নিউইয়র্ক ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সরকারের সঙ্গে সম্পৃক্ততা রাখবে যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৩৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৩ বার পঠিত

গণতান্ত্রিক নীতিকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসিতে ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান। এ সময় তিনি বাংলাদেশে গ্রেপ্তার ব্যক্তিদের জন্য স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতের কথা তুলে ধরেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে কানাডার অনুসন্ধান ও ভারতের চাপে যুক্তরাষ্ট্রের পিছু হটার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন নজরে আনেন একজন সাংবাদিক।

জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, কানাডার যে তদন্তের কথা বলা হলো, সে বিষয়ে তাঁর কিছু বলার নেই। এটা কানাডা বলতে পারবে। তিনি বাংলাদেশ ও দেশটির গণতন্ত্রের বিষয়ে কথা বলবেন; যেমনটা তাঁরা আগেও অনেকবার বলেছেন। মুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশ ও অন্য বিষয়—শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তার অগ্রগতি নিয়ে কথা বলেছি।

এগুলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রীয় বিষয়। গণতান্ত্রিক নীতিকে এগিয়ে নিতে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখব। এটি সব বাংলাদেশির শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার চাবিকাঠি।’ বাংলাদেশে বিরোধী নেতাকর্মী গ্রেপ্তার এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র তার ভিসানীতির আলোকে কী ব্যবস্থা নিচ্ছে, জানতে চাইলে ম্যাথু মিলার বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা তিনি আগে থেকেই বলছেন।

এই নির্বাচনকে তাঁরা অবাধ ও সুষ্ঠু মনে করেন না। নির্বাচন সামনে রেখে হাজারো রাজনৈতিক বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তার নিয়েও তাঁরা উদ্বেগ জানিয়েছেন। মিলার আরো বলেন, তিনি দুটি বিষয় বলবেন। গ্রেপ্তার হওয়া সব ব্যক্তির জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার জন্য তাঁরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা বিরোধী দলের সদস্য, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিদের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নাগরিক জীবনে অর্থপূর্ণভাবে অংশ নেওয়ার সুযোগ দিতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানান। এ বিষয়কে এগিয়ে নিতে তাঁরা বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখবেন। সূত্র : কালের কণ্ঠ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সরকারের সঙ্গে সম্পৃক্ততা রাখবে যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর

প্রকাশের সময় : ০২:৩৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

গণতান্ত্রিক নীতিকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসিতে ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান। এ সময় তিনি বাংলাদেশে গ্রেপ্তার ব্যক্তিদের জন্য স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতের কথা তুলে ধরেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে কানাডার অনুসন্ধান ও ভারতের চাপে যুক্তরাষ্ট্রের পিছু হটার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন নজরে আনেন একজন সাংবাদিক।

জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, কানাডার যে তদন্তের কথা বলা হলো, সে বিষয়ে তাঁর কিছু বলার নেই। এটা কানাডা বলতে পারবে। তিনি বাংলাদেশ ও দেশটির গণতন্ত্রের বিষয়ে কথা বলবেন; যেমনটা তাঁরা আগেও অনেকবার বলেছেন। মুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশ ও অন্য বিষয়—শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তার অগ্রগতি নিয়ে কথা বলেছি।

এগুলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রীয় বিষয়। গণতান্ত্রিক নীতিকে এগিয়ে নিতে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখব। এটি সব বাংলাদেশির শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার চাবিকাঠি।’ বাংলাদেশে বিরোধী নেতাকর্মী গ্রেপ্তার এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র তার ভিসানীতির আলোকে কী ব্যবস্থা নিচ্ছে, জানতে চাইলে ম্যাথু মিলার বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা তিনি আগে থেকেই বলছেন।

এই নির্বাচনকে তাঁরা অবাধ ও সুষ্ঠু মনে করেন না। নির্বাচন সামনে রেখে হাজারো রাজনৈতিক বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তার নিয়েও তাঁরা উদ্বেগ জানিয়েছেন। মিলার আরো বলেন, তিনি দুটি বিষয় বলবেন। গ্রেপ্তার হওয়া সব ব্যক্তির জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার জন্য তাঁরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা বিরোধী দলের সদস্য, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিদের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নাগরিক জীবনে অর্থপূর্ণভাবে অংশ নেওয়ার সুযোগ দিতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানান। এ বিষয়কে এগিয়ে নিতে তাঁরা বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখবেন। সূত্র : কালের কণ্ঠ।