নিউইয়র্ক ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সোনালী ব্যাংকের অর্ধশতাধিক চেক চুরি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪
  • / ৮৩৫ বার পঠিত

রাজধানীর লালমাটিয়া শাখার সোনালী ব্যাংকের অর্ধশতাধিক চেক খোয়া গেছে- এমন অভিযোগ এনে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সোমবার বিকেলে চেক খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। তিনি বলেন, রোববার দুপুরে সোনালী ব্যাংকের লালমাটিয়া শাখার ক্লিয়ারিং সেকশনের ড্রয়ার থেকে ৪০ থেকে ৫০টি চেক হারানোর অভিযোগ এনে থানায় একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ব্যাংকের বরাত দিয়ে তিনি আরো বলেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব চেক অন্য ব্যাংক বা সোনালী ব্যাংকের অন্য শাখা থেকে অর্থ সংগ্রহের জন্য জমা দিয়েছিলেন। যেসব চেকের তথ্য লেজারে আছে। সেগুলোর পেমেন্ট স্টপ করা হয়েছে। আর যেগুলো লেজারে নেই সেগুলোর তথ্য বের করে পেমেন্ট স্টপ করার ব্যবস্থা করা হয়েছে। এতে গ্রাহক ক্ষতিগ্রস্ত হবেন না।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

সোনালী ব্যাংকের অর্ধশতাধিক চেক চুরি

প্রকাশের সময় : ১১:১৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪

রাজধানীর লালমাটিয়া শাখার সোনালী ব্যাংকের অর্ধশতাধিক চেক খোয়া গেছে- এমন অভিযোগ এনে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সোমবার বিকেলে চেক খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। তিনি বলেন, রোববার দুপুরে সোনালী ব্যাংকের লালমাটিয়া শাখার ক্লিয়ারিং সেকশনের ড্রয়ার থেকে ৪০ থেকে ৫০টি চেক হারানোর অভিযোগ এনে থানায় একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ব্যাংকের বরাত দিয়ে তিনি আরো বলেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব চেক অন্য ব্যাংক বা সোনালী ব্যাংকের অন্য শাখা থেকে অর্থ সংগ্রহের জন্য জমা দিয়েছিলেন। যেসব চেকের তথ্য লেজারে আছে। সেগুলোর পেমেন্ট স্টপ করা হয়েছে। আর যেগুলো লেজারে নেই সেগুলোর তথ্য বের করে পেমেন্ট স্টপ করার ব্যবস্থা করা হয়েছে। এতে গ্রাহক ক্ষতিগ্রস্ত হবেন না।