নিউইয়র্ক ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

স্বামীর সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে সালাহ উদ্দিনের স্ত্রীর আবেদন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫
  • / ৪৮৩ বার পঠিত

ঢাকা: বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ২০ দলীয় জোটের মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদের সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সাড়ে ১১ টার দিকে চার নম্বর গেটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারক লিপি গ্রহণ শাখায় এ আবেদন জমা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী আব্দুল হামিদ আবেদনটি গ্রহণ করেন। এসময় সাংবাদিকসহ বেশ কিছু উসুক জনতা সেখানে উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে হাসিনা আহমদ বলেন, আশা করি, শত ব্যস্ততার মাঝেও মহানুভবতার সাথে আমাকে সাক্ষাতের জন্য আপনার মূল্যবান সময় প্রদান করে, কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন।
স্বামীকে খুঁজে পেতে প্রধানমন্ত্রীর উদ্দেশে হাসিনা আহমদ বলেন, ‘আপনার কাছে আকুল আবেদন, আমার পরিবার, আমার সন্তানদের কথা বিবেচনা করে, প্রজাতন্ত্রের নাগরিক হিসেবে আমাদের আইনি ও সাংবিধানিক অধিকার রক্ষার নিমিত্তে ও সর্বোপরি মানবিক কারণে, আমার স্বামীকে খুঁজে বের করার জন্য আপনার সদয় হস্তক্ষেপ, বিশেষ নির্দেশনা ও সহায়তা প্রার্থনা করছি। তিনি বলেন, ‘আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকেন বা তাঁর বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, তাহলে তাঁকে অবিলম্বে আদালতে সোপর্দ করে আইনি প্রক্রিয়ায় যথাযথ বিচার কার্যক্রম গ্রহণ করা হোক।
হাসিনা আহমেদ বলেন, আমি আশা করি প্রধানমন্ত্রী আমার অনুভূতি বুঝবেন। আমার স্বামী সালাহ উদ্দিনকে খুঁজে বের করবেন।
আবেদনে তার অনুভূতি জানাতে ও স্বামীর খোঁজ পেতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন হাসিনা আহমেদ।
সালাহউদ্দিনকে খোজার দায়িত্ব সরকারের নয়, খালেদার : হাছান মাহমুদ
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের নিখোঁজ হওয়া নিয়ে বিএনপি নাটক করছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, সালাহ উদ্দিন আহমদকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের নয়। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা পরিষদ আয়োজিত ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ বিরোধী এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, সালাহ উদ্দিন আহমদকে কিছুদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বিএনপি অভিযোগ করছে। কিন্তু তিনি তো আগে থেকেই নিখোঁজ ছিলেন এবং মাঝে মাঝে চোরাগোপ্তা বিবৃতি দিচ্ছিলেন। এখন তিনি বিবৃতি দেওয়া বন্ধ করে দিয়েছেন। এ জন্য সরকার কি করতে পারে।
তিনি বলেন, সালাহ উদ্দিন আহমদের নিখোঁজ হওয়া নিয়ে খালেদা একটি নাটক সাজিয়েছেন। সুতরাং তাকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের নয়, খালেদা জিয়ার। এই অপহরণের ঘটনায় বিএনপি নেত্রী খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ সমর্থন আছে।
পরিষদের সভাপতি জিন্নাত আলী খানের সভাপতিত্বে মানববন্ধনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর উপকমিটির সহ সম্পাদক এম এ করিম হাসিবুর রহমান মনিক বক্তব্য রাখেন। (দৈনিক যুগান্তর)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

স্বামীর সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে সালাহ উদ্দিনের স্ত্রীর আবেদন

প্রকাশের সময় : ১২:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫

ঢাকা: বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ২০ দলীয় জোটের মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদের সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সাড়ে ১১ টার দিকে চার নম্বর গেটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারক লিপি গ্রহণ শাখায় এ আবেদন জমা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী আব্দুল হামিদ আবেদনটি গ্রহণ করেন। এসময় সাংবাদিকসহ বেশ কিছু উসুক জনতা সেখানে উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে হাসিনা আহমদ বলেন, আশা করি, শত ব্যস্ততার মাঝেও মহানুভবতার সাথে আমাকে সাক্ষাতের জন্য আপনার মূল্যবান সময় প্রদান করে, কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন।
স্বামীকে খুঁজে পেতে প্রধানমন্ত্রীর উদ্দেশে হাসিনা আহমদ বলেন, ‘আপনার কাছে আকুল আবেদন, আমার পরিবার, আমার সন্তানদের কথা বিবেচনা করে, প্রজাতন্ত্রের নাগরিক হিসেবে আমাদের আইনি ও সাংবিধানিক অধিকার রক্ষার নিমিত্তে ও সর্বোপরি মানবিক কারণে, আমার স্বামীকে খুঁজে বের করার জন্য আপনার সদয় হস্তক্ষেপ, বিশেষ নির্দেশনা ও সহায়তা প্রার্থনা করছি। তিনি বলেন, ‘আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকেন বা তাঁর বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, তাহলে তাঁকে অবিলম্বে আদালতে সোপর্দ করে আইনি প্রক্রিয়ায় যথাযথ বিচার কার্যক্রম গ্রহণ করা হোক।
হাসিনা আহমেদ বলেন, আমি আশা করি প্রধানমন্ত্রী আমার অনুভূতি বুঝবেন। আমার স্বামী সালাহ উদ্দিনকে খুঁজে বের করবেন।
আবেদনে তার অনুভূতি জানাতে ও স্বামীর খোঁজ পেতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন হাসিনা আহমেদ।
সালাহউদ্দিনকে খোজার দায়িত্ব সরকারের নয়, খালেদার : হাছান মাহমুদ
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের নিখোঁজ হওয়া নিয়ে বিএনপি নাটক করছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, সালাহ উদ্দিন আহমদকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের নয়। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা পরিষদ আয়োজিত ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ বিরোধী এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, সালাহ উদ্দিন আহমদকে কিছুদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বিএনপি অভিযোগ করছে। কিন্তু তিনি তো আগে থেকেই নিখোঁজ ছিলেন এবং মাঝে মাঝে চোরাগোপ্তা বিবৃতি দিচ্ছিলেন। এখন তিনি বিবৃতি দেওয়া বন্ধ করে দিয়েছেন। এ জন্য সরকার কি করতে পারে।
তিনি বলেন, সালাহ উদ্দিন আহমদের নিখোঁজ হওয়া নিয়ে খালেদা একটি নাটক সাজিয়েছেন। সুতরাং তাকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের নয়, খালেদা জিয়ার। এই অপহরণের ঘটনায় বিএনপি নেত্রী খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ সমর্থন আছে।
পরিষদের সভাপতি জিন্নাত আলী খানের সভাপতিত্বে মানববন্ধনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর উপকমিটির সহ সম্পাদক এম এ করিম হাসিবুর রহমান মনিক বক্তব্য রাখেন। (দৈনিক যুগান্তর)