নিউইয়র্ক ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

১৮ জানুয়ারির মধ্যে লতিফকে হাজিরের নির্দেশ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪
  • / ১২৩৪ বার পঠিত

হজ ও তাবলীগ জামাত নিয়ে কটূক্তির অভিযোগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ১৮ জানুয়ারির মধ্যে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান এ আদেশ দেন।

এদিন লতিফ সিদ্দিকীর আদালতে হাজিরের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় মামলার বাদী আসামি লতিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।

শুনানি শেষে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন নামঞ্জুর করে ১৮ জানুয়ারি দিন ঠিক করেন।

মামলার আরজিতে থেকে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তৃতার একপর্যায়ে লতিফ সিদ্দিকী বলেন, “আমি কিন্তু হজ আর তবলীগ জামাতের ঘোরতরবিরোধী। হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরব গিয়েছে। তাদের কোনো কাম নাই। তাদের কোনো প্রোডাকশন নাই। শুধু রিডাকশন করতেছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা নিয়ে ওখানে দিয়ে আসছে। অ্যাভারেজে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায় প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে পাঁচশ কোটি টাকা খরচ হয়।”

“আবদুল্লাহর পুত্র মোহাম্মদ (সা.) চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে। তারা তো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করল যে, তার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে এবং এর মধ্যে দিয়ে একটা আয়ের ব্যবস্থা হবে।”

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

১৮ জানুয়ারির মধ্যে লতিফকে হাজিরের নির্দেশ

প্রকাশের সময় : ০৮:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪

হজ ও তাবলীগ জামাত নিয়ে কটূক্তির অভিযোগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ১৮ জানুয়ারির মধ্যে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান এ আদেশ দেন।

এদিন লতিফ সিদ্দিকীর আদালতে হাজিরের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় মামলার বাদী আসামি লতিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।

শুনানি শেষে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন নামঞ্জুর করে ১৮ জানুয়ারি দিন ঠিক করেন।

মামলার আরজিতে থেকে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তৃতার একপর্যায়ে লতিফ সিদ্দিকী বলেন, “আমি কিন্তু হজ আর তবলীগ জামাতের ঘোরতরবিরোধী। হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরব গিয়েছে। তাদের কোনো কাম নাই। তাদের কোনো প্রোডাকশন নাই। শুধু রিডাকশন করতেছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা নিয়ে ওখানে দিয়ে আসছে। অ্যাভারেজে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায় প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে পাঁচশ কোটি টাকা খরচ হয়।”

“আবদুল্লাহর পুত্র মোহাম্মদ (সা.) চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে। তারা তো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করল যে, তার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে এবং এর মধ্যে দিয়ে একটা আয়ের ব্যবস্থা হবে।”