‘আর বাঁচবো কিনা জানিনা তাই শেষ ভোট দিতে এসেছি’
- প্রকাশের সময় : ০৭:১৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
- / ৬৮ বার পঠিত
আমার এই বয়সে মেলা বার ভোট দিছি। কোন সময় আমার পছন্দের প্রার্থী জিতছে, আবার ঠগেও গেছে। হ্যানে যে বয়স হইছে আমার, তাতে মনে হয় এটাই শেষ ভোট, আর বাচবো কিনা জানিনা। দোয়া করি যারে ভোট দিলাম তারে যেনু আল্লাহ পাস করায়। কথাগুলো বলছিলেন, আজাহার মুন্সী। বয়স ৭৫। বাড়ি ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মাঠবাড়ি গ্রামে।বয়সের ভারে অনেকটা ন্যুব্জ।
বয়স্ক এই ভোটারের সঙ্গে কথা হয় ভাঙ্গা উপজেলার গঙ্গাধরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রাঙ্গনে। তিনি ভোট দেওয়া শেষ করে ভোট কেন্দ্র থেকে বেরোচ্ছিলেন তাকে সহযোগিতা করতে আনসার বাহিনী সদস্য ও পুলিশ সদস্যেরা এগিয়ে যায়। তার হাত ধরে আস্তে আস্তে করে তাকে অটোতে তুলে দেয় সরকারি আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা।
এই কেন্দ্রটিতে বয়স্ক আজাহার মুন্সির মতো অনেকই ভোট দিতে আসে। সুষ্ঠু মত ভোট দিতে পেরে তারা খুশি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত ফরিদপুরে দুটি উপজেলায় ( ভাঙ্গা ও সদরপুর) নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহন। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটার উপস্থিতি একেবারেই কম।
তবে শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে চোখে পড়ার মতো। ফরিদপুরে ভাঙ্গা ও সদরপুর উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জিয়াউল হক খান বলেন দুটি উপজেলাতে আট জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১৬৭ টি, নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সূত্র : যায়যায়দিন