নিউইয়র্ক ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হঠাৎ আলোচনায় চিত্রনায়িকা মাহি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / ২০ বার পঠিত

বিএনপি’র সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় শূন্য হয়েছে চাঁপাই নবাবগঞ্জ-২ আসন। এ আসনে উপনির্বাচনের জন্য দলের মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার শেষ হয়েছে এই কার্যক্রম। আজ দলের মনোনয়ন বোর্ডের সভা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন চূড়ান্ত করবেন। ১লা ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ।
জানা গেছে, এ আসনে উপনির্বাচনে মনোনয়ন দৌড়ে আওয়ামী লীগ প্রার্থীর ছড়াছড়ি। নৌকার টিকিট পেতে মনোনয়ন জমা দিয়েছেন অন্তত ১৮ জন নেতা। সব ছাপিয়ে ভেসে উঠেছে অভিনেত্রী মাহিয়া মাহির নাম। অভিনয় জীবনের সাফল্যের পর তিনি এখন রাজনীতির মঞ্চেও আলোচনায়। চাঁপাই নবাবগঞ্জ-২ আসন থেকে উপ-নির্বাচনে অংশ নিতে শুক্রবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি দলীয় মনোনয়ন ফরম জমা দেন।

আগের দিন বৃহস্পতিবার শারমিন আক্তার নিপা (মাহিয়া) নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এই অভিনেত্রী। মনোনয়ন ফরম জমা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন তিনি। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতের সময়ে তোলা কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল।
মাহির জন্ম চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায়। তবে চাঁপাই নবাবগঞ্জের রাজনীতিতে সক্রিয় ছিলেন না মাহি, এমনকি রাজনীতির মাঠেও ছিলেন না তিনি। পাশের এলাকা রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জনসংযোগ চালাতে দেখা গেছে তাকে। গত অক্টোবরেই সরাসরি রাজনীতিতে যুক্ত হন মাহি। দুই বছর মেয়াদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন তিনি। পাশাপাশি সংগঠনটির রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়কের দায়িত্বও নেন। চাঁপাইন বাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে তার প্রার্থী হওয়ার বিষয়টি প্রথম সামনে আসে ২৬শে ডিসেম্বর। পরপর দুইদিন এলাকায় গণসংযোগও করেন। অপ্রত্যাশিতভাবে অভিনেত্রীর প্রার্থী হওয়ার ঘোষণায় চাঁপাই নবাবগঞ্জসহ বিভিন্ন মহলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, আওয়ামী লীগ এ দেশের সবচেয়ে বড় দল। অনেকেই মনোনয়ন চাইবেন। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যিনি যোগ্য, জনপ্রিয় এবং যাকে দিয়ে নৌকার বিজয় সম্ভব তাকেই মনোনয়ন দেয়া হবে। তিনি আরও বলেন, মাহি চিত্রনায়িকা এজন্য তাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। দলের নীতি-নির্ধারকরা যদি চিত্রনায়িকা মাহিকে মনোনয়ন দেয় তাহলে তার বাইরে যাওয়ার সুযোগ নেই। আমাদের নৌকার পক্ষেই থাকতে হবে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হঠাৎ আলোচনায় চিত্রনায়িকা মাহি

প্রকাশের সময় : ০৮:০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩

বিএনপি’র সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় শূন্য হয়েছে চাঁপাই নবাবগঞ্জ-২ আসন। এ আসনে উপনির্বাচনের জন্য দলের মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার শেষ হয়েছে এই কার্যক্রম। আজ দলের মনোনয়ন বোর্ডের সভা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন চূড়ান্ত করবেন। ১লা ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ।
জানা গেছে, এ আসনে উপনির্বাচনে মনোনয়ন দৌড়ে আওয়ামী লীগ প্রার্থীর ছড়াছড়ি। নৌকার টিকিট পেতে মনোনয়ন জমা দিয়েছেন অন্তত ১৮ জন নেতা। সব ছাপিয়ে ভেসে উঠেছে অভিনেত্রী মাহিয়া মাহির নাম। অভিনয় জীবনের সাফল্যের পর তিনি এখন রাজনীতির মঞ্চেও আলোচনায়। চাঁপাই নবাবগঞ্জ-২ আসন থেকে উপ-নির্বাচনে অংশ নিতে শুক্রবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি দলীয় মনোনয়ন ফরম জমা দেন।

আগের দিন বৃহস্পতিবার শারমিন আক্তার নিপা (মাহিয়া) নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এই অভিনেত্রী। মনোনয়ন ফরম জমা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন তিনি। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতের সময়ে তোলা কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল।
মাহির জন্ম চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায়। তবে চাঁপাই নবাবগঞ্জের রাজনীতিতে সক্রিয় ছিলেন না মাহি, এমনকি রাজনীতির মাঠেও ছিলেন না তিনি। পাশের এলাকা রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জনসংযোগ চালাতে দেখা গেছে তাকে। গত অক্টোবরেই সরাসরি রাজনীতিতে যুক্ত হন মাহি। দুই বছর মেয়াদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন তিনি। পাশাপাশি সংগঠনটির রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়কের দায়িত্বও নেন। চাঁপাইন বাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে তার প্রার্থী হওয়ার বিষয়টি প্রথম সামনে আসে ২৬শে ডিসেম্বর। পরপর দুইদিন এলাকায় গণসংযোগও করেন। অপ্রত্যাশিতভাবে অভিনেত্রীর প্রার্থী হওয়ার ঘোষণায় চাঁপাই নবাবগঞ্জসহ বিভিন্ন মহলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, আওয়ামী লীগ এ দেশের সবচেয়ে বড় দল। অনেকেই মনোনয়ন চাইবেন। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যিনি যোগ্য, জনপ্রিয় এবং যাকে দিয়ে নৌকার বিজয় সম্ভব তাকেই মনোনয়ন দেয়া হবে। তিনি আরও বলেন, মাহি চিত্রনায়িকা এজন্য তাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। দলের নীতি-নির্ধারকরা যদি চিত্রনায়িকা মাহিকে মনোনয়ন দেয় তাহলে তার বাইরে যাওয়ার সুযোগ নেই। আমাদের নৌকার পক্ষেই থাকতে হবে।