নিউইয়র্ক ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্রের ভিজিটিং লিডারশিপের জন্য নাসরীন মিলি মনোনীত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৭১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভিজিটিং লিডারশিপ প্রগ্রামে (আইভিএলপি) অংশগ্রহণের জন্য এ বছর মনোনীত হয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সহকারী সদস্যসচিব ও উইমেন উইংয়ের কে-অর্ডিনেটর ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি।

‘আইভিএলপি’ হচ্ছে ইউএসএর স্টেট ডিপার্টমেন্টের সম্পূর্ণ অর্থায়নে একটি প্রিমিয়ার স্কলারশিপ প্রগ্রাম, যাতে অংশগ্রহণকারীদের সারা বিশ্ব থেকে নির্বাচন করা হয়। এ বছর বিভিন্ন অঞ্চলের আরো পাঁচজন রাজনৈতিক ও মানবাধিকার কর্মীদের সঙ্গে ব্যারিস্টার মিলি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ‘আইভিএলপি’ প্রধানত বিভিন্ন ক্ষেত্রের নেতৃত্ব বের করে আনার লক্ষ্যে পরিচালিত একটি কর্মসূচি, যারা তাদের নিজ নিজ সমাজের জন্য একটি উল্লেখযোগ্য অবদান ও ভূমিকা রাখেন।

এ কর্মসূচিতে সাধারণত রাজনৈতিক নেতা, নারী উদ্যোক্তা, মানবাধিকার কর্মী এবং যারা নিজ সম্প্রদায়ের প্রান্তিক অংশের জন্য কাজ করে তাদের প্রাধান্য দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের লক্ষ্য এই তরুণ উঠতি নেতাদের সঙ্গে মতবিনিময় করা এবং দীর্ঘস্থায়ী সংযোগ স্থাপন করা।

ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলিকে রাজনৈতিক ও মানবাধিকার কর্মী ক্যাটাগরিতে নির্বাচন করা হয়েছে। এবি পার্টির কূটনৈতিক টিমের সদস্য, একজন নারী আইনজীবী ও মানবাধিকার কর্মী হিসেবে মিলি ইতিমধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন।

১৭ জানুয়ারি তিন সপ্তাহের এই কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে ব্যারিস্টার মিলি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা করেন। তিনি সেখানে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া এবং তাদের প্রাথমিক নির্বাচন সংক্রান্ত অভিজ্ঞতা পর্যবেক্ষণ করবেন।

যুক্তরাষ্ট্রের এই আইভিএলপি প্রবর্তনের পর থেকে এতে অংশগ্রহণকারী সাবেক ছাত্রদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী, টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন, ডা. মাহাথির মুহাম্মদসহ বিশ্বের অন্য আরো প্রায় ৫০০ জন রাষ্ট্রপ্রধান ছিলেন। তাঁরা মনোনয়ন পেয়েছিলেন এমন একটা সময় যখন তাঁরা তরুণ এবং কেবল উঠতি নেতা ছিলেন। এবি পার্টির পক্ষ থেকে ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলির এই সাফল্যে সন্তোষ প্রকাশ করা হয়। দেশবাসীর কাছে তার সাফল্য কামনায় দোয়ার আবেদন জানানো হয়। সূত্র : কালের কণ্ঠ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ভিজিটিং লিডারশিপের জন্য নাসরীন মিলি মনোনীত

প্রকাশের সময় : ১০:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভিজিটিং লিডারশিপ প্রগ্রামে (আইভিএলপি) অংশগ্রহণের জন্য এ বছর মনোনীত হয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সহকারী সদস্যসচিব ও উইমেন উইংয়ের কে-অর্ডিনেটর ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি।

‘আইভিএলপি’ হচ্ছে ইউএসএর স্টেট ডিপার্টমেন্টের সম্পূর্ণ অর্থায়নে একটি প্রিমিয়ার স্কলারশিপ প্রগ্রাম, যাতে অংশগ্রহণকারীদের সারা বিশ্ব থেকে নির্বাচন করা হয়। এ বছর বিভিন্ন অঞ্চলের আরো পাঁচজন রাজনৈতিক ও মানবাধিকার কর্মীদের সঙ্গে ব্যারিস্টার মিলি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ‘আইভিএলপি’ প্রধানত বিভিন্ন ক্ষেত্রের নেতৃত্ব বের করে আনার লক্ষ্যে পরিচালিত একটি কর্মসূচি, যারা তাদের নিজ নিজ সমাজের জন্য একটি উল্লেখযোগ্য অবদান ও ভূমিকা রাখেন।

এ কর্মসূচিতে সাধারণত রাজনৈতিক নেতা, নারী উদ্যোক্তা, মানবাধিকার কর্মী এবং যারা নিজ সম্প্রদায়ের প্রান্তিক অংশের জন্য কাজ করে তাদের প্রাধান্য দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের লক্ষ্য এই তরুণ উঠতি নেতাদের সঙ্গে মতবিনিময় করা এবং দীর্ঘস্থায়ী সংযোগ স্থাপন করা।

ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলিকে রাজনৈতিক ও মানবাধিকার কর্মী ক্যাটাগরিতে নির্বাচন করা হয়েছে। এবি পার্টির কূটনৈতিক টিমের সদস্য, একজন নারী আইনজীবী ও মানবাধিকার কর্মী হিসেবে মিলি ইতিমধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন।

১৭ জানুয়ারি তিন সপ্তাহের এই কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে ব্যারিস্টার মিলি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা করেন। তিনি সেখানে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া এবং তাদের প্রাথমিক নির্বাচন সংক্রান্ত অভিজ্ঞতা পর্যবেক্ষণ করবেন।

যুক্তরাষ্ট্রের এই আইভিএলপি প্রবর্তনের পর থেকে এতে অংশগ্রহণকারী সাবেক ছাত্রদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী, টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন, ডা. মাহাথির মুহাম্মদসহ বিশ্বের অন্য আরো প্রায় ৫০০ জন রাষ্ট্রপ্রধান ছিলেন। তাঁরা মনোনয়ন পেয়েছিলেন এমন একটা সময় যখন তাঁরা তরুণ এবং কেবল উঠতি নেতা ছিলেন। এবি পার্টির পক্ষ থেকে ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলির এই সাফল্যে সন্তোষ প্রকাশ করা হয়। দেশবাসীর কাছে তার সাফল্য কামনায় দোয়ার আবেদন জানানো হয়। সূত্র : কালের কণ্ঠ।