অধ্যাপক সিরাজুল হক হাসপাতালে : সকলের দোয়া কামনা

- প্রকাশের সময় : ০৯:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০১৫
- / ৬৪৯ বার পঠিত
নিউইয়র্ক: বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও বর্ষীয়ান সাংবাদিক অধ্যাপক সিরাজুল হক চিকিৎসার জন্য আবারও ‘নিউইয়র্ক প্রেসবেট্রেয়ান ইউনিভারসিটি হসপিটাল অব কলাম্বিয়া এন্ড কর্নেল’এ ভর্ত্তি হয়েছেন। গত তিন বছর ধরে তিনি ধরে ডায়াবিটিক, উচ্চ রক্তচাপ ও কিডনি সংক্রান্ত জটিল রোগে ভোগছেন। তাঁকে নিয়মিত ডায়ালেসিস নিতে হচ্ছে। সম্প্রতি তিনি বাংলাদেশ থেকে ঘুরে এসেছেন। ঢাকায় থাকাকালীন তিনি বারডেম, পপুলার ও রেনেসাঁ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অধ্যাপক সিরাজুল হক অধ্যাপনা ছাড়াও বাংলাদেশের প্রবীণ সাংবাদিকদের একজন। পেশাগত ভাবে তিনি অধুনালুপ্ত ইয়ং পাকিস্তান ও বাইডন পত্রিকা সম্পাদনা করেন। দৈনিক জনপদের ভারপ্রাপ্ত সম্পাদক এবং দৈনিক আজাদ পত্রিকায়ও কর্মরত ছিলেন। বিভিন্ন সময়ে খন্ডকালীন অন্যান্য পত্রিকায় দায়িত্ব পালন ছাড়াও তিনি মাসিক তাহজীব এবং ঢাকাস্থ ইরান দূতাবাস থেকে প্রকাশিত নিউজলেটার-এর সম্পাদক ছিলেন। পেশাগত দায়িত্বে বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফরসঙ্গী ছিলেন।
তিনি একসময় ইরানের তেহরান টাইমস এবং রেডিও তেহরানে কর্মরত ছিলেন। তিনি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য। বিভিন্ন সময়ে জাতীয় প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও তিনি অখন্ড সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দেন। আশির দশকে অধ্যাপক সিরাজুল হক বাংলাদেশের সাংবাদিকদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ব্যক্তিগত জীবনে সৎ, অমায়িক বন্ধুপ্রিয় অধ্যাপক সিরাজুল হক একজন ভাষাবিদ, দক্ষ অনুবাদক ও সুলেখক। কয়েকটি গবেষণাধর্মী মৌলিকগ্রন্থ ছাড়াও বাজারে তার রচিত গল্প-উপন্যাস, কবিতা ও শিশুতোষসহ বেশ কিছু বই রয়েছে।
নিউইয়র্কে বসবাসকারী তার জামাতা কবি ও লেখক এবিএম সালেহ উদ্দীন ইউএনএ প্রতিনিধিকে জানান, অধ্যাপক হকের শরীরের কিছু রোগ এখনও জটিল এবং ঝুঁকিপূর্ণ। তার আশু আরোগ্য কামনায় তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ অসুস্থ অধ্যাপক সিরাজুল হকের আশু সুস্থ্যতার জন্য সকল প্রবাসীর দোয়া কামনা করেছেন।