথে তাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন বলে জানা গেছে। সর্বশেষ গত ১১ জুন শনিবার বিকেলে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মনজুর আহমেদ চৌধুরী ব্রুকলীনস্থ এহসানুল হক মিলনের বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তবে তাদের সাথে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি বিষয়ে কোন কথা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এহসানুল হক মিলনের সাথে আব্দুল লতিফ সম্রাটের সাক্ষাতের বিষয়ে তিনি (সম্রাট) এর সত্যতা স্বীকার করে বলেন, তার সাথে আমার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তিনি আমার বাসায় এসেছিলেন। কি কথা হয়েছে- এমন প্রশ্নের উত্তরে সম্রাট বলেন, যুক্তরাষ্ট্র বিএনপিকে শক্তিশালী করার ব্যাপারে কথা হয়েছে। দলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের মাধ্যমে আমি কমিটি গঠনের দাবী জানিয়েছি।
এব্যাপারে কেন্দ্রীয় নেতা মিলনের সাথে যোগাযোগের চেষ্টা করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কেন্দ্রীয় নেতা মিলনের সাথে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতৃবৃন্দের সাক্ষাতের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তার ফেসবুকে লিখেছেন-‘মনে হচ্ছে ফটো সেশনের রাজনীতি চলছে ভুতপূর্ব যুক্তরাষ্ট্র বিএনপি’র নির্জন আঙ্গিনায়’। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

‘অবাঞ্ছিত’ ঘোষিতদের সাথে কেন্দ্রীয় নেতা মিলনের সাক্ষাৎ

প্রকাশের সময় : ১০:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০১৬

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটির ব্যাপারে কোন অগ্রগতি নেই। আর দীর্ঘ চার বছরেও কমিটি না হওয়ায় প্রবাসের দলীয় নেতা-কর্মীরা চরম হতাশা ছাড়াও দ্বিধা, ত্রিধায় বিভক্ত। পাশাপাশি নেই কোন কর্মকান্ড। এদিকে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে এসে দলীয় নেতা-কর্মীদের সাথে অনানুষ্ঠানিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। তিনি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র বিএনপি’র উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার, সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সহ সভাপতি মনজুর আহমেদ চৌধুরী ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুলের সাথে মতবিনিময় করেছেন। উল্লেখ্য, বিএনপি’র কেন্দ্রীয় নেতা মিলন যুক্তরাষ্ট্র বিএনপি’র যেসব সাবেক নেতাদেও সাথে সাক্ষাৎ করেছেন তাদের অনেকেই ইতিপূর্বে তাকে যুক্তরাষ্ট্রে ‘অবাঞ্ছিত’ ঘোষণার পাশাপাশি প্রতিরোধ করারও ঘোষণা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠন না করা এবং শীর্ষ স্থানীয় সাবেক নেতাদের ‘উপেক্ষা’ করে বিভিন্ন ষ্টেট বিএনপি’র কমিটি গঠন করার অভিযোগে মিলনকে ‘অবাঞ্ছিত’ করা হয়েছিল।
সূত্র মতে, যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠন করা ন হলেও কেন্দ্রের নির্দেশে দ্বিতীয় দফায় উত্তর আমেরিকায় তথা কানাডায় আরো তিনটি ষ্টেট কমিটি গঠন করবেন এহসানুল হক মিলন। বিএনপি’র ষ্টেট তিনটি হচ্ছে- টরেন্টো, মন্ট্রিয়েল ও অটোয়া। এর আগে প্রথম দফায় গঠিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেট বিএনপির কমিটির মধ্যে ৬টি কমিটি কেন্দ্র কর্তৃক অনুমোদিত হয়েছে। এছাড়াও দলীয় নেতা-কর্মীদের দাবীর ফলে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও কানেকটিকাট অঙ্গরাজ্যসহ অন্যান্য ষ্টেট কমিটি গঠনের ব্যাপারে পদক্ষেপ নেয়ার সম্ভাবনা রয়েছে।
Monjur w Milon-1_11 June'2016এদিকে বিএনপি’র কেন্দ্রীয় নেতা এহসানুল হক মিলন গত সপ্তাহে যুক্তরাষ্ট্র বিএনপি’র উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার, সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সহ সভাপতি মনজুর আহমেদ চৌধুরী ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুলের সাথে তাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন বলে জানা গেছে। সর্বশেষ গত ১১ জুন শনিবার বিকেলে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মনজুর আহমেদ চৌধুরী ব্রুকলীনস্থ এহসানুল হক মিলনের বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তবে তাদের সাথে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি বিষয়ে কোন কথা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এহসানুল হক মিলনের সাথে আব্দুল লতিফ সম্রাটের সাক্ষাতের বিষয়ে তিনি (সম্রাট) এর সত্যতা স্বীকার করে বলেন, তার সাথে আমার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তিনি আমার বাসায় এসেছিলেন। কি কথা হয়েছে- এমন প্রশ্নের উত্তরে সম্রাট বলেন, যুক্তরাষ্ট্র বিএনপিকে শক্তিশালী করার ব্যাপারে কথা হয়েছে। দলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের মাধ্যমে আমি কমিটি গঠনের দাবী জানিয়েছি।
এব্যাপারে কেন্দ্রীয় নেতা মিলনের সাথে যোগাযোগের চেষ্টা করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কেন্দ্রীয় নেতা মিলনের সাথে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতৃবৃন্দের সাক্ষাতের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তার ফেসবুকে লিখেছেন-‘মনে হচ্ছে ফটো সেশনের রাজনীতি চলছে ভুতপূর্ব যুক্তরাষ্ট্র বিএনপি’র নির্জন আঙ্গিনায়’। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)