বেইলি রোড অগ্নিকাণ্ড; বাড়ি ফিরল আরও ২ জন
- প্রকাশের সময় : ০৪:২৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
- / ১১৩ বার পঠিত
রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় আহতদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন আরো দুইজন। রোববার (৩ মার্চ) ভর্তি রোগীদের সবশেষ শারীরিক অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম। এ নিয়ে ১৪ জনের মধ্যে হাসপাতালের ছাড়পত্র পেলেন ১১ জন। এখনো ভর্তি আছেন তিনজন।
তরিকুল ইসলাম বলেন, শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভর্তি থাকা ৩ জন রোগীকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তাদের শারীরিক পরিস্থিতি সুস্থতার দিকে। পুরোপুরি সুস্থ হলে তাদের ছাড়পত্র দেয়া হবে। তবে, এখনই তাদের শঙ্কামুক্ত বলা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। এদিকে, বেইলি রোডের ‘গ্রিন কেজি কটেজে’ আগুনের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুজন।
উল্লেখ্য, ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইল রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। বাকি দুইজনের মরদেহ ঢাকা মেডিকেলে রয়েছে। তাদের ডিএনএ নমুনা নেয়া হয়েছে। সূত্র : বাংলাদেশ জার্নাল।