তারেকের ভুলে অস্তিত্ব সংকটে বিএনপি
- প্রকাশের সময় : ০২:১৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
- / ৬১ বার পঠিত
নির্বাচন বর্জন, আন্দোলন-কর্মসূচিতে টানা ব্যর্থতার কারণে বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে হতাশা, বিরক্তি ও অনীহা। এমন পরিস্থিতিতে অস্তিত্ব সংকটে পড়েছে দলটি। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তহীনতা ও ভুল কৌশলকে দায়ী করছেন নেতাকর্মীরা।
বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান, ২০০১ সাল থেকেই তারেক রহমান দলীয় গুরুত্বপূর্ণ সব বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করেন। তখন থেকেই বিএনপিতে বিপর্যয় শুরু হয়। ব্যক্তিগত স্বার্থের জন্য দল ও নেতাকর্মীদের ব্যবহার করেন তিনি। টাকার বিনিময়ে নিজের পছন্দের লোক ও অযোগ্য ব্যক্তিদের বিভিন্ন কমিটিতে পদ দেওয়াসহ নানা অনিয়ম-দুর্নীতি করেন তারেক রহমান।
তারা আরো জানান, বিএনপির অনেক সিনিয়র নেতাই তারেক রহমানের নেতৃত্ব মানতে নারাজ। কিন্তু কিছু সুবিধাবাদী নেতার কারণে তারেক রহমান আজও বিএনপিকে নিজের স্বার্থে ব্যবহার করে যাচ্ছেন। তার দুর্বলতার কারণেই আজ বিএনপি রাজনৈতিকভাবে দিশেহারা। ত্যাগী নেতাকর্মীরা দিনদিন দল থেকে সরে যাচ্ছে।
বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, তারেক রহমান কখনোই নেতাকর্মীদের মঙ্গলের জন্য কিছু করেননি। তিনি সবসময় নিজের স্বার্থে দলকে ব্যবহার করেছেন। আন্দোলন-কর্মসূচির নামে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছেন। নেতাকর্মীদের নানা প্রলোভন দেখিয়েছেন তিনি, কিন্তু কোনোটাই পূরণ করেননি। তারেক রহমানের অরাজনৈতিক কর্মকাণ্ডের কারণেই বিএনপির অস্তিত্ব আজ সংকটের মুখোমুখি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, তারেক রহমান যোগ্য নেতা নন। তিনি যতদিন নেতৃত্বে থাকবেন, ততদিন বিএনপির কোনো উন্নতি হবে না। বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অধিকাংশ নেতাকর্মীই তারেক রহমানকে পছন্দ করেন না। তার ভুল কৌশল ও সিদ্ধান্তে বিএনপি বারবার রাজনীতির মাঠে হোঁচট খেয়েছে। বর্তমান অস্তিত্ব সংকটের জন্যও তিনিই দায়ী। সূত্র : ডেইলি-বাংলাদেশ।